Already have account? Login
যেহেতু “আড়ৎদারী” দেশের ঐতিহ্যবাহী মার্কেট বা বাজার সমূহের সম্মানিত বৈধ আমদানী কারক, তৈরী কারক, উৎপাদক, বাজারজাত কারক ও পাইকারী সরবরাহ কারীদের সকল ধরণের পণ্য সমূহ এবং তৎসহিত সংশ্লিষ্ট অন্যান্য আনুষঙ্গিক পন্য সমূহ দেশের ও বিদেশের ক্রেতা সাধারন সহ আগ্রহী ব্যক্তিদের নিকট তুলে ধরা সহ তাদের পরষ্পর আগ্রহের ভিত্তিতে ক্রয় বা বিক্রয়ের জন্য একই প্লাটফর্মে (অর্থাৎ ক্রেতা ও বিক্রেতা উভয়কেই একটি অন লাইন ভিত্তিক প্লাটফর্মে) নিয়ে আসার জন্য এবং দেশের মানুষের নিত্য ও আবশ্যকীয় ভোগকৃত, ব্যবহার্য্য পন্য সমূহকে সহজ লভ্য অর্থাৎ হাতের নাগালে নিয়ে আসার জন্য দেশের প্রচলিত আইনের আলোকে প্রতিষ্ঠিত একটি ই- কমার্স বা অন লাইন ভিত্তিক প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠেছে।
এবং যেহেতু দেশের আগ্রহী পাইকারী
বিক্রেতা,
বৈধ আমদানী
কারক,
তৈরীকারক, উৎপাদক, বাজার জাত
কারক ও সরবরাহ কারীদের বিক্রয়ের নিমিত্তে নির্ধারিত, তৈরীকৃত ও আমদানীকৃত পণ্য সমূহ এবং তৎসহিত
সংশ্লিষ্ট অন্যান্য আনুষঙ্গিক পন্য সমূহ তাদের কর্তৃক সাশ্রয়ী মূল্যে বিক্রয়ের
নিমিত্তে তাদের সহিত আগ্রহী দোকানদার. সরবরাহকারী, বাজারজাতকারী, ক্রেতা ও সুবিধা ভোগীদের সাথে মেল বন্ধন তৈরী করা
আবশ্যক বলে “আড়ৎদারী ডটকম” মনে করে আসছেন।
এবং যেহেতু “আড়ৎদারী ডটকম” ক্রেতা-
বিক্রেতা ও আগ্রহীদের সহিত যোগাযোগের সেতু বন্ধন হিসাবে এবং বহির্বিশ্বে
বাংলাদেশদতক “আড়ৎদারী ডটকম” সহ দেশের পাইকারী ও খুচরা বাজারের সর্বোপরি
দেশের সকল প্রান্তের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের দেশী এবং ঐতিহ্যবাহী পন্য সামগ্রী
আধুনিক অনলাইন প্লাটফর্মের মাধ্যমে বিশ্ব দরবারে পাইকারী বিক্রেতা, বৈধ আমদানী
কারক,
উৎপাদক, বাজার জাত
কারক ও সরবরাহ কারীদের দ্বারা বিক্রয়ের নিমিত্তে তুলে ধরার জন্য একটি প্লাটফর্ম
হিসাবে কাজ করছেন।
এবং যেহেতু www.aarotdari.com এর অনলাইন
প্লাটফর্ম ব্যবহার করে আগ্রহী “ভেন্ডার” বা “বিক্রেতা” গণ তাদের পন্য সমূহ সাশ্রয়ী
মূল্যে বিক্রয় করতে পারবেন।
সেহেতু “আড়ৎদারী ডটকম” এর চুক্তির Terms and Conditions সহ অন্যান্য
আবশ্যকীয় শর্ত সমূহ Accept
করে আগ্রহী
“ভেন্ডার” বা “বিক্রেতা” গণ “আড়ৎদারী” কে এখানে নির্ধারিত শর্তাদির
ভিত্তিতে কেবল মাত্র কমিশন এজেন্ট হিসাবে নিয়োগ করেন এবং “আড়ৎদারী ডটকম” কেবলমাত্র
এখানে কমিশন এজেন্ট হিসাবে কাজ করে থাকেন।
-: চুক্তি করার উদ্দেশ্য ও কারনঃ-
এবং যেহেতু বর্তমান অনলাইন জগৎে উদ্ভুদ্ধ বিভিন্ন সমস্যা সমূহ দূর করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার Information Technology and Communication Act 2006 (তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ আইন ২০০6) তৈরী করেছেন। তৎভিন্নও যেহেতু খুচরা ও পাইকারী বিক্রেতা, বৈধ আমদানী কারক, উৎপাদক, বাজার জাত কারক ও সরবরাহ কারীদের সহিত ক্রেতা সাধারনের দাবী, অধিকার ও স্বার্থের ও পার্থক্য রয়েছে। সেহেতু সার্বিক দিক পর্যালোচনা করে এবং উপরোক্ত বিষয় সমূহের উপর গুরুত্ব আরোপ করে যেহেতু “আড়ৎদারী ডটকম” এর অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে দেশের পাইকারী বিক্রেতা, বৈধ আমদানী কারক, উৎপাদক, বাজার জাত কারক ও সরবরাহ কারীদের কর্তৃক বিক্রয়ের নিমিত্তে নির্ধারিত, তৈরীকৃত ও আমদানীকৃত পন্য সমূহ সহ বিভিন্ন প্রকার ব্যাবহৃত পণ্য সমূহ এবং তৎসহিত সংশ্লিষ্ট অন্যান্য আনুষঙ্গিক পন্য সমূহ www.aarotdari.com এর মাধ্যমে সাশ্রয়ী মূল্যে বিক্রয় করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং
যেহেতু “আড়ৎদারী ডটকম” এর অনলাইন
প্লাটফর্ম ব্যবহার করার জণ্য প্রত্যেক আগ্রহী খুচরা ও পাইকারী বিক্রেতা, বৈধ আমদানী
কারক,
উৎপাদক, বাজার জাত
কারক ও সরবরাহ কারীর সহিত দেশের প্রচলিত আইনের বিধান মোতাবেক কতিপয় আবশ্যকীয়
শর্তের "আড়ৎদারী ডটকম” এর সহিত অনলাইন ভিত্তিক (আবশ্যকীয় ক্ষেত্রে) এক বা
একাধিক চুক্তিপত্র থাকার আবশ্যকীয়তা দেখা দিয়েছে।
সেহেতু অনলাইন প্লাটফর্ম হিসাবে “আড়ৎদারী
ডটকম” নিম্নলিখিত শর্ত সমূহের ভিত্তিতে একটি অনলাইন ভিত্তিক চুক্তি তৈরী করে তার
নির্ধারিত ওয়েব সাইট এর অর্থাৎ www.aarotdari.com এ “ভেন্ডার” বা “বিক্রেতা” গণের জন্য সংরক্ষন
করা হল।
= বিক্রেতা বা ভেন্ডার এর ক্ষেত্রে প্রযোজ্য
আবশ্যকীয় শর্ত সমূহ =
1.1 ভেন্ডার/বিক্রেতা/খুচরা বা পাইকারী
বিক্রেতা/বৈধ আমদানী কারক/উৎপাদক/বাজার জাত কারক/সরবরাহ কারী হিসাবে আমি “আড়ৎদারী ডটকম” এর অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে আমাদের পন্য বা পন্য সমূহ সাশ্রয়ী মূল্যে
বিক্রয়ের জন্য রেজিষ্ট্রেশন করার সঙ্গে সঙ্গে আমি/আমরা “আড়ৎদারী ডটকম” এর নির্ধারিত Terms
and Conditions সহ অন্যান্য
আবশ্যকীয় শর্ত সমূহ Accept
করেছি এবং “আড়ৎদারী ডটকম” এর সহিত চুক্তিপত্রে আবদ্ধ হয়েছি মর্মে ঘোষিত হল।
1.2 “ভেন্ডার” বা “বিক্রেতা” হিসাবে “আড়ৎদারী ডটকম” এর সমূদয় শর্ত সমূহ গ্রহণ করে এবং “ভোক্তা অধিকার আইন” সহ দেশের প্রচলিত সকল
আইন ও নির্দেশিকা মান্য করেই কেবলমাত্র www.aarotdari.com এর অনলাইন
প্লাটফর্ম ব্যবহার করে আমাদের পন্য সমূহ বিক্রয় করব মর্মে অঙ্গীকার ও ঘোষনা করছি।
1.3 “ভেন্ডার” বা “বিক্রেতা” হিসাবে “আড়ৎদারী ডটকম” এর চুক্তির Terms
and Conditions সহ অন্যান্য
আবশ্যকীয় শর্ত সমূহ Accept
করে “আড়ৎদারী ডটকম” কে নির্ধারিত শর্তাদির ভিত্তিতে আমি আমার ও আমার প্রতিষ্ঠানের
কেবল মাত্র কমিশন এজেন্ট হিসাবে নিয়োগ করলাম। কমিশনের হার পৃথকভাবে চার্টে
উল্ল্যেখিত হল।
1.4 “আড়ৎদারী ডটকম” এর “সমূদয়
মেধাসত্ত্ব” এর মালিক ও অধিকারী হল “আড়ৎদারী ডটকম” যার ওয়েব সাইট হল www.aarotdari.com এবং এই
ক্ষেত্রে “মেধাসত্ত্ব” বলতে প্রচলিত আইনের নির্ধারিত সংজ্ঞার আলোকে “আড়ৎদারী ডটকম”
এর নামীয় যে কোনও নিবন্ধিত,
নিবন্ধভুক্ত
এবং নিবন্ধনের জন্য আবেদিত কপিরাইট, ট্রেডমার্ক, প্যাটেন্ট, ডিজাইন, সুনাম, সম্মান, ডিজাইন স্বত্ত্ব ও অধিকার, পরিষেবা
চিহ্ন বা অন্য শিল্প বা বুদ্ধি বৃত্তিক সম্পত্তি ও অধিকার যে নামেই হোক সেই সকল কে
