All Category

Hotline 01953300152

All Category
  • 01953300152
  • aarotdari@gmail.com
  • G-14, Pallabi Extension, Rupnagar, Dhaka, Dhaka, Bangladesh

Terms & Conditions

Terms & Condition

Terms and Conditions of Use (শর্ত সমূহ) :-  ভূমিকা “আড়ৎদারী ডটকম” বলতে দেশের প্রচলিত আইনের আলোকে “আড়ৎদারী ডটকম” নামে একটি নিবন্ধিত ও প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে বুঝাবে এবং যা দেশের বা বিদেশের সকল ধরণের পন্য সমূহ উৎপাদনকারী, আমদানীকারী, রপ্তানীকারী, সরবরাহকারী, বাজারজাতকারী, খুচরা বা পাইকারী বিক্রেতা বা ভেন্ডরগণ কর্তৃক  সকল ধরণের ভোগ্য, ব্যবহার্য্য, প্রয়োজনীয় ও আবশ্যকীয়  পন্য সমূহ বিক্রয় করার ই- কমার্স, অন লাইন ভিত্তিক প্রতিষ্ঠান ও মার্কেট প্লেস কে নির্দেশ করে, যার ওয়েব সাইট www.aarotdari.com নামে দেশে এবং দেশের বাইরে পরিচিত হচ্ছে এবং হয়ে থাকবে। www.aarotdari.com এই ওয়েব সাইটটির একক মালিকানf aarotdari" এর।  www.aarotdari.com এই ওয়েবসাইটের সাথে সম্পর্কিত অন্যান্য সাইট বা এর মোবাইল এ্যাপ্লিকেশনস, সামাজিক ও অন্যান্য ডিজিটাল এ্যাপ্লিকেশনস বা প্ল্যাটফর্ম সমূহ বা টুলস এবং এর সাব-ডোমেইনও এর অন্তর্ভূক্ত। www.aarotdari.com এই প্লাটফর্ম ব্যবহার করে এবং/অথবা “আড়ৎদারী ডটকম” এর সম্মানিত ব্যবহারকারী/গ্রাহক/ভেন্ডার/সদস্য ও ভোক্তা বা ক্রেতা হিসাবে নিবন্ধভুক্ত/সাইন ইন করার সঙ্গে সঙ্গে  আপনি অত্র  প্লাটফর্ম এর নিজস্ব গোপনীয়তা নীতিমালার শর্ত সমূহ গ্রহণ  ‍করেছেন এবং আপনার সংক্রান্ত যে সকল নিজস্ব ও প্রাতিষ্ঠানিক বর্ননা, বিষয় ও তথ্য আপনি “আড়ৎদারী” বরাবরে প্রদান করেছেন সে সকল বিষয় সমূহের তথ্য সংরক্ষন এবং রক্ষনাবেক্ষন এবং আবশ্যকীয় ক্ষেত্রে ব্যবহারের সম্মতি আপনি “আড়ৎদারী ডটকম” কে প্রদান করেছেন মর্মে গন্য হবে। আপনি যদি অত্র সাইটে উল্ল্যেখিত শর্ত সমূহের দ্বারা আবদ্ধ হতে সম্মত না হন তাহলে আপনি অনুগ্রহ পূর্বক অত্র সাইটে প্রবেশ, নিবন্ধন করবেন না বা অত্র সাইট ব্যবহার করবেন না। 

“আড়ৎদারী ডটকম” আপনাকে অত্র সাইটে বিচরন বা অ্যাক্সেস এবং ব্যবহার করার জন্য অনুমতি প্রদান করেছেন, কিন্তু অত্র সাইট বা তার যে কোন অংশ পরিবর্তন করার বা ডাউনলোড করতে অনুমতি প্রদান করেন নাই। অত্র সাইট ব্যবহারের অনুমতি প্রদান দ্বারা আপনাকে অত্র সাইট বা তার কোন তথ্য বা বস্তু বিক্রয় বা তা বাণিজ্যিকভাবে ব্যবহারের অনুমতি প্রদান করা হয় নাই। “আড়ৎদারী ডটকম” এর লিখিত পূর্বানুমতি এবং প্রকাশ্য সম্মতি ব্যতীত অত্র সাইট বা এর কোনো অংশ, কোন তথ্য, ডিজাইন, প্যাটেন্ট, ট্রেডমার্ক বা অন্য কোনও কপিরাইটযুক্ত উপাদান বা অন্যান্য মালিকানার তথ্য কোন বাণিজ্যিক উদ্দেশ্যে পুনঃস্থাপন, পুনরুৎপাদন, ডুপ্লিকেট, কপি, অনুলিপি, বিক্রি, পুনরায় বিক্রি, পরিদর্শন, বিতরণ করা যাবে না এবং উহা সম্পূর্ণরুপে নিষিদ্ধ বটে।

আপনি “আড়ৎদারী ডটকম” এর সুস্পষ্ট লিখিত সম্মতি/অনুমতি ছাড়া কোনো ট্রেডমার্ক, লোগো বা অন্যান্য মালিকানা ভিত্তিক তথ্য (ছবি, পাঠ্য, পৃষ্ঠার বিন্যাস বা ফর্ম সহ) বাধাই করে তা অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট প্রদর্শন করতে, উহা ফ্রেমবন্দী করতে পারবেন না। “আড়ৎদারী ডটকম” এর প্রকাশ্য ও সুস্পষ্ট লিখিত পূর্বানুমতি ছাড়া আপনি “আড়ৎদারী ডটকম” এর নাম বা ট্রেডমার্ক, লোগো, ট্যাগ, সংকেত, চিহ্ন, কপিরাইট বা মেধাস্বত্ত্বাধিকার (Intellectual Property Right related) সংক্রান্ত কোন বিষয় ব্যবহার করতে পারবেন না। “আড়ৎদারী ডটকম” এর প্রকাশ্য ও সুস্পষ্ট লিখিত পূর্বানুমতি ব্যতীত অত্র সাইটের অপব্যবহার বা আমাদের মেধাস্বত্ত্বাধিকার (Intellectual Property Right related) এর অপব্যবহারের কারনে সাইটের অ্যাক্সেসের জন্য আপনাকে প্রদত্ত অনুমতি কোন নোটিশ ব্যতীতই সরাসরি এবং আপনা আপনিই বাতিল হয়ে যাবে। আপনি “আড়ৎদারী ডটকম” এর সুস্পষ্ট লিখিত অনুমতি ছাড়া “আড়ৎদারী ডটকম”” এর লোগো, ট্রেডমার্ক বা মেধাস্বত্ত্বাধিকার (Intellectual Property Right related) বাণিজ্যিক বা অন্যান্য উদ্দেশ্যে বহিরাগত লিঙ্কের বা অন্য কোন লিঙ্কের অংশ হিসাবে ব্যবহার করতে পারবেন না।

