All Category

Hotline 01953300152

All Category
  • 01953300152
  • aarotdari@gmail.com
  • G-14, Pallabi Extension, Rupnagar, Dhaka, Dhaka, Bangladesh

Warranty Policy

ওয়ারেন্টি পলিসি: 

যে কোন ধরণের পণ্যের গায়ে বা উক্ত পন্যের প্যাকেটে উল্ল্যেখিত নির্দিষ্ট সময়ই পণ্যের ওয়ারেন্টিকালীন সময় হিসাবে বিবেচিত হইবে। তবে যেহেতু “আড়ৎদারী ডটকম” এর পন্যের মধ্যে পচনশীল পন্য ও দ্রব্যাদির উৎপন্নকারী বা আমদানীকারীগণ পণ্যের বিষয়ে কোন ওয়ারেন্টি বা গ্যারান্টি প্রদান করার কোন সুযোগ নাই। সেহেতু “আড়ৎদারী ডটকম” এর বিক্রেতা বা ভেন্ডারগণও সম্মানিত ক্রেতা ও গ্রাহকদের উক্ত পচনশীল পন্য ও দ্রব্যাদির উপর কোন প্রকার ওয়ারেন্টি বা গ্যারান্টি দেওয়ার অধিকার রাখে না। তবে যেহেতু পণ্যের গুনগত মান, রং, ধরন ও অবস্থা উক্ত পণ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ ও সাদৃস্যপূর্ণ হওয়া একান্ত বাঞ্চনীয় এবং যেহেতু “আড়ৎদারী ডটকম” এর সম্মানিত ক্রেতা বা গ্রাহক বরাবরে অত্র প্লাটফর্মে প্রদর্শনকৃত সকল পণ্যের বর্ণনা ও স্পেসিফিকেশনের সহিত বাস্তব মিল রাখিতে “আড়ৎদারী ডটকম” এর ভেন্ডারগণ চুক্তিবদ্ধ, সেহেতু যেই সকল পণ্যের গায়ে বা উক্ত পন্যের প্যাকেটে পন্যের কোন সুস্পষ্ট  মেয়াদ উল্ল্যেখ না থাকে সেই সকল পন্যের উপর কোন প্রকার ওয়ারেন্টি বা গ্যারান্টি দেওয়া হয় না। তবে গ্রাহক ও ক্রেতা সাধারনকে সর্বাবস্থায়  ডেলিভারী ম্যানের নিকট হইতে পন্য বা ডেলিভারী বুঝে, শুনে ও দেখে গ্রহণ/রিসিভ করার জন্য সবিনয় অনুরোধ করা হইল।