বুঝাবে।
1.5 বিক্রেতা বা ভেন্ডার হিসাবে আমি স্বীকার ও
অঙ্গীকার করছি যে,
এই অনলাইন
চুক্তি টি একটি কম্পিউটার সিস্টেম দ্বারা পরিচালিত ও উৎপাদিত চুক্তি ও রেকর্ড, সেহেতু আমি
বা আমার প্রতিষ্ঠানের সাথে “আড়ৎদারী ডটকম” এর কোনও শারীরিক বা ডিজিটাল স্বাক্ষর
প্রয়োজন হবে না। তবে “আড়ৎদারী ডটকম” এর চাহিদা মোতাবেক “আড়ৎদারী ডটকম” এর সাথে লিখিত চুক্তি সম্পাদন করে নিব এবং চুক্তি স্বাক্ষর করে দিব। ব্যবসায়ের সুবিধার্থে এবং ভবিষ্যৎ কুটতর্ক রোধ করার এবং এড়াবার উদ্দ্যেশ্যে আমি “আড়ৎদারী ডটকম” এর সহিত একটি চুক্তিনামা দলিল সম্পাদন করব।
1.6 আমি স্বীকার ও অঙ্গীকার করছি যে, “আড়ৎদারী ডটকম” যে কোন সময় আমি অর্থাৎ “ভেন্ডার” বা “বিক্রেতা” কে কোন প্রকার পূর্ব নোটিশ
প্রদান না করেই চুক্তির যে কোন শর্ত পরিবর্তন করার অধিকার রাখেন। এমনকি আমি অর্থাৎ
“ভেন্ডার” বা “বিক্রেতা” চুক্তির কোন শর্ত লঙ্গণ করলে বা কোন মিথ্যা ও বেআইনী
বক্তব্য,
বর্ণনা, ছবি বা ভিডিও
প্রদান বা আপলোড করলে বা কোন প্রকার দন্ডবিধি বা অন্য কোন আইনের বিধান মোতাবেক কোন
অপকর্ম বা অপরাধ করলে কিংবা “রিফান্ড পলিসি” বা “ক্রেতার স্বার্থ রক্ষার নীতি” বা
দেশের প্রচলিত কোন আইনের কোন বিধান লঙ্গণ করলে বা কোন প্রকার মুনাফাখোরী করলে বা
অন্যকোন প্রকার অসাধু,
অনৈতিক কিংবা
কোনরুপ ধর্ম বিদ্বেষী কাজ করলে আমি বা “ভেন্ডার” বা “বিক্রেতা” কে কোন প্রকার
পূর্ব নোটিশ প্রদান না করেই “আড়ৎদারী ডটকম” অত্র চুক্তি ও অত্র চুক্তির
ধারাবাহিকতায় লিখিত চুক্তি সরাসরি বাতিল করতে পারবেন।
1.7 কমিশনঃ উভয় পক্ষের
মধ্যে ভিন্নরুপ শর্ত না থাকলে বিক্রেতার কমিশন এজেন্ট হিসাবে “আড়ৎদারী ডটকম” তার www.aarotdari.com নামীয়
প্ল্যাটফর্ম হইতে প্রতিটি পণ্য বিক্রির বিপরীতে কমিশনের তফসিলে উল্ল্যেখিত
নির্ধারিত হারে কমিশন পাওয়ার অধিকারী হবেন। যেক্ষেত্রে কোন সুনির্দিষ্ট পন্যের
কমিশন হার চার্টে উল্ল্যেখ করা হয় নাই, কিংবা অদ্যাবধিও কমিশন চার্ট পেইজে প্রদান
করা হয় নাই,
সেই ক্ষেত্রে
ভেন্ডার বা বিক্রেতার সহিত ভিন্নতর কোন চুক্তি বা শর্ত লিখিত না হলে পন্যের কমিশন
হার 10
% হবে।
1.8.1 কমিশন এর হিসাব “আড়ৎদারী ডটকম” এর
প্ল্যাটফর্মের তালিকায় অন্তর্ভূক্ত সকল পন্যের উপর প্রচলিত সকল প্রযোজ্য ভ্যাট ও
করের অন্তর্ভূক্তি সহ পন্যের নির্ধারিত মূল্যের উপর শতাংশ হারে কমিশন গননা করা
হবে।
1.8.2 বিক্রেতার কাছে পেমেন্ট এর অর্থ প্রদান
করার সময় কমিশনসমূহ “আড়ৎদারী ডটকম” কর্তন করে নিবেন।
1.8.3 কমিশনের তফসিলে উল্ল্যেখিত শতাংশ হারে
প্রাপ্ত কমিশন সমন্বয় করার নিমিত্তে বিক্রেতা বরাবরে 7 (সাত) দিনের
অগ্রিম মৌখিক (আবশ্যকীয় ক্ষেত্রে লিখিত) নোটিশ প্রদান করতঃ প্রাপ্ত কমিশন সমন্বয় করার অধিকার “আড়ৎদারী ডটকম” সংরক্ষণ করেন বটে।
1.9 পেমেন্টসঃ-
আমি বিক্রেতা বা ভেন্ডার আরো অঙ্গীকার, ঘোষনা ও
স্বীকার করছি যে,
1.9.1 “আড়ৎদারী ডটকম” এর প্ল্যাটফর্ম ব্যবহার করে
বিক্রেতার বিক্রিত প্রতিটি পন্যের বিপরীতে প্রাপ্ত সমূদয় মূল্য “আড়ৎদারী ডটকম” গ্রহন করবেন এবং তার পরিসেবা ফি ও কমিশন কর্তন করতঃ তার বক্রী পেমেন্টস
বিক্রেতা বা ভেন্ডার বরাবরে প্রদানের পদক্ষেপ গ্রহণ করবেন।
1.9.2 “আড়ৎদারী ডটকম” একটি নির্দিষ্ট মেয়াদ অন্তে
অত্র প্ল্যাটফর্ম ব্যবহার করে বিক্রেতার বিক্রির জন্য নিবন্ধিত প্রতিটি পন্যের
বিক্রিত মূল্য যা গ্রাহক/কাষ্টমার হতে প্রাপ্ত হয়েছেন তা বিক্রেতা কর্তৃক
গ্রাহক/কাস্টমার কে প্রদত্ত বিশেষ ছাড়/বান্ডিল বা অফার “আড়ৎদারী ডটকম” এর পরিসেবা ফি,
বিক্রয়ের
কমিশন ফিস,
অন্যান্য
পরিসেবা সুবিধা/জরিমানা,
দাবী-পাল্টা
দাবী বা অন্য কোন পাওনা যদি থাকে কর্তন করতঃ পরিশোধ করবেন।
1.9.3 তবে শর্ত থাকে যে বিক্রেতার পণ্য সমূহ
সাফল্যের সাথে (আপত্তিহীণ ভাবে) গ্রাহকের কাছে সরবরাহ করার পর তার বিক্রয় মূল্য
প্রতি মাসে দুইটি ধাপে বিক্রেতার ব্যাংক একাউন্টের মাধ্যমে বিক্রেতা বরাবরে পরিশোধ
করা হবে,
তবে উক্ত
পেমেন্ট প্রক্রিয়া কোনভাবেই পন্য সরবরাহ করার 15 (পনের) দিনের পরে শুরু হবে না।
1.9.4 “আড়ৎদারী ডটকম” তার সেলার’স সেন্টারে
পেমেন্ট সংক্রান্ত আবশ্যকীয় ও প্রাসঙ্গিক সমূদয় তথ্য এর সহজ লভ্যতা নিশ্চিত করার
ব্যবস্থা করবেন।
1.9.5 বিক্রেতা বা ভেন্ডার বরাবরে সমূদয় পেমেন্ট
বাংলাদেশী টাকায়/মুদ্রায় সম্পন্ন হবে। যদি আবশ্যকীয় ক্ষেত্রে বিক্রেতা তার ব্যাংক
হিসাবের তথ্য বা ব্যাংক হিসাব পরিবর্তন করতে চায় বা ব্যাংক এর তথ্য হাল নাগাদ করতে
চায় তা হলে বিক্রেতা বা ভেন্ডার “আড়ৎদারী ডটকম” এর সেলার’স সেন্টারের মাধ্যমে তা
পরিবর্তন করতে পারবেন।
1.9.6 ভিন্নতর কোন শর্ত না থাকলে বিক্রেতা
কর্তৃক সেলার’স সেন্টারের নিকট প্রদত্ত ও নির্দিষ্টকৃত ব্যাংক হিসাব এ অনলাইন
ট্রান্সফারের মাধ্যমে বিক্রেতার বরাবরে তার পেমেন্টস প্রদান করা হবে।
1.9.7 বিক্রেতা বা ভেন্ডার বরাবরে পেমেন্ট
প্রদানের জন্য “আড়ৎদারী ডটকম” এর আলাদা ও নিজস্ব টাইম লাইন এর চার্ট রয়েছে যা
বিক্রেতা বা ভেন্ডারগণ অনুসরন করতে পারবেন।
1.9.8 বিক্রেতা বা ভেন্ডার এই মর্মে সম্মত
হয়েছেন যে,
বিক্রয়কারী
কর্তৃক সরবরাহকৃত ব্যাংক অ্যাকাউন্টের অসম্পূর্ণ বা ভুল তথ্যের কারণে উদ্ভূত
পরিস্থিতির ফলে পেমেন্টস যথাসময়ে প্রদান করতে ব্যর্থ হলে উক্ত ব্যর্থতার দায়ভার “আড়ৎদারী ডটকম” এর উপর কোনভাবেই বর্তাবে না। এমন কি বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ
সরকার বা সরকারী কর্তৃপক্ষ বা আদালতের কোন আদেশ বা নির্দেশনার কারনে বা দেশের
ডিজিটাল প্রযুক্তিগত বা নেটওয়ার্ক সম্পর্কিত সমস্যা বা অন্য কোন কারনেও (যার সাথে “আড়ৎদারী ডটকম” এর কোন সম্পৃক্ততাই নাই) পেমেন্টস যথাসময়ে প্রদান করতে ব্যর্থ হলে
উক্ত ব্যর্থতার দায়ভার “আড়ৎদারী ডটকম” এর উপর কোনভাবেই বর্তাবে না।