পরিবর্তন সংক্রান্ত নোটিশ:  “আড়ৎদারী ডটকম” যে কোন সময় যে কোন কারনে কোনরুপ পূর্বাপর নোটিশ প্রদান করা ব্যতিরেকেই অত্র সাইট, তার যে কোন বা সকল নীতিমালা সমূহ, বা তার যে কোন বা সকল শর্ত সমূহ বা যে কোন চুক্তির শর্ত সমূহ বা সকলের জন্য প্রদর্শিত ও উন্মুত্ত ভাবে দেখা যায় এমন সকল বা যে কোন শর্ত সমূহ বা তাদের প্রদানের জন্য উল্লেখিত যে কোন বা সকল পরিসেবাগুলি পরিবর্তন, পরিমার্জন, পরিযোজন, সংশোধন, প্রতিস্থাপন, আধুনিকায়ন, রিভিশন, রিভিউ, রদ বা বাতিল করতে পারবে। উক্ত পরিবর্তিত শর্ত সমূহ অত্র সাইটে প্রদান করার সঙ্গে সঙ্গেই তা কার্য্যকর হবে এবং আপনি উক্ত পরিবর্তনের পর অত্র সাইটে বিচরন করার সঙ্গে সঙ্গেই আপনি উক্ত সংশোধিত শর্ত সমূহও গ্রহণ করেছেন মর্মে গন্য হবে। তাই সম্মানিত গ্রাহক, ক্রেতা, ভেন্ডার সহ সকলকে অত্র সাইটের আপডেট পরিবর্তন ও সংশোধনের উপর লক্ষ্য রাখার জন্য এবং সে আলোকে অত্র সাইটে বিচরন করার জন্য সবিনয় অনুরোধ করা হল।

সাইট ব্যবহার করার শর্ত সংক্রান্ত নোটিশ: অত্র প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য আপনি অত্র সাইটে সাইন ইন বা লগইন বা আবশ্যকীয় ক্ষেত্রে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এবং উক্ত অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনি আপনার কিছু ব্যক্তিগত তথ্য প্রদান করতে পারেন। কিন্তু “আড়ৎদারী ডটকম” যে কোনো সময় তার নিজস্ব বিবেচনার ভিত্তিতে এবং একক ক্ষমতার ভিত্তিতে আপনাকে কোনরুপ পূর্বাপর নোটিশ প্রদান ব্যতিরেকেই ব্যবহারকারীর নাম এবং/অথবা পাসওয়ার্ড বাতিল বা যে কোন অ্যাকাউন্ট বাতিল করার অধিকার রাখেন এবং উক্ত ব্যবহারকারীর নাম/পাসওয়ার্ড বাতিল বা অ্যাকাউন্ট বাতিল হতে উদ্ভুত কোন সমস্যার জন্য “আড়ৎদারী ডটকম” কোনভাবেই দায়ী হবে না বা থাকবে না।

নির্ভুল ও আপডেট তথ্য প্রদান, নিরাপত্তা রক্ষা করা এবং সাইট ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা সংক্রান্ত নোটিশ: অত্র সাইট ব্যবহারের মাধ্যমে আপনি আরো স্বীকার ও অঙ্গিকার করছেন যে, আপনার প্রেরিত তথ্য সমূহ এবং ডাটা সঠিক, সম্পূর্ণ এবং আপনি উক্ত তথ্য সমূহ প্রতিনিয়ত আপডেট করছেন, অত্র সাইটে আপডেট তথ্য সরবরাহ করছেন। যদি কোন আপডেট তথ্য প্রদান করতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কাস্টমার সার্ভিসকে লিখিতভাবে বিষয়টি অবহিত করতে হবে এবং আমাদের কাস্টমার সার্ভিসের সাহায্য নিতে হবে।আমরা আপনাকে কোন প্রকার পূর্ব নোটিশ ছাড়াই যেকোন সময় সাইটে আপনার অ্যাক্সেস প্রত্যাখ্যান করতে, অ্যাকাউন্টগুলি বন্ধ করতে, প্রদত্ত তথ্য বা বিষয় এডিট বা সম্পাদনা বা অপসারন করার অধিকার সংরক্ষণ করি। আমরা যেকোনো সময় আপনার ব্যক্তিগত তথ্য আপডেট করার জন্য অনুরোধ করতে পারি, আপনার অ্যাকাউন্ট বা তৎ সম্পর্কিত বিবরণ বাতিল করার জন্য অনুরোধ করতে পারি এবং আপনি প্রতিনিয়ত আপনার অ্যাকাউন্ট সিকিউরড রাখার জন্য পাসওয়ার্ড পরিবর্তন করবেন। আপনার ইউজার আইডেন্টিফিকেশন নম্বর ও নাম, পাসওয়ার্ড, অ্যাকাউন্টের বিবরণ এবং অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রাখার জন্য আপনি সম্পূর্ণভাবে দায়বদ্ধ৷ আপনি অত্র সাইটে পরিভ্রমন করা সাথে সাথেই এই নিশ্চয়তা দিচ্ছেন যে, আপনার অ্যাকাউন্ট এবং এর সাথে সম্পর্কিত বিশদ তথ্য সমূহকে সর্বদা সুরক্ষিতভাবে রক্ষণাবেক্ষণ করার এবং আপনার অ্যাকাউন্টের অপব্যবহার রোধ করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ আপনি প্রতিনিয়ত নিচ্ছেন। আপনার যদি বিশ্বাস করার কোনো যুক্তিসঙ্গত কারণ থাকে যে আপনার পাসওয়ার্ড অন্য কেউ জেনে গেছে বা পাসওয়ার্ডটি অননুমোদিতভাবে ব্যবহার করা হচ্ছে বা ব্যবহার হওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনি অনতিবিলম্বে বিষয়টি আমাদেরকে জানাবেন। অত্র সাইট পরিভ্রমনের মাধ্যমে আপনি আমাদেরকে এই নিশ্চয়তা দিচ্ছেন যে, আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে অত্র সাইট এবং তৎ সম্পর্কিত পরিষেবাগুলির যে কোনও ব্যবহার এবং/অথবা আপনার অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড ব্যবহার করা বা ব্যক্তিগত তথ্য, ডাটা বা যোগাযোগ এর বা যে কোনও অ্যাক্সেস আপনার দ্বারাই সম্পাদিত বা আপনার দ্বারা অনুমোদিত ব্যক্তি দ্বারাই সম্পন্ন হচ্ছে। আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে অত্র সাইট পরিভ্রমনের মাধ্যমে আপনি আরো অঙ্গীকার এবং স্বীকার করছেন যে, অত্র সাইট পরিভ্রমনের সময়ে আপনার অ্যাকাউন্ট/সাইন ইন/লগইন এর মাধ্যমে (সেই অ্যাক্সেস বা ব্যবহার আপনার দ্বারা অনুমোদিত হোক বা না হোক)প্রদত্ত যে কোন তথ্য বা ডাটা বা অ্যাক্সেস বা তৎ সংক্রান্ত সমূদয় কাজের জন্য আপনি নিজেই দায়বদ্ধ এবং আপনি আরো স্বীকার ও অঙ্গীকার করছেন যে, আপনার অ্যাকাউন্টের মাধ্যমে সাইটের ব্যবহার বা অ্যাক্সেস থেকে উদ্ভত যে কোনও বা সমস্ত ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে আপনি আইনত বাধ্য। (বিস্তারিত প্রাইভেসী পলিসিতে দেখুন।)

প্রদর্শিত পন্যের দাম, তথ্য এবং অত্র সাইট কর্তৃপক্ষের দায় ও পরিসেবা প্রদান সংক্রান্ত:

1. অত্র সাইট ব্যবহারের মাধ্যমে আপনি অঙ্গীকার, স্বীকার এবং এই মর্মে নিশ্চয়তা প্রদান করছেন যে, অত্র অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অত্র প্ল্যাটফর্মে উল্ল্যেখিত দামে, তালিকাভুক্ত, উল্ল্যেখিত ও নির্দিষ্টকৃত পন্য যে কোনো সময়, যে কোন স্থান হতে যে কোন পদ্ধতিতে মূল্য পরিশোধের মাধ্যমে ক্রয় করতে আপনি আগ্রহী, সক্ষম এবং ইচ্ছুক বটে।

2. আপনি আরো অঙ্গীকার, স্বীকার এবং সম্মতি প্রদান করছেন যে, “আড়ৎদারী ডটকম” আপনাকে আপনার পছন্দনীয় পন্য পছন্দনীয় মূল্যে ক্রয় করার জন্য কেবলমাত্র একজন সুবিধাদাতা, “আড়ৎদারী ডটকম” কখনোই উক্ত ক্রয় বা বিক্রয়ের বা তৎ সংক্রান্ত লেনদেনের কোনো পক্ষ নয় এবং “আড়ৎদারী ডটকম” অত্র সাইটের বা কোন স্বাধীন পরিষেবা প্রদানকারী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সম্পন্ন লেনদেন নিয়ন্ত্রণ করতে পারে না এবং “আড়ৎদারী ডটকম” পেমেন্ট গেটওয়ের বা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট কোন পক্ষ নয় ।

3. আপনি আরো অঙ্গীকার, স্বীকার এবং সম্মতি প্রদান করছেন যে, অত্র সাইটে আপনার প্রদত্ত ক্রয় বা বিক্রয়ের আদেশটি আপনার এবং আমাদের সাইটের বিক্রেতাদের মধ্যে সম্পাদিত একটি সুনির্দিষ্ট দ্বিপক্ষীয় চুক্তি এবং “আড়ৎদারী ডটকম” উক্ত ক্রয় বা বিক্রয়ের চুক্তির কোন পক্ষ নয়। উক্ত বিক্রয়ের চুক্তিটিতে ক্রেতা এবং বিক্রেতাই কেবলমাত্র উক্ত চুক্তির পক্ষ। অধিকন্তু আপনি আরো অঙ্গীকার, স্বীকার এবং সম্মতি প্রদান করছেন যে, আপনার ইস্যুকারী ব্যাংকের ইলেকট্রনিক কার্ডের মাধ্যমে পেমেন্ট, প্রি-পেমেন্ট বা যে কোন পেমেন্টের ক্ষেত্রে অত্র সাইটে আপনার সাথে বিক্রেতার ও সার্ভিস প্রভাইডারের মধ্যে সম্পাদিত লেনদেন ও আপনার এবং “আড়ৎদারী ডটকম” এর সাইটে তালিকাভুক্ত পরিষেবা প্রদানকারী পেমেন্ট গেটওয়ের মধ্যকার একটি দ্বিপক্ষীয় চুক্তি এবং “আড়ৎদারী ডটকম” উক্ত ক্রয় বা বিক্রয়ের, লেনদেনের বা পেমেন্টের বা আর্থিক লেনদেন সংক্রান্ত চুক্তিরও কোন পক্ষ নয়।।

4. অত্র সাইটে ধারাবাহিক, নিরবচ্ছিন্ন, বাধাহীন এবং ত্রুটিমুক্ত ভাবে আপনার অ্যাক্সেস বা বিচরন করার জন্য সুবিধা প্রদান করার ক্ষেত্রে “আড়ৎদারী ডটকম” তার সাধ্যমত ও সর্বোচ্চ চেষ্টা করবে, যদিও ইন্টারনেট, স্যাটেলাইটের অসংযোগ, ডিজিটাল ডিভাইস বা সাইটের প্রকৃতির কারণে এবং এর নিয়ন্ত্রন “আড়ৎদারী ডটকম” এর হাতে না থাকার কারনে অত্র সাইটে নিরবিচ্ছিন্ন ও বাধাহীন এবং ত্রুটিমুক্তভাবে বিচরন করার জন্য আপনাকে সকল সময় সুযোগ প্রদান করার নিশ্চয়তা প্রদান করা “আড়ৎদারী ডটকম” এর পক্ষে সম্পূর্ণভাবে সম্ভব নয়।

অত্র সাইট ব্যবহারের অনুমতি বা লাইসেন্স প্রদান এবং মতামত বা মন্তব্য সংক্রান্ত নোটিশ:

1.   অত্র সাইট ব্যবহারের মাধ্যমে আপনি অঙ্গীকার, স্বীকার, সম্মতি এবং নিশ্চয়তা প্রদান করছেন যে, আপনি অত্র সাইট ব্যবহার করে যে কোন পন্য ক্রয় বা বিক্রয় চুক্তি বা উহার পেমেন্ট বিষয়ে চুক্তি সম্পাদন করার মত আইনত যোগ্য বটে এবং আপনার 18 বৎসর পূর্ণ হয়েছে অথবা আপনি আপনার পিতামাতা বা আইনগত অভিভাবকের তত্ত্বাবধানে ও নিয়ন্ত্রনে অত্র সাইটটি ব্যবহার করছেন এবং অত্র সাইটে অ্যাক্সেস করছেন।

2. কেবলমাত্র অত্র সাইটে বিক্রি করার জন্য প্রদর্শিত ও তালিকাভুক্ত পন্য এবং পরিষেবাগুলি ব্যক্তিগত প্রয়োজনে বা কারনে ক্রয়/বিক্রয় করার উদ্দেশ্যে এবং অত্র সাইটে বর্ণিত ও উল্ল্যেখিত নিয়ম ও শর্তাবলীর আলোকে “আড়ৎদারী” আপনাকে অত্র সাইটটি ব্যবহার করার বা অ্যাক্সেস করার জন্য একটি অ-হস্তান্তরযোগ্য, অ-প্রত্যাহারযোগ্য এবং একচেটিয়া অনুমতি প্রদান করেছে। “আড়ৎদারী ডটকম” এর সাথে ভিন্নতর লিখিত চুক্তি ভিন্ন বাণিজ্যিক ব্যবহারের জন্য বা অন্য কোন তৃতীয় পক্ষের পক্ষে অত্র সাইট ব্যবহার সম্পূর্ণরুপে নিষিদ্ধ।

3.  আপনি যদি একটি ব্যবসায়িক সত্ত্বা বা প্রতিষ্ঠান হিসাবে অত্র সাইটে নিবন্ধন করেন, তাহলে আপনি এ মর্মে অঙ্গীকার, স্বীকার, সম্মতি এবং নিশ্চয়তা প্রদান করছেন যে, আপনি উক্ত প্রতিষ্ঠানের পক্ষে নিবন্ধনের জন্য, ক্রয় বা বিক্রয় চুক্তি বা পেমেন্ট চুক্তি সহ দেশের প্রচলিত আইনের বিধান মোতাবেক উক্ত প্রতিষ্ঠানের পক্ষে সমূদয় চুক্তি ও কাজ করার জন্য আইনগত ভাবে ক্ষমতার অধিকারী বটে এবং আপনি এবং আপনার ব্যবসায়িক সত্তা অনলাইন ট্রেডিং সম্পর্কিত দেশের ও বিদেশের সমস্ত প্রযোজ্য আইন মেনে চলবেন বটে।