1.9.9 যদি কোন ক্ষেত্রে বিক্রেতার বিক্রয়কৃত পণ্য ক্রেতা বা গ্রাহকের বরাবরে সরবরাহ করার পর তার বিক্রয় মূল্য “আড়ৎদারী ডটকম” কর্তৃক বিক্রেতা বা ভেন্ডার বরাবরে পরিশোধ করা হয় এবং অতঃপর উক্ত বিক্রয়কৃত পন্য “আড়ৎদারী ডটকম” বরাবরে ক্রেতা বা গ্রাহক হতে ফেরৎ আসে, সেই ক্ষেত্রে “আড়ৎদারী ডটকম” এর নিকট বিক্রেতার পাওনা (যদি থাকে) হতে উক্ত পেমেন্ট পরিশোধ করার সময় উক্ত ফেরৎকৃত পন্যের সম পরিমান মূল্য ট্রান্সপোর্ট ফিস সহ “আড়ৎদারী ডটকম” কর্তন করে রাখবেন অথবা বিক্রেতার বিক্রিত পরবর্তী পন্য সমূহের মূল্য পরিশোধের সময় অর্থাৎ “আড়ৎদারী ডটকম” কর্তৃক বিক্রেতার বা ভেন্ডার বরাবরে পরবর্তী বা বক্রী পেমেন্ট পরিশোধ করার সময় উক্ত ফেরৎকৃত পন্যের সমপরিমান মূল্য ট্রান্সপোর্ট ফিস সহ কর্তন করে রাখবেন এবং উক্ত ফেরৎ পন্য বিক্রেতা বরাবরে ফেরৎ প্রদান করবেন।
1.9.10 যেইক্ষেত্রে কোন পন্য পরিবহনের সময় “আড়ৎদারী ডটকম” কর্তৃক বিক্রেতার বা ভেন্ডার এর কোন পন্য হারিয়ে যায় সেইক্ষেত্রে “আড়ৎদারী ডটকম” উক্ত পন্যের মূল্য সংশ্লিষ্ট কুরিয়ার বা পরিবহন প্রতিষ্ঠান বা
ইন্সুরেন্স কোম্পানীর নিকট হতে আদায় করত: বিক্রেতা বা ভেন্ডার বরাবরে পরিশোধ
করবেন।
1.9.11 যদি উক্ত ফেরৎ প্রদানকৃত পন্যের অবস্থা
ক্ষতিগ্রস্থ বা নষ্ট বা ডেমেজড মর্মে বিক্রেতা কোন অভিযোগ আনয়ন করেন সেই ক্ষেত্রে
বিষয়টি যাছাই সাপেক্ষে পক্ষগনের মধ্যে আপোষে বিষয়টি নিষ্পত্তি হবে এবং ইন্সুরেন্স
পলিসির নিকট হতে প্রাপ্ত অর্থের ভিত্তিতে পন্যের মূল্য পরিশোধিত হবে এবং পক্ষগণের
মধ্যে উক্ত বিষয়টির মীমাংসা হয়েছে মর্মে গন্য হবে এবং যদি পক্ষগণের মধ্যে আপোষমূলে
উক্ত পন্যের আংশিক বা অধিকাংশ মূল্য “আড়ৎদারী ডটকম” কর্তৃক প্রদান করা হয় তা হলে
উক্ত পন্যের মালিকানা পরবর্তীতে “আড়ৎদারী ডটকম” এর হয়ে যাবে এবং এই
ক্ষেত্রে “আড়ৎদারী ডটকম” একজন
ক্রেতা হিসাবে গন্য হবেন এবং তার দ্বারা কোনভাবেই এটা স্থির হবেনা যে “আড়ৎদারী ডটকম” উক্ত পন্যের মালিক ছিলেন বরং বিক্রেতা বা ভেন্ডার উক্ত পন্যের সর্বদাই মালিক
ছিলেন মর্মে বিবেচিত হবে।
1.9.12 এই চুক্তির অধীনে “আড়ৎদারী ডটকম” কর্তৃক
বিক্রেতা বা ভেন্ডার বরাবরে বিক্রয় মূল্য পরিশোধ বা পেমেন্ট করার সময় আবশ্যকীয়
ক্ষেত্রে স্থানীয় বা আইন কর্তৃক ধার্য্যকৃত যে কোনও প্রকার ভ্যাট, শুল্ক, কর বা
অন্যান্য সরকার নির্ধারিত কর, ফিস বা চার্জ (তা যে নামেই হোক) এর টাকা আনুষঙ্গিক সমূদয় খরচ “আড়ৎদারী ডটকম” কর্তৃক বিক্রেতা বা ভেন্ডার বরাবরে উক্ত পেমেন্ট করার সময় উক্ত পেমেন্ট এর
অর্থ হতে কর্তন করতে বা আটকিয়ে রাখতে পারবেন এবং তা স্থানীয় কর্তৃপক্ষ বা আইন
কর্তৃক নির্ধারিত সংশ্লিষ্ট কর কর্তৃপক্ষ বরাবরে পরিশোধ করবেন।
1.9.13 এই চুক্তির অধীনে বা কোনও চুক্তি বা অন্য
যে কোন ডকুমেন্টস এর আলোকে বিক্রেতার কারণে বা বিক্রেতার কোন কার্য্যের ফল হিসাবে
উদ্ভূত যে কোনও সমস্যা বা দাবীর (বিক্রেতার বা অন্য কোন তৃতীয়পক্ষ কর্তৃক “আড়ৎদারী ডটকম” বরাবরে দাবীর) বিপরীতে “আড়ৎদারী ডটকম” সেট অফ বা পাল্টা দাবী আনয়ন ও প্রয়োগ
করতে পারবেন।
1.9.14 “আড়ৎদারী ডটকম” এর www.aarotdari.com নামীয়
প্ল্যাটফর্মে বিক্রেতা কর্তৃক পন্য বিক্রয় করার, সরবরাহ করার ও উক্ত পন্য ক্রেতা বা গ্রাহক
কর্তৃক ক্রয় করার দরুন উক্ত পন্য সমূহের বিপরীতে সরকার বা প্রশাসনিক কর্তৃপক্ষ
কর্তৃক আরোপিত ও নির্ধারিত সকল প্রকার ভ্যাট, ট্যাক্স, শুল্ক, বিক্রয় কর, আবগারি কর, বর্ধিত কর, মূল্য সংযোজন কর, ন্যায় কর, এবং অন্য যে
কোন প্রকার ভ্যাট,
ট্যাক্স, শুল্ক, কর, লেভি, ফিস বা চার্জ, ক্ষতিপূরন, জরিমানা (উহা
যে নামেই অভিহিত হোক না কেন ) তা পরিশোধ করবার জন্য একমাত্র বিক্রেতা বা
ভেন্ডারই দায়বদ্ধ ও বাধ্য রইলেন ও থাকবেন এবং এটা সুস্পষ্ট ভাবে বিক্রেতা বা
ভেন্ডার কর্তৃক স্বীকৃত যে উক্ত প্রকার ভ্যাট, ট্যাক্স, শুল্ক, কর, লেভি, ফিস বা চার্জ, ক্ষতিপূরন বা
জরিমানা পরিশোধ করার জন্য “আড়ৎদারী ডটকম” কখনোই এবং কোনভাবেই দায়ী হবে না এবং
থাকবে না।
2.1 ওয়ারেন্টিঃ-
2.1.1 অত্র চুক্তির মাধ্যমে “আড়ৎদারী ডটকম” কে
বিক্রেতা বা ভেন্ডার এই মর্মে সুস্পষ্টভাবে নিশ্চয়তা দিচ্ছেন যে, বিক্রেতা ও
তাহার আপলোডার কর্তৃক অত্র প্ল্যাটফর্মে বিক্রয়ের জন্য আপলোডকৃত তার সমস্ত পন্য
বিক্রেতা কর্তৃক উৎপাদিত,
আমদানীকৃত বা
বৈধ উপায়ে অর্জিত ও তার নিজস্ব মালিকানাধীন পন্য বটে।
2.1.2 “আড়ৎদারী ডটকম” কে বিক্রেতা বা ভেন্ডার এই
মর্মে আরো সুস্পষ্টভাবে নিশ্চয়তা দিচ্ছেন যে, বিক্রেতা, তার প্রতিনিধি বা তার আপলোডার কর্তৃক অত্র
প্ল্যাটফর্মে বিক্রয়ের জন্য আপলোডকৃত তার সমস্ত পন্যের আকার, আকৃতি, বর্ণনা, রং, পণ্যের ধরন, পন্যের রকম, গুনগতমান, পরিমান, উৎপাদনকৃত
পন্যের উৎপাদক প্রতিষ্ঠান ও দেশের নাম সহ সমূদয় বর্ণনা সঠিক এবং সত্য বটে।
2.1.3 “আড়ৎদারী ডটকম” কে বিক্রেতা বা
ভেন্ডার এই মর্মে আরো সুস্পষ্টভাবে নিশ্চয়তা দিচ্ছেন যে, বিক্রেতা, তাহার
প্রতিনিধি বা তাহার আপলোডার কর্তৃক অত্র প্ল্যাটফর্মে বিক্রয়ের জন্য আপলোডকৃত তাহার
সমস্ত পন্য ভোক্তা অধিকার আইনের সহ দেশের প্রচলিত আইনের বিধান মোতাবেক সঠিক মূল্যে
সঠিক ব্যক্তি কর্তৃক বিক্রয়ের জন্য আপলোড করা হইয়াছে এবং উক্ত পন্য বিক্রয়ের জন্য
মান সম্পন্ন,
উপযুক্ত এবং
বিক্রেতা কর্তৃক বিক্রয়যোগ্য পন্য এবং বিক্রেতা উক্ত পন্য বিক্রয়ের জন্য দেশের
প্রচলিত আইনের বিধান মোতাবেক নির্ধারিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমূহ হইতে লাইসেন্স, পারমিশন বা
অনুমোদন প্রাপ্ত বটে ।
2.1.4 বিক্রেতা বা ভেন্ডার “আড়ৎদারী ডটকম” কে এই
মর্মে আরো সুস্পষ্টভাবে নিশ্চয়তা দিচ্ছেন যে, বিক্রেতা বা ভেন্ডার অত্র “আড়ৎদারী ডটকম” এর সহিত অত্র চুক্তি সম্পাদনের ও চুক্তি পালনের জন্য আইনগত যোগ্য এবং অধিকারী বটে
এবং বিক্রেতা অত্র “আড়ৎদারী ডটকম” এর সহিত আবশ্যকীয় ক্ষেত্রে অন্যান্য প্রয়োজনীয়
চুক্তি সম্পাদন করার জন্য যোগ্য এবং আইনগত অধিকারী এবং বিক্রেতা অত্র চুক্তি সহ
অন্যান্য চুক্তি সম্পাদনের ও পালনের জন্য দেশের প্রচলিত আইনের বিধান মোতাবেক
নির্ধারিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমূহ হতে লাইসেন্স, পারমিশন, অনুমতি, অনুমোদন ও ক্ষমতা প্রাপ্ত বটে এবং
বিক্রেতা অত্র চুক্তি সহ অন্যান্য চুক্তি সম্পাদনের ও পালনের জন্য দেশের প্রচলিত
আইনের বিধান মোতাবেক নির্ধারিত ও সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ সমূহ হইতে সম্পূর্ণ
বৈধভাবে ও যথাযথভাবে সকল আবশ্যকীয় লাইসেন্স, পারমিশন, অনুমতি, অনুমোদন ও ক্ষমতা প্রাপ্ত হয়েছেন বটে এবং
বিক্রেতা বা ভেন্ডার “আড়ৎদারী ডটকম” এর সেবা গ্রহণ করার জন্য বা www.aarotdari.com প্ল্যাটফর্মের
মাধ্যমে পন্য বিক্রয় করার বা পন্য বিক্রয়ের জন্য প্রদর্শন করার জন্য আবশ্যকীয়
ক্ষেত্রে যদি প্রয়োজন হয় “আড়ৎদারী ডটকম” এর প্ল্যাটফর্মের মাধ্যমে পন্য বিক্রয় ও
বিক্রয়ের জন্য প্রদর্শনের জন্য এবং “আড়ৎদারী ডটকম” এর সহিত সম্পাদিত চুক্তি
কার্য্যকর করার ও বাস্তবায়নের জন্য নিজ অর্থে ও খরচে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমূহ হতে
আবশ্যকীয় সকল লাইসেন্স,
পারমিশন, অনুমতি, অনুমোদন ও
ক্ষমতা প্রাপ্ত হওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন এবং বিক্রেতা বা ভেন্ডার ও “আড়ৎদারী ডটকম” এর মধ্যে সম্পাদিত অত্র চুক্তি আইনগতভাবে
বৈধ এবং বিক্রেতা অত্র চুক্তি এবং উহার সকল শর্ত সমূহ মান্য ও পালন করতে আইনগত
ভাবে বাধ্য এবং অত্র চুক্তির শর্ত সমূহ দ্বারা দায়বদ্ধ বটে।
2.1.5 বিক্রেতা আরো স্বীকার করছেন যে, অত্র ডিজিটাল
চুক্তি সম্পাদন হওয়ার পর আবশ্যকীয় ক্ষেত্রে বিক্রেতা এবং “আড়ৎদারী ডটকম” এর মধ্যে
পরবর্তী 1
(এক) মাসের
মধ্যে পৃথক লিখিত চুক্তিও সম্পাদিত হবে এবং বিক্রেতা উক্ত লিখিত চুক্তি সম্পাদন
করতে ও মান্য করতেও আইনত বাধ্য থাকবেন এবং রয়েছেন বটে।
2.1.6 বিক্রেতা এই মর্মে আরো অঙ্গীকার করছেন যে, বিক্রেতা বা
ভেন্ডার অত্র প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রির জন্য প্রদত্ত পন্যের বর্ণনার সহিত
হুবহু সামঞ্জস্য রেখে এবং ক্রেতা বা গ্রাহকের ক্রয়ের আদেশ এর আলোকে ক্রয়ের আদেশকৃত
পন্যের চিহ্নিত করন,
ট্যাগিং, লেবেলিং সহ
আবশ্যকীয় সমূদয় কার্য্য সম্পন্ন করত: উক্ত পন্যের বিবরন উল্ল্যেখ করতঃ সুন্দরভাবে
তার প্যাকেটজাত সম্পন্ন করবেন।
2.1.7 বিক্রেতা এই মর্মে আরো অঙ্গীকার করছেন যে, তিনি কোন
চোরাই পন্য বা অবৈধ পন্য বা তাহার মালিকানাধীন নয় বা তার স্টকে নাই এমন কোন পন্য
বিক্রয়ের জন্য অত্র প্ল্যাটফর্মে আপলোড করবেন না এবং বিক্রয় করবেন না এবং কোন
নির্দিষ্ট পন্যের স্টক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি “স্টক শেষ” লাল অক্ষরে পেইজে
পন্যের উপরে লিখে রাখবেন এবং অতি দ্রুত উক্ত পন্য পেইজ থেকে সরিয়ে ফেলবেন।
2.1.8 বিক্রেতা আরো অঙ্গীকার করছেন যে, তিনি কোন
শিশু শ্রমিক বা ফোর্সড লেবার বা অপরাধী দ্বারা উৎপন্ন বা তৈরী এমন কোন পন্য বা
পন্য সমূহ বিক্রয়ের জন্য অত্র প্ল্যাটফর্মে আপলোড বা নিবন্ধন করবেন না এবং করেন
নাই এমনকি পন্য আপলোডের ক্ষেত্রেও কোন শিশু শ্রমিক বা ফোর্সড লেবার বা অপরাধী কে
ব্যবহার করেন নাই এবং ভবিষ্যৎেও করাবেন না।
2.1.9 বিক্রেতা এই মর্মে আরো অঙ্গীকার করছেন যে, তিনি, তার পন্য
উৎপাদনকারী,
সাব-কন্টাক্টরস, এজেন্টস, সাপ্লাইয়ারস, আমদানীকারক, তাহার এডমিন, ম্যানেজার ও
তার পক্ষে পন্য আপ লোডকারী যারা অত্র প্ল্যাটফর্মে আপলোডকৃত পন্যের উৎপাদন, আমদানী, রপ্তানী, সরবরাহ, বিক্রয়, বিতরন, গুদামজাত বা
ষ্টকীকরন ও অত্র প্ল্যাটফর্মে পন্য আপলোডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তারা
সকলেই দেশের,
বিদেশের এবং
আন্তর্জাতিক প্রচলিত সকল আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং দেশের, বিদেশের এবং
আন্তর্জাতিক প্রচলিত সকল প্রকার আইন মান্য করে পন্যের উৎপাদন, আমদানী, রপ্তানী, সরবরাহ, বিক্রয়, বিতরন, গুদামজাত ও
অত্র প্ল্যাটফর্মে আপলোড করবেন, শ্রমিকের কর্মঘন্টা ও মজুরী ও অন্যান্য আনুষঙ্গিক আর্থিক ও কর্ম বা চাকুরী
সুবিধাদী নির্ধারন করবেন ও প্রদান করবেন এবং উক্ত পন্য ক্রয়, বিক্রয়, আমদানী, রপ্তানী, সরবরাহ, বিক্রয়, বিতরন, গুদামজাত ও
ব্যবসা করন সহ সকল কজের ক্ষেত্রে এবং তার সহিত সংশ্লিষ্ট সকল আর্থিক লেনদেনের
ক্ষেত্রে দেশের ও বিদেশের সকল প্রকার আইন মান্য করে চলবেন। পন্য সংক্রান্ত সকল
প্রকার কাস্টমস ডিউটিজ,
এক্সাইজ, ট্যাক্স, ভ্যাট, শুল্ক, আমদানী ও
রপ্তানী শুল্ক,
উৎপাদন ও
তৈরী সংক্রান্ত কর ও শুল্কাদী, উৎসে কর,
অগ্রিম কর সহ
সকল প্রকার শুল্কাদী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নির্দিষ্টকৃত পরিমান নির্দিষ্ট সময়ে
এবং যথাযথভাবে আইনের বিধান মোতাবেক পরিশোধ করবেন।
2.1.10 বিক্রেতা এই মর্মে আরো অঙ্গীকার করছেন যে, অত্র
প্ল্যাটফর্মে আপলোডকৃত প্রতিটি পন্য বিক্রয়ের জন্য অত্র বিক্রেতা বা ভেন্ডার
আইনগতভাবে অধিকারী এবং অনুমতি প্রাপ্ত বটে এবং বিক্রেতা এই মর্মে আরো অঙ্গীকার
করছেন যে,
অত্র
প্ল্যাটফর্মে আপলোডকৃত কোন পণ্যই মানুষের ব্যবহারে ও ভোগের জন্য ক্ষতিকর বা বিপদজনক
নয়,
অত্র পন্যের
ভিতরে এমন কোন বিপদজনক উপাদান নাই যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা হুমকী
স্বরুপ বা কোন বিষ্ফেরক জাতীয় উপাদানও নাই এবং অত্র পন্যের ভিতরে মানুষের ভোগের বা
ব্যবহারের জন্য ক্ষতিকর আইন কর্তৃক নিষিদ্ধ এমন কোন উপাদান ব্যবহার করা হয় নাই।
2.1.11 বিক্রেতা বা ভেন্ডার এই মর্মে আরো
অঙ্গীকারনামা প্রদান করছেন যে, www.aarotdari.com এর পেইজে তিনি/তার প্রতিষ্ঠান/তার আপলোডার
বিক্রয়ের জন্য যেই পন্য আপলোড করেছেন এবং গ্রাহক বা ক্রেতা যেই পন্যের ক্রয়াদেশ
দিয়েছেন কেবলমাত্র তিনি সেই পন্যই ক্রেতা বা গ্রাহক বরাবরে প্রেরণ করার জন্য “আড়ৎদারী ডটকম” এর সেলস সেন্টারে প্রেরন করবেন এবং সেই পন্যই ক্রেতা বা গ্রাহক কে
প্রদান করবেন।
2.1.12 বিক্রেতা বা ভেন্ডার এই মর্মে আরো
অঙ্গীকারনামা প্রদান করছেন যে, কোন প্রকার পুরাতন বা ব্যবহৃত পন্য বা জিনিষ বিক্রেতা বা ভেন্ডার “আড়ৎদারী ডটকম” এর পেইজে আপলোড করবেন না। [কেবলমাত্র স্টকলট আইটেমের ক্ষেত্রে “আড়ৎদারী ডটকম” এর লিখিত পর্বানুমোদন সাপেক্ষে গার্মেন্টস বা বায়িং হাউজ বা স্টকলট ক্রেতা বা
হোলসেলার গন বায়ার কর্তৃক রিজেক্ট বা অল্টার পন্যের বা হোলসেলার গণের স্টকলটের
পন্য বিক্রয়ের জন্য আপলোড করতে পারবেন।] স্টকলট আইটেম ব্যতীত অন্যান্য আইটেমে কোন
রিজেক্ট,
অল্টার বা
বাতিলযোগ্য পন্য আপলোড করা সম্পূর্ণরুপে নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ হিসাবে