4.  কোনো ব্যক্তি বা ব্যবসায়িক সত্তা অত্র সাইটে কেবল একটি সদস্য হিসেবেই নিবন্ধন করতে পারবেন, কোনভাবেই একের অধিক সদস্য হিসাবে নিবন্ধিত হতে পারবেন না। আপনি এই মর্মে আরো অঙ্গীকার, স্বীকার, সম্মতি এবং নিশ্চয়তা প্রদান করছেন যে, এই শর্তাবলীর যেকোন প্রকার লঙ্গনের ফলে আপনাকে বিজ্ঞপ্তি ছাড়াই এই অনুচ্ছেদে দেওয়া অনুমতি অবিলম্বে প্রত্যাহার বা বাতিল হযে যাবে।

5.  অত্র সাইটে প্রদর্শিত সমূদয় বক্তব্য ও বিষয় কেবলমাত্র তথ্যগত উদ্দ্যেশ্যে প্রদত্ত মর্মে বিবেচিত হবে। অত্র সাইটে প্রদর্শিত পন্য, পন্যের মূল্য, স্টক উপলব্ধতা, পণ্যের স্পেসিফিকেশন, পন্যের বিজ্ঞাপন, বিশেষ অফার, সুযোগ সুবিধা বা যে কোন বিশদ বিবরন সহ পণ্য উপস্থাপন সমূহ এর একমাত্র দায় ও দায়িত্ব হল উক্ত পন্য বা পন্য সমূহ এর ভেন্ডারস বা বিক্রেতাদের। ভেন্ডারস বা বিক্রেতাদের প্রদত্ত ও উল্ল্যেখিত উক্ত বিবরন ও বক্তব্য সম্পূর্ণরূপে সঠিক হিসাবে “আড়ৎদারী ডটকম” কর্তৃক কখনোই কোন গ্যারান্টি দেওয়া হয় না।

6.  অত্র সাইটে প্রদত্ত মতামত বা কমেন্ট বা কন্টেন্ট কখনোই “আড়ৎদারী ডটকম” এর নিজস্ব মতামত, কমেন্ট বা বক্তব্য নয় এমনকি উহা ““আড়ৎদারী ডটকম” মতামতের অভিব্যক্তি বা প্রতিফলন ও নয়। উহা কেবলমাত্র সেই সকল ব্যক্তিদের, যারা অত্র সাইট ব্যবহার করার সময় উক্তরুপ মতামত বা কন্টেন্ট বা বক্তব্য প্রদান করেছেন।

7.  আপনি এ মর্মে আরো অঙ্গীকার, স্বীকার, সম্মতি এবং নিশ্চয়তা প্রদান করছেন যে, আপনি অবশ্যই অত্র ওয়েবসাইটটি এমনভাবে ব্যবহার করবেন না যার দ্বারা অত্র সাইটটি বা সাইটটিতে অ্যাক্সেস বাধাগ্রস্ত, ক্ষতিগ্রস্থ বা প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে। আপনি অবশ্যই এমন কার্যকলাপে জড়িত হবেন না যার দ্বারা অত্র সাইট এর গ্রাহক, ক্রেতা, বিক্রেতা, স্টেকহোল্ডার, কর্মকর্তা,  কর্মচারী, পার্টনার, প্রতিনিধি বা অন্য কোন পক্ষের ক্ষতি বা সম্ভাব্য ক্ষতি করতে পারে। আপনি আরো অঙ্গীকার করছেন যে, আপনার কম্পিউটার থেকে আমাদের কাছে প্রেরিত সমস্ত ইলেকট্রনিক যোগাযোগ এবং এর কন্টেন্টস এর জন্য আপনি নিজে দায়ী এর কোন দায় “আড়ৎদারী ডটকম” এর নাই এবং “আড়ৎদারী ডটকম” অবশ্যই শুধুমাত্র বৈধ উদ্দেশ্যে এবং আইনগত ভাবে সমর্থনীয় কাজের জন্য “আড়ৎদারী ডটকম” এর নিজস্ব শর্তের ও নীতির আলোকে অত্র সাইটটি ব্যবহার করতে আপনাকে অনুমতি প্রদান করেছেন।

নিষিদ্ধ এবং বেআইনী কাজ সংক্রান্ত নোটিশ:

1.   আপনি এ মর্মে অঙ্গীকার, স্বীকার, সম্মতি এবং নিশ্চয়তা প্রদান করছেন যে, অত্র সাইট ব্যবহার করার সময় এবং অত্র সাইট হতে যে কোন প্রকার সেবা গ্রহণ করার সময় আপনি অবশ্যই বাংলাদেশের বিদ্যমান আইন, প্রচলিত রীতিনীতি, দেশের আদালত সমূহের আদেশ ও নির্দেশ এবং অত্র সাইটের সমূদয় শর্ত সমূহ এবং বিভিন্ন নীতিমালা অবশ্যই প্রতিপালন করতে আইনত এবং ন্যায়ত বাধ্য।অত্র সাইটে উল্ল্যেখিত শর্ত সমূহ ও নীতিমালা সমূহের সাথে দেশের বিদ্যমান আইনের কোন অসামঞ্জস্যতা দেখা দিলে তবে অবশ্যই দেশের বিদ্যমান আইন প্রাধান্য পাবে এবং যদি কোন অসামঞ্জস্যতা দেখা না দেয় তাহলে অত্র সাইটের সমূদয় শর্ত সমূহ এবং বিভিন্ন নীতিমালা বিদ্যমান আইনের অতিরিক্ত হিসাবে গন্য হবে এবং উহা আপনি মান্য করতে বাধ্য বটে।

2.  আপনি এ মর্মে আরো অঙ্গীকার, স্বীকার, সম্মতি এবং নিশ্চয়তা প্রদান করছেন যে, কোন প্রকার প্রতারণামূলক উদ্দেশ্যে বা কাজের জন্য বা অন্য কোন অসৎ বা হীন উদ্দ্যেশ্যে বা কোন প্রকার ফৌজদারি অপরাধ বা দন্ডনীয় অপরাধ মূলক কাজ বা অন্যান্য বেআইনী কার্যকলাপের সাথে সম্পর্কিত হওয়ার জন্য বা কারো বিরক্তি, অসুবিধা বা অযাচিত উদ্বেগ বা উৎকন্ঠা সৃষ্টি করতে বা আপনার মালিকানাধীন নয় এমন কোনো উপাদান প্রেরণ, ব্যবহার বা পুন:ব্যবহার করতে বা বেআইনি, আপত্তিকর বা যৌনতা সংশ্লিষ্ট বা জাতি, ধর্ম বা বর্ণ বিদ্বেষ সৃষ্টি কারক বা ঘৃণা সৃষ্টি কারক এমন উপাদান বা প্রতারণামূলক বা বিভ্রান্তিকর বা বানোয়াট বা অপমানজনক বা অশালীন বা হয়রানিমূলক বা নিন্দামূলক বা মানহানিকর বা অবমাননাকর বা অশ্লীল বা ভয়ঙ্কর বা গোপনীয়তা বা অন্য কোনো মালিকানা তথ্য বা অধিকার লঙ্ঘন কারক বা অন্যথায় তৃতীয় পক্ষের জন্য ক্ষতি কারক বা অর্থ পাচার, মানী লন্ডারিং, মাল্টি লেভেল ব্যবসা, জুয়া বা লটারীর সাথে সম্পর্কিত বা উহার প্রচার করেন বা বৃদ্ধ, নারী, শিশু, অসুস্থ্য, প্রতিবন্ধী বা অপ্রাপ্তবয়স্কদের জন্য যে কোনো উপায়ে ক্ষতি কারক বা বাংলাদেশের একতা, অখণ্ডতা, নিরাপত্তা বা সার্বভৌমত্ব বা বিদেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকি বা আপত্তিকর বা অন্যথায় যে কোনো উপায়ে বেআইনি বা রাজনৈতিক প্রচারণা বা রাজনৈতিক উদ্দ্যেশ্য মূলক বা বাণিজ্যিক অনুরোধ বা যেকোনো "স্প্যাম" রয়েছে বা অন্য যে কোন প্রকার অবৈধ ও বেআইনী উদ্দ্যেশ্যে বা কাজে অত্র সাইটটি আপনি কখনোই ব্যবহার করবেন না এবং উক্তরুপ কাজ সহ সকল প্রকার অবৈধ ও অন্যায় কাজের জন্য অত্র  সাইটটি ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনত দন্ডনীয়।

3.  আপনি এ মর্মে আরো অঙ্গীকার, স্বীকার, সম্মতি এবং নিশ্চয়তা প্রদান করছেন যে, যদি আপনি অত্র সাইটের শর্ত সমূহ, নীতিমালা সমূহ ও গাইড লাইন মান্য করতে অস্বীকার করেন, এবং রাষ্ট্রীয় আইনে নিষিদ্ধ কোন কাজ করেন বা অত্র সাইট কে অসৎ বা বেআইনি উদ্দ্যেশ্যে ব্যবহার করেন বা অত্র সাইটের অন্য গ্রাহক বা দায়িত্বশীল ব্যক্তিদের বা সেবাদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের কম্পিউটারে বা ডিভাইসে অননুমোদিত অ্যাক্সেস পেতে বা অন্যথায় হস্তক্ষেপ বা ব্যাহত করার প্রচেষ্টা বা ব্যবহারের চেষ্টা করেন বা অন্যকে অত্র সাইট ব্যবহারে অন্যায়ভাবে বাধা প্রদান করেন বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কর্তৃক অবৈধ বলে বিবেচিত যে কোনো নিষিদ্ধ ছবি, ভিডিও, বিষয়, বক্তব্য বা উপকরণ সাইটের মাধ্যমে পোস্ট, প্রচার বা প্রেরণ করেন বা রাষ্ট্রের বিরুদ্ধে বা রাষ্ট্রের আইনের এবং সংবিধানের বিরুদ্ধে বা রাষ্ট্রের সুনাম নষ্ট হয় এইরুপ কোন পোষ্ট, প্রচার বা কমেন্ট করেন বা আপনি এমন কোন সফটওয়্যার সফটওয়্যার ভাইরাস, ডিভাইস, কোড, মেটাল, মেটারিয়ালস বা উপাদান ব্যবহার করেন যার দ্বারা অত্র সাইট বা সাইটের গ্রাহকের বা অন্য কোন তৃতীয় পক্ষের বা ব্যক্তির বা প্রতিষ্ঠানের বা কোন ডিভাইস বা প্রযুক্তি বা পদ্ধতি ভাইরাসে আক্রান্ত হতে পারেন বা হ্যাকড হতে পারেন বা গুরুত্বপূর্ণ ক্ষতির বা ঝুকির এমনকি বাধার সম্মুক্ষীণ হতে পারেন বা আপনার সাইট ব্যবহারে, মন্তব্যে বা কমেন্টের দ্বারা অত্র সাইটের কোন গ্রাহক, ক্রেতা বা বিক্রেতার, ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয়ে মিথ্যা, অশালীন, মানহানিকার তথ্য উপস্থাপন করেন বা কোন গ্রাহক, ক্রেতা বা বিক্রেতার, ব্যক্তি বা প্রতিষ্ঠানের মিথ্যা বা ছদ্মবেশ ধারণ করেন বা মিথ্যাভাবে বর্ণনা করেন বা অন্যথায় কোনো ব্যক্তি বা সত্তার সাথে আপনার সম্পর্ককে ভুলভাবে উপস্থাপন করেন, তাহলে উক্ত নিষিদ্ধ, অন্যায়, অবৈধ ও অত্র সাইটের নীতি ও শর্তের বিরুদ্ধ কাজ করার সঙ্গে সঙ্গে আপনার সদস্য পদ বা ক্রয়/বিক্রয় আদেশ প্রদান করার অনুমতি সহ অত্র সাইটে আপনার বিচরন করার অনুমতি বাতিল হয়ে যাবে এবং “আড়ৎদারী ডটকম” আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার রাখেন এবং আপনার উক্তরুপ কাজ সহ সকল প্রকার অবৈধ ও অন্যায় কাজের জন্য আপনি আইনত দন্ডনীয় বটে।

4.  অত্র সাইট ব্যবহার করার মাধ্যমে আপনি এ মর্মে আরো অঙ্গীকার, স্বীকার, সম্মতি এবং নিশ্চয়তা প্রদান করছেন যে, অত্র সাইট ব্যবহার করার সময়, সাইন ইন, লগইন করার সময় বা যে কোন মন্তব্য বা রিভিউ করার সময় বা কন্টেন্টস প্রেরণ করার সময় আপনি কখনোই ফলস বা ফেইক নাম, ই-মেইল, মোবাইল বা ঠিকানা ব্যবহার করবেন না এবং তা দন্ডনীয় অপরাধ হিসাবে গন্য।আপনার যে কোন মন্তব্য বা রিভিউ বা কন্টেন্টস এর সাথে আপনার নাম প্রকাশ করার অধিকার “আড়ৎদারী ডটকম” কে আপনি প্রদান করেছেন।আপনার যে কোন পরামর্শ, রিভিউ বা মন্তব্য যা “আড়ৎদারী ডটকম”বরাবরে প্রেরণ করা হয়েছে তার উপর একমাত্র অধিকার “আড়ৎদারী ডটকম” এর, যা কখনোই ফেরৎযোগ্য নয়।