গন্য হবে এবং উক্তরুপ অন্যায় ও গর্হিত কাজের জন্য “আড়ৎদারী ডটকম” এর সুনাম ও
সম্মানের যে ক্ষতি হবে এবং গ্রাহক বা ক্রেতা বরাবরে “আড়ৎদারী ডটকম” এর যে সম্মান
বা সুনাম হানী হবে তার জন্য বিক্রেতা বা ভেন্ডার “আড়ৎদারী ডটকম” ও তার গ্রাহক ও
ক্রেতা কে পর্য্যাপ্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন।
3.1 বিক্রেতা বা ভেন্ডার আমদানী ও রপ্তানী
আদেশ সহ দেশের ও বিদেশের প্রচলিত সমস্ত প্রচলিত আইন মান্য করতঃ বিক্রিত সমস্ত
পন্যের প্যাকেটজাত করবেন এবং পণ্যের শিপিং করবেন এবং বিক্রেতা বা ভেন্ডারই উক্ত
পন্যের,
তা বিক্রয়ের, প্যাকেটজাত
করনের,
পণ্যের
শিপিংয়ের,
পন্য ক্রয় ও
বিক্রয় সম্পর্কিত সমূদয় লেনদেন এর সহিত সম্পর্কিত সমূদয় আইন লঙ্গনের জন্য একমাত্র
দায়বদ্ধ থাকবেন এবং বিক্রেতা কর্তৃক পন্য আমদানী, রপ্তানী, ক্রয়, বিক্রয়, পন্যের প্যাকেটজাত করনের, পণ্যের
শিপিংয়ের এবং তার সহিত সম্পর্কিত সমূদয় আর্থিক লেনদেন এর ক্ষেত্রে “আড়ৎদারী ডটকম” কোন ভাবেই দায়বদ্ধ হবে
না। উক্তরুপ কোন অবৈধ কাজ বা কোন প্রকার অনিয়ম বা আইন লঙ্গনের ঘটনা ঘটিলে উক্তরুপ
কার্য্য অত্র “আড়ৎদারী ডটকম” এর সুনাম ও সম্মান নষ্ট করেছে মর্মে বিক্রেতা বা
ভেন্ডার স্বীকার করছেন এবং তার ফলে “আড়ৎদারী ডটকম” কে বিক্রেতা বা ভেন্ডার আইনানুগ
ক্ষতিপূরণ প্রদান করতে বাধ্য থাকবেন।
3.2 বিক্রেতা বা ভেন্ডার আরো স্বীকার ও
অঙ্গিকার করছেন যে, “আড়ৎদারী ডটকম” এর প্ল্যাটফর্মে আপলোডকৃত প্রতিটি পন্যের ছবি, বিবরন ও তথ্য সঠিক এবং সর্বশেষ অর্থাৎ
আপডেটেড বটে এবং তারা প্রতিনিয়ত (আবশ্যকীয় ক্ষেত্রে প্রতি ঘন্টায়) পন্যের দাম, বিবরন, স্টক সহ
সমূদয় বিষয়ে আপডেট ও সঠিক তথ্য প্রদান করবেন।
3.3 বিক্রেতা বা ভেন্ডার বা তাহার প্রতিনিধি
অত্র প্ল্যাটফর্মে এমন কোন তথ্য আপলোড করবেন না, প্রদান করবেন না, প্রদর্শন
করবেন না,
প্রচার ও শেয়ার
করবেন না,
নকল বা
অনুকরন করবেন না যা কোন তৃতীয় পক্ষের নিজস্ব, ব্যক্তিগত বা ব্যবসায়িক গোপনীয়তা, প্রচারস্বত্ত্ব, প্যাটেন্ট, ডিজাইন, কপিরাইট, ট্রেডমার্ক, মেধাস্বত্ত্ব, সম্পত্তির
অধিকার সহ তৃতীয় পক্ষে নিজস্ব, ব্যবসায়িক বা ব্যক্তিগত যে কোন অধিকারকে লঙ্গন করে এবং স্বত্ত্বকে ক্ষুন্ন
করে এবং যা তৃতীয় পক্ষের অধিকার ও স্বত্ত্বের চুরি বা নকল হিসাবে গন্য হয় বা তৃতীয়
পক্ষের সহিত প্রতারনা হিসাবে গন্য হয়।
3.4 বিক্রেতা বা ভেন্ডার এর সহিত সম্পাদিত
অত্র চুক্তি সহ অত্র প্ল্যাটফর্মে আপলোডকৃত পন্যের ও তা বিক্রয়ের সহিত সংশ্লিষ্ট
অন্যান্য আনুষঙ্গিক সকল চুক্তি সম্পাদন, পালন ও বাস্তবায়নের ক্ষেত্রে অত্র চুক্তি
ও তার সহিত সংশ্লিষ্ট অন্যান্য চুক্তি সম্পূর্নভাবে বৈধ চুক্তি হিসাবে বিবেচিত হবে
এবং দেশের প্রচলিত আইনের সহিত যদি চুক্তির কোন শর্ত সাংঘর্ষিক হয় তা হলে উক্ত
চুক্তির শর্তই কেবল অবৈধ বলে বিবেচিত হবে এবং উক্ত শর্তের আলোচ্য বিষয়ে “আড়ৎদারী ডটকম” এর নিবন্ধিত ও নিয়োজিত বিজ্ঞ আইনজীবী আরবিট্রেটর হিসাবে কাজ করবে এবং তার
সিদ্ধান্তই চূড়ান্ত হিসাবে বিবেচিত হবে এবং বিক্রেতা বা ভেন্ডার উক্ত আরবিট্রেটর
এর নির্ধারিত পারিশ্রমিক বা সম্মানী তার চাওয়া মাত্র পরিশোধ কতে বাধ্য রইলেন।
3.5 বিক্রেতা বা ভেন্ডার আরো স্বীকার ও
অঙ্গিকার করছেন যে, “আড়ৎদারী ডটকম” এর সহিত সম্পাদিত অত্র চুক্তি বা অন্য কোন আবশ্যকীয় চুক্তি বাস্তবায়নের
ধারাবহিকতার আলোকে বিক্রেতা বা ভেন্ডার অত্র প্ল্যাটফর্মের মাধ্যমে সেবা গ্রহণ বা
পন্য বিক্রয় ও প্রদর্শন এর ক্ষেত্রে ক্রেতা বা গ্রাহকের সহিত যেই সকল চুক্তি বা
অঙ্গীকারে আবদ্ধ হবেন তা অবশ্যই দেশের প্রচলিত আইনের বিধান এর আলোকে হবে এবং
বিক্রেতা বা ভেন্ডার উক্ত চুক্তি বা অঙ্গীকার পুঙ্খানুপুঙ্খভাবে পালন ও অনুসরন
করবেন এবং ক্রেতা বা গ্রাহকের সহিত উক্ত চুক্তি পালনের ক্ষেত্রে দেশের সমূদয় আইন
পুঙ্খানুপুঙ্খভাবে পালন ও অনুসরন করবেন বটে। বিশেষ করে বিক্রেতা বা ভেন্ডার
আমদানী-রপ্তানী সংক্রান্ত সমূদয় আদেশ ও আইন, মানীলন্ডারিং আইন, ভোক্তা
অধিকার আইন,
পরিবেশ ও
জনস্বাস্থ্য ও জনস্বার্থ সংক্রান্ত সমূদয় দেশী বা বিদেশী চুক্তি ও আইন
পুঙ্খানুপুঙ্খভাবে পালন ও অনুসরন করবেন।
3.6 পাইকারী বিক্রয়ের নিমিত্তে পন্য “আড়ৎদারী ডটকম” এর প্ল্যাটফর্মে প্রদর্শনের জন্য বা আবশ্যকীয় যে কোন ক্ষেত্রে ও
প্রয়োজনে বিক্রেতা বা ভেন্ডার এর নিকট তার ও তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়িক, আর্থিক, লেনদেন
সংক্রান্ত ও ব্যক্তিগত বিষয়ের কিছু আবশ্যকীয় তথ্য “আড়ৎদারী ডটকম” বরাবরে প্রদানের
জন্য অনুরোধ করতে পারবেন এবং এই ক্ষেত্রে বিক্রেতা বা ভেন্ডার উক্ত আবশ্যকীয় তথ্য
চাওয়ার 03
থেকে 05 (পাঁচ)
কার্য্যদিবসের মধ্যে উক্ত সমূদয় তথ্য “আড়ৎদারী ডটকম” বরাবরে প্রদান করবেন।
3.7 “আড়ৎদারী ডটকম” কোন প্রকার মানিলন্ডারিং, অর্থনৈতিক
সন্ত্রাস বা অর্থনৈতিক অপরাধ বা সন্ত্রাসের জন্য কোন প্রকার অর্থ লেনদেন কে সমর্থন
করেন না। “আড়ৎদারী ডটকম” এর নীতিমালা অনুযায়ী এবং দেশের প্রচলিত আইনের বিধান
মোতাবেক উক্তরুপ সমূদয় কার্য্য সম্পূর্ণরুপে নিষিদ্ধ বলে মনে করেন এবং www.aarotdari.com প্ল্যাটফর্ম
ব্যবহার করে যাতে কেউ কোন প্রকার মানিলন্ডারিং এর মত অপরাধ না করতে পারেন তার জন্য “আড়ৎদারী” বা তার কর্মকর্তা বা কর্মচারীবৃন্দ সর্বদা সতর্ক ও সচেতন থাকবেন এবং
আবশ্যকীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবেন। বিক্রেতা বা ভেন্ডার বা বিক্রেতা বা
ভেন্ডার এর সহিত বা তাদের নাম ও ব্যবসা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তার গ্রাহক
বা অন্য কোন তৃতীয়পক্ষ অত্র প্ল্যাটফর্ম ব্যবহার করে কোন ভাবে কোন প্রকার
মানিলন্ডারিং,
অর্থনৈতিক
সন্ত্রাস বা অর্থনৈতিক অপরাধ বা সন্ত্রাসের জন্য কোন প্রকার অর্থ লেনদেন এর মত আইন
বিরোধী কাজ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে না করতে পারেন বিক্রেতা বা ভেন্ডার উক্তরুপ
সকল প্রকার কার্য্য হইতে বিরত থাকবেন এবং সর্বদা সচেতন থাকবেন এবং বিক্রেতা বা
ভেন্ডার উক্তরুপ অপরাধজনক কার্য্যের বিষয়ে তার গ্রাহক বা তৃতীয়পক্ষ এর বিরুদ্ধে
সর্বদা সচেতন থাকবেন। বিক্রেতা বা ভেন্ডার বা তাহার প্রতিনিধি বা তাদের গ্রাহক
মানিলন্ডারিং,
অর্থনৈতিক
সন্ত্রাস বা অর্থনৈতিক অপরাধ বা সন্ত্রাসের জন্য কোন প্রকার অর্থ লেনদেন এর সহিত
সম্পর্কিত কোন কার্য্য করিলে বিক্রেতা বা ভেন্ডার এর সহিত সম্পাদিত অত্র চুক্তি
এবং অন্যান্য সকল চুক্তি সরাসরি ও তৎক্ষনাৎ বাতিল হয়ে যাবে।
3.8 বিক্রেতা বা ভেন্ডার আরো অঙ্গীকার করছেন
এবং গ্যারান্টি দিচ্ছেন যে,
বিক্রেতা বা
ভেন্ডার কোনওভাবেই সন্ত্রাসবাদী, ফৌজদারি কার্যক্রম বা অন্য কোনও অবৈধ অর্থনৈতিক কার্যকলাপে, অর্থপাচারে
বা অর্থায়নে সক্রিয়ভাবে জড়িত নেই। বিক্রেতা বা ভেন্ডার বরাবরে পেমেন্ট প্রদান
বা আর্থিক লেনদেন করার পূর্বে বিক্রেতা বা ভেন্ডার কর্তৃক বা তাহার ব্যাংক
হিসাব এর মাধ্যমে কোন প্রকার অর্থ পাচার, সন্ত্রাসবাদে অর্থায়ন, জালিয়াতি বা
অন্য কোনও অর্থনৈতিক অবৈধ ক্রিয়াকলাপ পারিচালিত হয় কিনা তা যাচাই করার অধিকার “আড়ৎদারী ডটকম” সংরক্ষণ করেন।
4.1 পিক-আপঃ
বিক্রেতা বা ভেন্ডার আরো অঙ্গীকার ও
স্বীকার করছেন যে,
বিক্রেতা বা
ভেন্ডার পন্য সরবরাহের জন্য তাদের নিজস্ব পিক-আপ পরিষেবা বা পছন্দ অনুযায়ী পিক-আপ
সেবা বেছে নিতে পারেন কিংবা “আড়ৎদারী ডটকম” এর মাধ্যমে পিক-আপ পরিষেবা বেছে নিতে
পারেন যার মাধ্যমে “আড়ৎদারী ডটকম” গ্রাহকের চাহিদা ও আদেশকৃত স্থানে বিক্রেতার
প্যাকেটজাতকৃত ও প্যাকেজকৃত পন্যটি “আড়ৎদারী ডটকম” প্রেরণ করতে পারেন এবং
উক্ত পিক- আপ সেবার জন্য “আড়ৎদারী” বিক্রেতা বা ভেন্ডার এর নিকট হতে একটি পিক-আপ
ফিস নিতে পারেন এবং বিক্রেতা বা ভেন্ডার বরাবরে পণ্য সমূহের বিক্রয়ের পেমেন্ট
পরিশোধের সময় “আড়ৎদারী ডটকম”উক্ত পিক- আপ এর বিপরীতের পাওনা ফিস কর্তন করে রাখার
অধিকারী বটে।
4.2 প্যাকেজিং, প্রসেসিং ও
ক্রস ডকিং ফিসঃ- “আড়ৎদারী ডটকম” এর প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রেতা বা গ্রাহক কর্তৃক পন্য ক্রয়ের আদেশ প্রদান
করার পর বিক্রেতা বা ভেন্ডার “আড়ৎদারী ডটকম” এর মাধ্যমে পিক-আপ পরিষেবা বেছে নিলে
এবং/বা বিক্রেতা বা ভেন্ডার কর্তৃক ক্রেতা বা গ্রাহক বরাবরে পন্য পিক- আপ বা ড্রপ-
অফ করার জন্য “আড়ৎদারী ডটকম” এর বরাবরে পন্য প্যাকেটজাত করতঃ হস্তান্তর করলে “আড়ৎদারী ডটকম” উক্ত পন্য রক্ষনাবেক্ষনের জন্য দায়বদ্ধ থাকবেন।
4.3 বিক্রেতা বা ভেন্ডার “আড়ৎদারী ডটকম” এর
প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রিত পন্যের প্যাকেজিং ও প্রসেসিং করার ব্যবস্থা করবেন।
তবে বিক্রেতা ও ভেন্ডারের মধ্যকার আপোষ সম্মতির ভিত্তিতে “আড়ৎদারী ডটকম” বিক্রেতা
বা ভেন্ডারের পক্ষে পণ্যের প্যাকেজিং ও প্রসেসিং করার ব্যবস্থা করতে পারবেন ।
4.4 বিক্রেতা বা ভেন্ডার আরো অঙ্গীকার ও
স্বীকার করছেন যে,
বিক্রেতা বা
ভেন্ডার কর্তৃক প্যাকেজিং ও প্রসেসিংকৃত বক্সে কোনভাবেই ক্রেতার আদেশের বাহিরের
কোন পন্য বা ভুল পন্য প্যাকেটজাত করবেন না এবং করেন নাই এবং বিক্রেতা বা তাহার
প্রতিনিধি কোন মিথ্যা,
ভুল তথ্য
সম্বলিত কোন পন্য বা চোরাই,
অবৈধ বা
বেআইনী পন্য প্যাকেজিং ও প্রসেসিং করেন নাই এবং উক্ত প্যাকেটে কোন অর্থ, মুদ্রা, স্বর্ণ, রুপা, ডায়মন্ড, মাদকজাতীয়, রাসায়নিক বা
বিষ্ফোরক বা দেশের প্রচলিত আইনে অবৈধ হিসাবে গন্য এমন কোন আইন বিরুদ্ধ পন্য
ডেলিভারীর জন্য প্যাকেটজাত করেন নাই এবং করবেন না এবং সকল প্রকার প্যাকেজিং ও
প্রসেসিংকৃত অবৈধ পন্য ডেলিভারী ও সরবরাহের জন্য বিক্রেতা বা ভেন্ডারই
সম্পূর্ণরুপে দায়ী হবেন ও থাকবেন এবং “আড়ৎদারী ডটকম” কোনভাবেই প্যাকেজিং ও
প্রসেসিংকৃত অবৈধ পন্যের জন্য বা উক্ত অবৈধ পন্যের ডক, ডেলিভারী ও
সরবরাহের জন্য দায়ী হবে না।
4.5 “আড়ৎদারী ডটকম” কর্তৃক পন্য প্যাকেজিং ও
প্রসেসিং করার জন্য ও তা ক্রেতা বা গ্রাহক বরাবরে হস্তান্তর করার জন্য “আড়ৎদারী ডটকম” বিক্রেতা বা ভেন্ডার এর নিকট হতে প্যাকেজিং, প্রসেসিং ও পন্য Cross-docking করার জন্য
ফিস নিতে পারবেন এবং বিক্রেতা বা ভেন্ডার বরাবরে পণ্য সমূহের বিক্রয়ের পেমেন্ট
পরিশোধের সময় “আড়ৎদারী ডটকম” উক্ত প্যাকেজিং ও প্রসেসিং এর বিপরীতের পাওনা ফিস কর্তন
করে রাখার অধিকার বটে। প্যাকেজিং, প্রসেসিং,
ক্রস ডকিং সহ
অতিরিক্ত সেবার জন্য সর্বশেষ ফিস এর চার্ট “আড়ৎদারী ডটকম” এর চার্টে উল্ল্যেখ আছে।
4.6 বিক্রেতা বা ভেন্ডার আরো অঙ্গীকার ও
স্বীকার করছেন যে,
অত্র
চুক্তিতে উল্ল্যেখিত শর্ত সমূহ ও “আড়ৎদারী ডটকম” এর প্ল্যাটফর্মের সুনির্দিষ্ট
নীতিমালার শর্তের আলোকে www.aarotdari.com
প্ল্যাটফর্ম
ব্যবহার করার মাধ্যমে ক্রেতা বা গ্রাহক হতে কোন পন্য ক্রয়ের জন্য আদেশ প্রাপ্তির
পর উক্ত পন্য ক্রেতা বা গ্রাহক বরাবরে প্রেরণ এবং সরবরাহ করার জন্য বিক্রেতা বা
ভেন্ডার কর্তৃক “আড়ৎদারী ডটকম” এর পরিসেবা সেন্টারে বা Cross-docking Centre এ উক্ত পন্য
সরবরাহ করার সাথে সাথে বিক্রেতা বা ভেন্ডার “আড়ৎদারী ডটকম” হতে উক্ত পন্যের
বিপরীতে রশিদ বা টোকেন বুঝে নিবেন এবং তা সংরক্ষন করে রাখবেন। বিক্রেতা বা ভেন্ডার
আরো অঙ্গীকার ও স্বীকার করছেন যে, “আড়ৎদারী” কর্তৃক পন্যের বিপরীতে রশিদ বা টোকেন বিক্রেতা বা ভেন্ডার
বরাবরে সরবরাহ করা হলে বা বিক্রেতা বা ভেন্ডার “আড়ৎদারী ডটকম” হতে উক্ত পন্যের
বিপরীতে রশিদ বা টোকেন বুঝে না নিলে বিক্রেতা বা ভেন্ডার কর্তৃক “আড়ৎদারী ডটকম” বরাবরে উক্ত পন্য হস্তান্তর করা সংক্রান্ত যে কোন দাবীর জন্য “আড়ৎদারী ডটকম” দায়বদ্ধ থাকবেন না। রশিদ বা টোকেন ব্যতীত বিক্রেতা বা ভেন্ডার কর্তৃক “আড়ৎদারী ডটকম” বরাবরে পন্য সরবরাহ করা সংক্রান্ত যে কোন দাবী “আড়ৎদারী ডটকম” সরাসরি
অগ্রাহ্য করার অধিকারী।
4.7 বিক্রেতা বা ভেন্ডার আরো অঙ্গীকার ও
স্বীকার করছেন যে,
www.aarotdari.com এর
প্ল্যাটফর্ম ব্যবহার করতঃ ক্রেতা বা গ্রাহক কর্তৃক কোন পন্য ক্রয়ের আদেশ প্রদান
করার পর ক্রেতার আদেশের আলোকে বিক্রেতা বা ভেন্ডার উক্ত পন্য পিক- আপ বা ড্রপ- অফ
করার জন্য “আড়ৎদারী ডটকম” এর বরাবরে প্যাকেটজাত করতঃ হস্তান্তর করলে “আড়ৎদারী ডটকম” উক্ত পন্যের প্যাকেট ও প্যাকেজের গায়ে বা উপর বা আবশ্যকীয় ক্ষেত্রে পন্যের