5.  “আড়ৎদারী ডটকম” এর অসংখ্য ভেন্ডারস/বিক্রেতাদের প্রায় সহস্রাধিক পন্য প্রতিদিন অত্র সাইটে বিক্রয়ের জন্য বা বিজ্ঞাপনের নিমিত্তে প্রদর্শনের জন্য তালিকাভূক্ত করা হয়, উক্ত তালিকাভূক্ত পন্য সমূহের উপর বিভিন্ন গ্রাহক ও ভিজিটরসদের বিভিন্ন লাইক, ডিজলাইক, মন্তব্য ও রিভিউ সহ প্রচুর কমেন্টস ও কন্টেন্টস প্রেরন করে থাকেন। বিক্রয়ের বা বিজ্ঞাপনের নিমিত্তে প্রদর্শিত উক্ত প্রতিটি পন্যের ছবি, ভিডিও, তথ্য, বিবরন এবং তার বিপরীতে প্রদত্ত মন্তব্য ও রিভিউ সহ প্রচুর কমেন্টস ও কন্টেন্টস বিষয়ে সচেতন এবং সজাগ থাকা সব সময় “আড়ৎদারী ডটকম” এর পক্ষে সম্ভব নয়। ফলে “আড়ৎদারী ডটকম” কর্তৃপক্ষ কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অভিযোগ বা দাবীর আলোকে উক্তরুপ পন্যের ছবি, ভিডিও, তথ্য, বিবরন এবং তার বিপরীতে প্রদত্ত মন্তব্য ও রিভিউ, কমেন্টস ও কন্টেন্টস বিষয়ে অভিযোগ ও দাবী যাছাই বাছাই করার জন্য একটি ”অভিযোগ বক্স” সেটআপ করার ব্যবস্থা করেছেন।

6.  যদি আপনি মনে করেন এবং বিশ্বাস করেন যে, সাইটের কোনো বিষয়বস্তু প্রতারণামূলক, অসৎ বা হীন উদ্দ্যেশ্যকর বা কোন প্রকার ফৌজদারি অপরাধ বা দন্ডনীয় অপরাধ মূলক বা কারো বিরক্তি, অসুবিধা বা অযাচিত উদ্বেগ বা উৎকন্ঠা সৃষ্টি কারক বা তাহার মালিকানাধীন নয় বা বেআইনি বা আপত্তিকর বা যৌনতা সংশ্লিষ্ট বা পর্নোগ্রাফিক বা জাতি, ধর্ম বা বর্ণ বিদ্বেষ সৃষ্টি কারক বা ঘৃণা সৃষ্টি কারক বা বিভ্রান্তিকর বা বানোয়াট বা অপমানজনক বা অশালীন বা হয়রানিমূলক বা নিন্দামূলক বা মানহানিকর বা অবমাননাকর বা অশ্লীল বা ভয়ঙ্কর বা গোপনীয় বা অন্য কোনো মালিকানা তথ্য বা অধিকার লঙ্ঘন কারক বা তৃতীয় পক্ষের জন্য ক্ষতি কারক বা অর্থ পাচার, মানী লন্ডারিং, মাল্টি লেভেল ব্যবসা, জুয়া বা লটারীর সাথে সম্পর্কিত বা তা বৃদ্ধ, নারী, শিশু, অসুস্থ্য, প্রতিবন্ধী বা অপ্রাপ্তবয়স্কদের জন্য ক্ষতি কারক বা স্বাস্থ্য সম্মত নয় বা বাংলাদেশের একতা, অখণ্ডতা, নিরাপত্তা বা সার্বভৌমত্ব বা বিদেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকি বা আপত্তিকর বা অন্যথায় যে কোনো উপায়ে বেআইনি বা রাজনৈতিক প্রচারণা বা রাজনৈতিক উদ্দ্যেশ্য মূলক বা যেকোনো "স্প্যাম" অবৈধ ও বেআইনী বা অন্যথায় যে কোনো উপায়ে বেআইনি; অথবা যেটিতে সফ্টওয়্যার ভাইরাস রয়েছে, তাহলে  অনুগ্রহ করে অবশ্যই আপনি আপনার নাম, ঠিকানা, ই-মেইল ও মোবাইল নম্বর উল্ল্যেখ পূর্বক লিখিতভাবে অবিলম্বে বিষয়টি অভিযোগ হিসাবে আনয়ন করে উক্ত আপত্তিকর বিষয় উত্থাপন কারীর নাম, ঠিকানা (ছবি, ভিডিও যদি থাকে) ও বর্ণনা সহ তাকে চিহ্নিত করার এবং আপত্তির সত্যতা যাছাই করার সুবিধার্থে সমূদয় ডকুমেন্টস সহ “আড়ৎদারী ডটকম” কে অবহিত করুন। আমরা অনতিবলিম্বে যুক্তিসঙ্গত যাছাই বাছাই এবং সময়ের মধ্যে উক্ত আপত্তিকর বিষয়বস্তু তদন্ত এবং অপসারণ করার জন্য প্রচেষ্টা গ্রহণ করব। লক্ষ্য রাখা আবশ্যক যে, আবশ্যকীয় তথ্য ও প্রমান ব্যতীত আপনার অভিযোগটি অবৈধ ও মিথ্যা হিসাবে গন্য করে তা সরাসরি খারিজ যোগ্য হবে।

7.  “আড়ৎদারী ডটকম” সকল পক্ষের মেধাস্বত্ত্ব এর প্রতি সমভাবে শ্রদ্ধাশীল। অত্র সাইটের “সমূদয় মেধাস্বত্ত্ব” এর মালিক ও অধিকারী হল “আড়ৎদারী ডটকম” যার ওয়েব সাইট হইল www.aarotdari.com এবং এই ক্ষেত্রে “মেধাসত্ত্ব” বলতে প্রচলিত আইনের নির্ধারিত সংজ্ঞার আলোকে “আড়ৎদারী” এর নামীয় যে কোনও নিবন্ধিত, নিবন্ধভুক্ত এবং নিবন্ধনের জন্য আবেদিত কপিরাইট, ট্রেডমার্ক, প্যাটেন্ট, ডিজাইন, গ্রাফিক্স, পেইজ বা সাইট লুকিং, স্ক্রিপ্ট, পলিসি, শর্ত সমূহ, সুনাম, সম্মান, ডিজাইন স্বত্ত্ব ও অধিকার, পরিষেবা চিহ্ন বা অন্য শিল্প বা বুদ্ধি বৃত্তিক সম্পত্তি ও অধিকার যে নামেই হোক সেই সকল কে বুঝাবে। আমাদের মালিকানাধীন উক্ত “মেধাসত্ত্ব” এমন কোনও পণ্য বা পরিষেবার সাথে এমন কোনও পদ্ধতিতে ব্যবহার করা যাবে না যা “আড়ৎদারী ডটকম” এর মালিকানাধীন পন্য বা পরিসেবা নয় এবং যার দ্বারা গ্রহাকের বা তৃতীয় পক্ষের নিকট “আড়ৎদারী ডটকম” এর মেধাস্বত্ত্বের বিষয়ে বিভ্রান্তির কারণ হতে পারে এবং যা গ্রাহক অথবা অন্য কোন তৃতীয় পক্ষের নিকট আমাদের জন্য অপমান বা অসম্মান জনক। অত্র সাইটে প্রদর্শিত অন্যান্য সমস্ত ট্রেডমার্কগুলি তাদের নিজ নিজ মালিকদের সম্পত্তি, যারা আমাদের দ্বারা অনুমোদিত গ্রাহক, ভেন্ডার, পার্টনার বা কোনভাবে আমাদের দ্বারা সংযুক্ত বা তারা আমাদের স্পনসর হতে পারে কিংবা নাও হতে পারে। অত্র সাইটের সম্পূর্ণ বিষয়বস্তু এবং কনটেন্ট বাংলাদেশের কপিরাইট আইন এবং আন্তর্জাতিক আইনের  অধীনে আমাদের একক মালিকানাধীন এবং আমাদের কপিরাইট হিসাবে সুরক্ষিত। সমস্ত অধিকার “আড়ৎদারী ডটকম” কর্তৃক সংরক্ষিত.