গায়ে বা উপরে নিজস্ব ব্রান্ডিংয়ের জন্য ষ্টিকার আটিয়ে বা লাগিয়ে দিতে পারবেন যাতে
এটা সুস্পষ্টভাবেই বুঝা যায় যে অত্র পন্যটি “আড়ৎদারী ডটকম” এর প্ল্যাটফর্ম ব্যবহার
করে বিক্রয় বা ক্রয় করা হয়েছে।
5.1 পন্যের শিপিং এবং আদেশের চূড়ান্ততাঃ-
বিক্রেতা বা ভেন্ডার আরো অঙ্গীকার ও
স্বীকার করছেন যে,
বিক্রয়কৃত
পন্য তার ক্রেতা বা গ্রাহকের নিকট পৌছানোর পূর্ব পর্য্যন্ত তার একমাত্র এবং
একচ্ছত্র স্বত্ত্ববান ও মালিক হলেন বিক্রেতা বা ভেন্ডার এবং উক্ত বিক্রয়কৃত পন্য
ক্রেতা বা গ্রাহকের নিকট পৌছিয়ে দেওয়ার সাথে সাথে তার একচ্ছত্র ও একমাত্র মালিক
হবেন ক্রেতা বা গ্রাহক। কিন্তু যে ক্ষেত্রে বিক্রিত পন্য কোন ক্রেতা বা গ্রাহকের
দ্বারা প্রত্যাবর্তিত বা প্রত্যাখ্যাত হয় সেইক্ষেত্রে উক্ত বিক্রিত পণ্যটির
একচ্ছত্র স্বত্ত্ব ও মালিকানা উক্ত পন্যটি প্রত্যাবর্তন বা প্রত্যাখ্যানের সাথে
সাথেই বিক্রেতার কাছে প্রত্যাবর্তন করবে এবং ফিরে যাবে। উক্ত পন্যের স্বত্ত্ব ও
মালিকানা কখনোই “আড়ৎদারী ডটকম” এর উপর বর্তাবে না।
5.2 বিক্রেতা বা ভেন্ডার আরো অঙ্গীকার ও
স্বীকার করছেন যে,
আবশ্যকীয় ও
প্রয়োজনী কাগজপত্রের অভাবে বা দেশের প্রচলিত আইনের আলোকে দেশের আইন ও
শান্তিশৃঙ্খলা বাহিনী কর্তৃক কোন পন্য বে-আইনী গন্যে আটক করলে বা কোন পন্য জব্দ
করিলে “আড়ৎদারী ডটকম” বা 3PL
(third-party logistics) provider উক্ত আটকের জন্য সৃষ্ট ক্ষতি বা উক্ত আটককৃত পন্যের জন্য কোনভাবেই দায়বদ্ধ
হবে না এবং থাকবেন না ।
5.3 বিক্রেতা বা ভেন্ডার আরো অঙ্গীকার ও
স্বীকার করছেন যে, “আড়ৎদারী ডটকম” বা 3PL
(third-party logistics) provider বিক্রেতাকে কোনরুপ অগ্রিম নোটিশ প্রদান না করিয়াই যে কোন শিপমেন্ট এর জন্য
প্যাকেটজাতকৃত পন্য বা শিপমেন্টকৃত পন্য এবং তার বিবরন সহ যাবতীয় তথ্য যাছাই বাছাই
করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে ও পরিদর্শন করতে পারবেন তবে উক্ত পরিদর্শন করার জন্য “আড়ৎদারী ডটকম” বা 3PL
(third-party logistics) provider কখনোই বাধ্য নয়। ক্রয়ের জন্য আদেশকৃত পন্যের এবং তার বিবরনের বিষয়ে সুনিশ্চিত
হওয়ার জন্য বিক্রেতা বা ভেন্ডারই একমাত্র দায়বদ্ধ এবং তার বিষয়ে “আড়ৎদারী ডটকম” কখনোই দায়বদ্ধ হবে না। সঠিক পন্য ক্রেতা বরাবরে শিপমেন্টের ও বিতরনের জন্য পাঠানো
হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার একমাত্র দায়িত্ব বিক্রেতা বা ভেন্ডারের, তার জন্য “আড়ৎদারী ডটকম” বা 3PL
(third-party logistics) provider কখনো এবং কোনভাবেই দায়বদ্ধ হবে না।
5.4 বিক্রেতা বা ভেন্ডার আরো অঙ্গীকার ও
স্বীকার করছেন যে,
ক্রেতা
বরাবরে বিক্রয়ের জন্য পার্শ্বেলকৃত সকল পন্যই দেশের ও আন্তর্জাতিক আইনের আলোকে
নির্ধারিত পন্থায় ও নির্দিষ্ট ফর্মে ও ছকের আলোকে আবশ্যকীয় ডকুমেন্টস সহ পার্শ্বেল
করা হবে।
6.0 ক্রয় আদেশ বাতিল করন, প্রত্যাহার, ফেরৎ এবং
রিফান্ডসঃ-
6.1 বিক্রেতা বা ভেন্ডার আরো অঙ্গীকার ও
স্বীকার করছেন যে,
কোন গ্রাহক
বা ক্রেতা তাহার প্রদত্ত যে কোন ক্যাটাগরির পন্য ক্রয় আদেশ কে উক্ত পন্য ক্রেতা বা
গ্রাহক বরাবরে ডেলিভারী বা হস্তান্তরের পূর্বে বাতিল করতে পারবেন।
6.2 বিক্রেতা বা ভেন্ডার আরো অঙ্গীকার ও
স্বীকার করছেন যে,
বিক্রেতা “আড়ৎদারী ডটকম” কে এই মর্মে ক্ষমতা প্রদান করছেন যে, যদি কোন গ্রাহক বা ক্রেতা কোন ক্রয় আদেশ
প্রদান করার পর উক্ত ক্রয় আদেশের বিপরীতে পন্যের আংশিক বা সম্পূর্ণ মূল্য অগ্রিম
পরিশোধ করেন এবং অতঃপর উক্ত ক্রয় আদেশ বাতিল করেন বা উক্ত ক্রয় আদেশকৃত পন্যের
ডেলিভারী গ্রহণ করতে অস্বীকার করেন বা উক্ত ক্রয় আদেশকৃত পন্য ফেরৎ পাঠান তা হলে “আড়ৎদারী ডটকম” উক্ত গ্রাহক বা ক্রেতার ক্রয় আদেশের বিপরীতে প্রেরিত অর্থ
বিক্রেতাকে কোন অগ্রিম নোটিশ প্রদান না করিয়েই বিক্রেতার পক্ষে “আড়ৎদারী ডটকম” গ্রাহক বা ক্রেতা বরাবরে ফেরৎ প্রদান করতে পারবেন।
6.3 যেখানে যে কোনও কারণেই হোক যে কোনও
ক্যাটাগরির যে কোনও পণ্য যখন গ্রাহকের কাছে সরবরাহ, হস্তান্তর বা ডেলিভারী করা না যায় বা
প্রত্যাখ্যাত হয় বা ফেরৎ আসে সেই ক্ষেত্রে “আড়ৎদারী ডটকম” তার নিজস্ব নীতির আলোকে
বা বিবেচনায় ক্রয় আদেশের পণ্য পরিবহণের সমূদয় ব্যয় বিক্রেতা বা ক্রেতা হতে গ্রহণ
করবেন বা গ্রহণ করতে পারবেন।
6.4 বিক্রেতা আরো স্বীকার করছেন যে, যদি উক্ত
ক্রয়াদেশকৃত পন্য প্রত্যাখ্যাত বা ফেরৎ হয়ে “আড়ৎদারী ডটকম” এর নিকট আসে তাহলে তা
(পন্যের গুনগতমান যাছাই বাছাই সাপেক্ষে) বিক্রেতা উক্ত ফেরৎকৃত পন্য গ্রহণ করবেন
এবং বিক্রেতা তার পছন্দমত পুনরায় “আড়ৎদারী ডটকম” এর প্ল্যাটফর্মে বিক্রেতার পন্যের
লিষ্ট সমূহের মধ্যে উক্ত পন্য অন্তর্ভূক্ত করতে পারবেন এবং উক্ত পন্য পরবর্তীতে
বিক্রির জন্য প্রদর্শিত হবে।
7.0 রিটার্ন পলিসিঃ
7.1 কোন নির্দিষ্ট বা বিশেষ ক্যাটাগরির কোন
পন্যের ক্ষেত্রে রিটার্ন পলিসিতে ভিন্নরুপ কোন কিছু উল্ল্যেখ না থাকলে, বিক্রেতা
নিম্নলিখিত ক্ষেত্র সমূহতে ও নিম্ন লিখিত শর্তের আলোকে ফেরৎ আসা পন্য বা পন্য সমূহ
রিটার্ন গ্রহণ করবেন:
7.2 নষ্ট, ত্রুটিযুক্ত বা ক্ষতিগ্রস্থ পণ্য, ক্রয়াদেশের
পন্য নয় এমন পন্য বা ভুল পণ্য, অসম্পূর্ণ পণ্য বা কোন বিশেষ প্রকৃতির পন্যের ক্ষেত্রে বিশেষ কোন পন্য আর
বর্তমান অবস্থায় প্রয়োজন নাই বা ক্রেতা বা গ্রাহক কোন পন্য ক্রয় না করার জন্য
মনস্থির করেছেন,
পন্যটি
অব্যবহৃত,
অধৈত, অক্ষত, ত্রুটিপূর্ণ
এবং ইনটেক্ট অবস্থায় অরিজিনাল ট্যাগ, রশিদ, ওয়ারেন্টি কার্ড, কমিশন বা
অন্যান্য আবশ্যকীয় ডকুমেন্টস সম্বলিত রয়েছে এবং পন্যটি প্রস্তুতকারী বা বিক্রেতার
অরিজিনাল এবং অক্ষত প্যাকেজ বা প্যাকেট বা বক্স সহ ফেরৎ আসে।
7.3 “আড়ৎদারী ডটকম” এর নিজস্ব একটি
পর্য্যবেক্ষন ও নিরীক্ষন টিম রয়েছে যারা ক্রেতা কর্তৃক ক্রয়কৃত পন্য ফেরৎ পাঠানোর
কারন সম্বলিত দাবী বৈধ বা সঠিক কিনা এবং বিক্রেতা কর্তৃক পন্য বিক্রয় ও শিপমেন্ট
করার ক্ষেত্রে বিক্রেতার ব্যবসায়িক ওয়াদা/কমিটমেন্ট রক্ষা এর নিশ্চয়তা বা
ওয়ারেন্টি রক্ষা করা হয়েছে কিনা তা যাছাই করে দেখবেন। যদি ক্রেতার বা গ্রাহকের
পন্য ফেরৎ পাঠানোর দাবী যে কোন কারনেই হোক বৈধ বা সঠিক নয় সেই ক্ষেত্রে “আড়ৎদারী ডটকম” উক্ত পন্য ক্রেতা বরাবরে ফেরৎ পাঠাবেন। যদি কোন বিশেষ কারন বশতঃ “আড়ৎদারী ডটকম” যে কোন প্রকার পন্য ফেরৎ গ্রহণ করার জন্য বা টাকা রিফান্ড করার জন্য বা পন্য
রিপ্লেসমেন্ট করার জন্য ভেন্ডার বা বিক্রেতাকে “আড়ৎদারী ডটকম” এর পক্ষ থেকে অনুরোধ
করেন তা হলে ভেন্ডার বা বিক্রেতা অবশ্যই উক্ত পন্য ফেরৎ নিবেন, টাকা রিফান্ড
করবেন এবং আবশ্যকীয় ক্ষেত্রে রিপ্লেসমেন্ট করবেন।
7.4 বিক্রেতা আরো অঙ্গীকার করছেন যে, তারা রিটার্ন
পলিসি অনুসারে কাজ করতে বাধ্য এবং বিক্রেতা আরো অঙ্গীকার ও স্বীকার করছেন যে, এই চুক্তির
কোন শর্তের সহিত রিটার্ন পলিসির কোন বিরোধ দেখা দিলে রিটার্ন পলিসির শর্তই
অগ্রাধিকার পাবে।
8.0 গ্রাহক বা
ক্রেতার স্বর্থ রক্ষার নীতিঃ
8.1 ভেন্ডার বা বিক্রেতা আরো অঙ্গীকার ও
স্বীকার করছেন যে,
গ্রাহক বা
ক্রেতার স্বর্থ রক্ষার ক্ষেত্রে এবং দেশের অধিকাংশ মুসলিম জনগনের ধর্মীয়
সেন্টিমেন্টের বিষয় মাথায় রেখে বিক্রেতা রমজান মাসে অধিক মুনাফাখোরী ও মজুদদারী
প্রথা থেকে বিরত থাকবেন।
8.2 অধিকন্তু ভেন্ডার বা বিক্রেতা আরো
অঙ্গীকার ও স্বীকার করছেন যে, বিক্রেতা এগার মাস লাভ জনক ব্যবসা করবেন এবং এক মাস (রমজান মাস) সর্বোচ্চ
কম লাভে ব্যবসা করবেন যা “গ্রাহক সেবা মাস” বা “ধর্মীয় সেবা মাস” হিসাবে বিবেচিত
হবে এবং বিক্রেতা “ঈদুল ফিতর” এবং “ঈদুল আযহা” এর সময় গ্রাহক বা ক্রেতা সাধারনের
জন্য সর্বোত্তম বা ভাল ও গুনগত মান সম্পন্ন ভাল পন্য আকর্ষনীয় কম মূল্যে বিক্রয়
করার জন্য বিশেষ অফার বা স্পেশাল অফার এর ব্যবস্থা করবেন।
8.3 ভেন্ডার বা বিক্রেতা আরো অঙ্গীকার ও
স্বীকার করছেন যে,
তিনি তাহার
সর্বোচ্চ কমিশনে বা সব চেয়ে কম মূল্যে তার পন্য “আড়ৎদারী ডটকম” এর প্লাটফর্মে
বিক্রয় করবেন এবং সেই আলোকে দাম ও কমিশন নির্ধারন করবেন এবং
9.0 ডেলিভারী ও ডেলিভারী চার্জঃ
9.1 পন্যের ক্রয়াদেশ চূড়ান্ত হওয়ার বা “আড়ৎদারী ডটকম” বরাবরে সম্পূর্ণ মূল্য পরিশোধের পরে পন্যের পর্য্যাপ্ততা সাপেক্ষে
সর্বোচ্চ 2
(দুই) ঘন্টার
মধ্যে “ভেন্ডার” পন্য ডেলিভারীর জন্য ডেলিভারী ম্যান বা ডেলিভারী সংস্থার নিকট
হস্তান্তর করবেন এবং “আড়ৎদারী” কর্তৃক ক্রেতাকে ফোন, এসএমএস, ই-মেইল বা বিকল্প মাধ্যমে তা অবহিত করা
হবে।
9.2 বিক্রেতা এবং ক্রেতার পন্য হস্তান্তরের
স্থান একই শহরের মধ্যে হলে ক্রয়াদেশের পরবর্তী 12 (বার) ঘন্টার মধ্যে এবং বিক্রেতা এবং
ক্রেতার পন্য হস্তান্তরের স্থান একই শহরের মধ্যে না হলে ক্রয়াদেশের পরবর্তী
সর্বোচ্চ 03
(তিন) দিনের
মধ্যে ভেন্ডার উক্ত আদেশকৃত পন্য গ্রাহক বরাবরে সরবরাহ করার ব্যবস্থা করবেন।
10.0 ফোর্স মেজার (FORCE MAJURE)
যদি কোন প্রাকৃতিক ঘটনা বা দুর্ঘটনা, বিস্ফোরণ, বন্যা, ঝড়, আগুন, দুর্ঘটনা, যুদ্ধ, যুদ্ধের
হুমকি,
নাশকতা, বিদ্রোহ, নাগরিক
অশান্তি ও নাগরিক আবশ্যকতা,
মহামারী, ভূমিকম্প, রাজনৈতিক
অরাজকতা,
যে কোন দৈব
ঘটনা,
বা বিপর্য্যয়
বা ক্রেতা বা গ্রাহকের আধিক্যের আকস্মিক চাপ বা ইন্টারনেটের বা বৈদ্যুতিক
বিপর্য্যয় বা আইন,
বিধি, আদেশ, বিধিবিধি, উপ-আইন
দ্বারা নিষিদ্ধ করার কারনে বা কোনও সরকারী, আধা সরকারী বা সংসদ বা স্থানীয়
কর্তৃপক্ষের পক্ষ থেকে যেকোন প্রকারের বিধি বা রুল বা ব্যবস্থা বা আমদানী বা
রপ্তানী নীতি বা আদেশের কারনে বা ইন্ডাষ্ট্রিয়াল লক বা স্ট্রাইক বা বিরোধ বা
ধর্মঘট বা হরতাল বা শ্রমিক বিরোধ এর কারনে যাহার দ্বারা “আড়ৎদারী ডটকম” এর
কার্য্যক্রম বাধাগ্রস্থ হয় বা প্রভাবিত হয় বা পন্য উৎপাদনে বাধা পায় বা পন্য উৎপাদন, সংগ্রহ, সরবরাহ ও
পন্য ডেলিভারীর কাজে বাধা প্রাপ্ত হন বা পন্যের কাচাঁমাল বা পন্যের অপ্রতুলতা বা
স্বল্পতা দেখা দেয় বা শ্রমের, গ্যাস বা জ্বালানী বা মেশিনারীজ এর স্বল্পতা দেখা দেয় বা দেশের সরকার বা
কোন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কোন সরকারী অফিস বা আদালত বা সরকারী বা আধা
সরকারী কর্তৃপক্ষের হস্তক্ষেপ বা অন্য কোন আকষ্মিক ঘটনা বা দুর্ঘটনা ঘটে যা
নিয়ন্ত্রনের ক্ষমতা “আড়ৎদারী ডটকম” এর হাতে নয়, নাই বা ছিল না এবং উক্ত কারন সহ আনুষঙ্গিক
যৌক্তিক কারনে অত্র চুক্তির শর্তের আলোকে এবং অত্র “আড়ৎদারী ডটকম” প্ল্যাটফর্মে উল্ল্যেখিত
পলিসি বা নীতির আলোকে “আড়ৎদারী ডটকম” (যার শর্তের আলোকে“আড়ৎদারী ডটকম” নিজ
কার্য্য সম্পাদন করতে বিক্রেতা বরাবরে কিংবা ক্রেতা বা গ্রাহক বরাবরে দায়বদ্ধ)তার
কার্য্য যথাযথভাবে,
যথাযথ উপায়ে
বা যথাসময়ে করতে বা করাতে ব্যর্থ হন, তার জন্য “আড়ৎদারী ডটকম” কোনভাবেই
বিক্রেতা বরাবরে দায়বদ্ধ হবে না ও থাকবে না এবং “আড়ৎদারী ডটকম” উক্ত পরিস্থিতিতে
ক্রেতার পন্যের ক্রয় আদেশ আংশিক বা সম্পূর্ণরুপে বাতিল করতে পারেন বা “আড়ৎদারী ডটকম” পন্যের ক্রয় আদেশের আলোকে আংশিক ডেলিভারী বা বিতরন করতে পারেন এবং এর
বিপরীতে ক্রেতা বা গ্রহাক কিংবা বিক্রেতার কোন ক্ষতি বা লস হলে “আড়ৎদারী ডটকম” কোন
ভাবেই উক্ত ক্ষতি বা লসের জন্য দায়ী হবে না এবং উক্ত ক্রয় আদেশ আংশিক বা
সম্পূর্ণরুপে বাতিল করার বা আংশিক ডেলিভারী বা বিতরন হতে উদ্ভূত কোন ক্ষতি বা লসের
দায়ভার কোনভাবেই “আড়ৎদারী ডটকম” এর উপর বর্তাবে না।
11.0 আরবিট্রেশন ক্লোজঃ
11.1 যদি পেমেন্ট, দেনা, পাওনা, পন্যের
রিটার্ন,
রিপ্লেসমেন্ট, চুক্তির শর্ত
বা অন্য কোন দাবী বা বিষয় নিয়া ভেন্ডর বা বিক্রেতার কোন অভিযোগ বা আপত্তি থেকে
থাকে তা হলে ভেন্ডর খুবই সল্প সময়ের মধ্যে উক্ত বিষয়টি নিষ্পত্তির জন্য আবশ্যকীয়
ডকুমেন্টস সহ “আড়ৎদারী ডটকম” এর মেইলে বা অভিযোগ বক্সে অভিযোগ দাখিল করবেন বা
আবশ্যকীয় ক্ষেত্রে কমপ্লেইন্ট অফিসারের সহিত যোগাযোগ করবেন। ভেন্ডর বা বিক্রেতার
সহিত যে কোন প্রকার বিরোধ বা বিবাদ বা দাবী বা অভিযোগ ভেন্ডার ও “আড়ৎদারী ডটকম” আপোষে নিষ্পত্তি করবেন। ব্যর্থতায় “আড়ৎদারী ডটকম” এর লিগ্যাল এ্যাডভাইজার কে
আরবিট্রেটর নিযোগ করবেন এই ক্ষেত্রে তার সিদ্ধান্তই চূড়ান্ত হবে। লিগ্যাল
এ্যাডভাইজার এর রায়ে সন্তুষ্ট না হলে ভেন্ডার বা “আড়ৎদারী ডটকম” ঢাকার
আরবিট্রেশন আদালতে মামলা দায়ের করে বিরোধের নিষ্পত্তি করবেন। আরবিট্রেশন আদালতের
সিদ্ধান্তই চূড়ান্ত হিসাবে গন্য হবে।