8.  যদি আপনি মনে করেন এবং বিশ্বাস করেন যে, অত্র সাইটের কোন গ্রাহক, ভেন্ডার বা পার্টনার আপনার মেধাস্বত্ত্বাধিকার লঙ্গন করছেন, তাহলে অবশ্যই অনুগ্রহ করে আপনি আপনার নাম, ঠিকানা, ই-মেইল ও মোবাইল নম্বর উল্ল্যেখ পূর্বক লিখিতভাবে অবিলম্বে বিষয়টি অভিযোগ হিসাবে আনয়ন উক্ত মেধাস্বত্ত্বাধিকার লঙ্গন কারীর নাম, ঠিকানা (ছবি, ভিডিও যদি থাকে) ও বর্ণনা সহ তাকে চিহ্নিত করার এবং অভিযোগের সত্যতা যাছাই করার সুবিধার্থে সমূদয় ডকুমেন্টস সহ “আড়ৎদারী ডটকম” কে অবহিত করুন। আমরা অনতিবলিম্বে যুক্তিসঙ্গত যাছাই বাছাই এবং সময়ের মধ্যে উক্ত অভিযোগের বিষয়টির সমাধান করার ব্যবস্থা করব। উল্ল্যেখ করা আবশ্যক যে, আবশ্যকীয় তথ্য ও প্রমান ব্যতীত আপনার অভিযোগটি অবৈধ ও মিথ্যা হিসাবে গন্য করে উহা সরাসরি খারিজ যোগ্য হবে এবং সেটি দন্ডনীয় অপরাধ হিসাবে গন্য হবে।

9.  “ব্রান্ডেড প্রডাক্ট” এর ক্ষেত্রে “আড়ৎদারী ডটকম” উক্ত “ব্রান্ডেড প্রডাক্ট বা পন্যের” উৎপাদক এর সাথে যে কোন একক ডিষ্ট্রিবিউটর এর মধ্যকার সম্পাদিত দ্বিপক্ষিয় চুক্তি বা প্রিন্সিপাল এর সাথে এর এজেন্ট এর মধ্যকার সম্পাদিত চুক্তি কে সম্মান করে থাকেন।তবে আইনের বিধান মোতাবেক উক্ত চুক্তি লঙ্গন কে মেধাস্বত্ত্বাধিকার লঙ্গন হিসাবে চিহ্নিত করার আইনত কোন সুযোগ নাই এবং চুক্তি বাস্তবায়ন করার জন্য “আড়ৎদারী ডটকম” পক্ষগনকে কোন ভাবে সাহায্য করতে পারে না এবং অন্য কোন তৃতীয় পক্ষকেও “আড়ৎদারী ডটকম” উক্ত চুক্তি লঙ্গনের জন্য অভিযুক্ত করতে পারে না। তবে উক্ত বিষয় নিষ্পত্তির জন্য পক্ষগণ তাদের পরষ্পরের বিরুদ্ধে আইনের আশ্রয় গ্রহণ করতে পারেন।

ডিজক্লেইমার: ক. আপনি এই মর্মে আরো অঙ্গীকার, স্বীকার, সম্মতি এবং নিশ্চয়তা প্রদান করছেন যে, আপনি আপনার নিজস্ব জ্ঞান, বুদ্ধি ও প্রজ্ঞা দিয়ে সম্পূর্ণ স্বেচ্ছায় ও স্বজ্ঞানে এবং অন্যের বিনা অনুরোধে এবং কোন প্রকার লোভ এর বশবর্তী না হয়ে অত্র সাইটের প্রদর্শিত পন্য ক্রয়/বিক্রয় এবং পন্য ও সেবা মূল্য পরিশোধ করার জন্য চুক্তি করছেন, ক্রয়/বিক্রয় আদেশ দিচ্ছেন, পন্যের বিবরন, ছবি, ভিডিও, কনটেন্ট আপলোড করছেন, আপনার এবং আপনার প্রতিষ্ঠানের এবং আবশ্যকীয় ক্ষেত্রে ব্যাংকের তথ্য আপলোড করছেন, অত্র সাইট অ্যাক্সেস করছেন, বিভিন্ন পরিষেবাগুলি গ্রহণ করছেন, কমেন্ট ও রিভিউ করছেন, আপনার নিজের ইচ্ছায় ও ঝুঁকিতে লেনদেন করছেন এবং আপনি দেশের প্রচলিত আইনের মধ্যেই সমূদয় কাজ করছেন এবং আপনি ঐ সকল কাজ করার জন্য যোগ্য এবং আইনগত অধিকারী এবং “আড়ৎদারী ডটকম” বা এর নিয়ন্ত্রিত কর্তৃপক্ষ এর জন্য কোনভাবেই দায়ী নয়।

খ. আপনি এই মর্মে আরো অঙ্গীকার, স্বীকার, সম্মতি এবং নিশ্চয়তা প্রদান করছেন যে, অত্র সাইটের কোন ভেন্ডার বা বিক্রেতা, উৎপাদক, আমদানীকারক বা সাপ্লাইয়ার এর কোন বক্তব্য, বিবরন, কনটেন্ট, কাজ বা নিষ্ক্রিয়তা, আচরন, শর্ত পালন বা ভঙ্গ  বা অঙ্গিকার/নিশ্চয়তা প্রদান বা ভঙ্গ করা, গ্যারান্টি বা ওয়ারেন্টি বা বিশ্বাস/চুক্তি ভঙ্গের জন্য (যা উক্তরুপ ভেন্ডার বা বিক্রেতা, উৎপাদক, আমদানীকারক বা সাপ্লাইয়ার কর্তৃক গ্রাহক বা ক্রেতা বা সাইট ব্যবহারকারীকে পন্য ক্রয় আদেশ বা সেবা গ্রহণ করার সময় প্রকাশ্যে বা গোপনে প্রদান করা হচ্ছে ) “আড়ৎদারী ডটকম” কোন ভাবেই দায়ী হবে না এবং “আড়ৎদারী ডটকম” বা এর নিয়ন্ত্রিত কর্তৃপক্ষ উক্তরুপ দায় দায়িত্ব সরাসরি অস্বীকার করেন। অধিকন্তু “আড়ৎদারী ডটকম” আপনার এবং পণ্যের বিক্রেতা, আমদানীকারক, উৎপাদক ও সাপ্লাইয়ারদের মধ্যে কোনো বিরোধ বা মতানৈক্যের মধ্যস্থতা বা সমাধান করবে না। পেমেন্ট গেটওয়ে, পরিবহন, তথ্য, প্রযুক্তি সেবা সহ অত্র সাইটে তালিকাভুক্ত অন্য কোনো পরিষেবা প্রদানকারীর পরিষেবাগুলি বা কোনো কাজ, বিবরন, ওয়ারেন্টি, বিশ্বাস বা চুক্তি ভঙ্গ বা যে কোন প্রকার নিষ্ক্রিয়তার জন্যও “আড়ৎদারী ডটকম” কোনভাবেই দায়বদ্ধ বা দায়ী থাকবেন না।

গ. “আড়ৎদারী ডটকম” প্রকাশ্যভাবে আরো ঘোষনা করছে যে, প্রদর্শিত পন্য, পণ্যের ছবি, ভিডিও, বিবরন, স্পেসিফিকেশন, পণ্যের মূল্য, পন্যের গুনগত মান, উপযুক্ততা, যথার্থতা, নির্ভরযোগ্যতা, পরিপূর্ণতা, সময়োপযোগীতা, কর্মক্ষমতা, নিরাপত্তা, ব্যবসায়িক গ্রহণযোগ্যতা, পণ্যের একটি নির্দিষ্ট উদ্দেশ্যে গ্রহণযোগ্যতা বা তালিকাভুক্ত বা প্রদর্শিত বা লেনদেন করা পণ্যগুলির বৈধতার বিষয়ে কোনও ওয়ারেন্টি বা গ্যারান্টি (প্রকাশ্য বা অপ্রকাশ্য যাই হোক না কেন) দিচ্ছেনা।যদিও “আড়ৎদারী ডটকম” প্রদর্শিত পন্য, পণ্যের ছবি, ভিডিও, বিবরন, স্পেসিফিকেশন, পণ্যের মূল্য সহ আবশ্যকীয় বিষয় সমূহকে উহার ভুল এড়িয়ে সঠিকভাবে উপস্থাপনের জন্য সতর্কতা অবলম্বন করছে। (বিস্তারিত জানার জন্য ওয়ারেন্টি নীতি দেখুন।

ঘ. “আড়ৎদারী ডটকম” প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অত্র সাইটে কোন পণ্য বিক্রয় বা ক্রয়কে সমর্থন করে না।অধিকন্তু অত্র সাইটের মাধ্যমে কোন পন্য বিক্রয়ের জন্য প্রদর্শন করা বা উক্ত পন্য বিক্রয় করার সংক্রান্ত অধিকার, স্বত্ত্বা ও স্বার্থ কোনভাবেই “আড়ৎদারী ডটকম” এর উপর বর্তায় না এবং অত্র সাইটের মাধ্যমে পন্য বিক্রয়ের এবং লেনদেনের ক্ষেত্রে “আড়ৎদারী ডটকম” এর কোনই বাধ্যবাধকতা বা দায় থাকবে না।

ঙ. “আড়ৎদারী ডটকম” বা তাহার সহযোগী প্রতিষ্ঠান ব্যতীত অন্য ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানী অত্র মার্কেটপ্লেস ব্যবহার করে দোকান, স্টোর, গোডাউন, সোল ডিষ্ট্রিবিউটরশিপ, ডিষ্ট্রিবিউটরশিপ, ডিলারশিপ বা এজেন্সীশিপ পরিচালনা করতে পারবেন এবং এর মাধ্যমে পন্য বা সেবা ক্রয় বা বিক্রয় করতে পারেবন বা পন্য বিক্রয়ের জন্য উপস্থাপন করতে পারবেন এবং পন্য ক্রয় বা বিক্রয়ের জন্য প্রস্তাব প্রদান করতে পারবেন, পন্য ডেলিভারী করতে পারবেন, পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বা ক্যাশ অন ডেলিভারী বা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পন্যের মূ্ল্য পরিশোধ করতে পারবেন। “আড়ৎদারী ডটকম” কেবলমাত্র এক্ষেত্রে অনুমোদিত ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানী কে ব্যবসা সংক্রান্ত এবং ব্যবসায়িক কাজ সম্পাদনের জন্য আবশ্যকীয় লিংক সুবিধা বা লিংকের তথ্য প্রদান করে থাকেন।

চ. “আড়ৎদারী ডটকম” উক্ত ব্যবসা সংক্রান্ত আবশ্যকীয় লিংক বা উক্ত ওয়েব সাইট সমূহের যাছাই বাছাই বা এর মূল কন্টেন্টস বা বিষয় বা এর সত্যতা বা মিথ্যাত্ব বা বৈধতা বা অবৈধতা যাছাই করার জন্য দায়বদ্ধ না। উক্ত বিষয়ে যাছাই বাছাই করার দায়িত্ব এবং কর্তব্য হল আপনার। “আড়ৎদারী ডটকম” উক্ত লিংক বা উক্ত ওয়েব সাইট সমূহের মূল কন্টেন্টস বা বিষয় বা এর সত্যতা বা মিথ্যাত্ব বা বৈধতা বা অবৈধতার বিষয়ে কোন স্বীকৃতি বা অনুমোদন বা নিশ্চয়তা বা গ্যারান্টি বা ওয়ারেন্টিও প্রদান করে না। “আড়ৎদারী ডটকম” উক্ত লিংক, ওয়েব সাইট বা অন্য কোন তৃতীয় পক্ষের কাজ, কর্ম, বিশ্বাস যোগ্যতা এবং বিষয়বস্তুর বিষয়ে কোন দায় দায়িত্ব গ্রহণ করবে না এবং দায়বদ্ধ নয়।

ছ. আপনি সাবধানতার সাথে উক্ত লিংকও ওয়েব সাইট বা যে কোন তৃতীয় পক্ষের গোপনীয়তা নীতি, টার্মস এবং কন্ডিশন্স সহ অন্যান্য শর্ত ও নীতিমালা সমূহ অত্যন্ত সতর্কতার সাথে যাছাই বাছাই করে উক্ত লিংক ও ওয়েব সাইট সমূহ ব্যবহার করবেন, কারন উহার লাভ ও ক্ষতির একমাত্র দায় সম্পূর্ণরুপে আপনার। আপনার কোন লেনেদেনের সাথে কোন তৃতীয় পক্ষ সম্পৃক্ত হয়েছে কিনা উক্ত বিষয়ে আপনিই ভালভাবে অবগত থাকেন। “আড়ৎদারী ডটকম” কেবলমাত্র তার নিকট রক্ষিত তথ্য দিয়ে আপনাকে আবশ্যকীয় ক্ষেত্রে সাহায্য করতে পারে।

জ. আপনি এই মর্মে আরো অঙ্গীকার, স্বীকার, সম্মতি এবং নিশ্চয়তা প্রদান করছেন যে, “আড়ৎদারী ডটকম” আপনার সাথে ই-মেইল, এসএমএস, ফোন কল বা সাইটে নোটিশ পোস্ট করার মাধ্যমে বা অন্য যেকোন এনালগ বা ডিজিটাল পদ্ধতিতে যোগাযোগ করতে পারবে এবং চুক্তি ভিত্তিক কাজ সম্পন্ন করা, ক্রয় বা বিক্রয় আদেশ বাস্তবায়ন করা, যে কোন অভিযোগের প্রতিকার বা নতুন তথ্য বা বিশেষ অফার বা অন্য কোন আবশ্যকীয় উদ্দেশ্যে আপনি “আড়ৎদারী ডটকম” কাছ থেকে যোগাযোগ ও নিত্য নতুন বা আবশ্যকীয় তথ্য পেতে সম্মত আছেন।

ঝ. আপনি এই মর্মে আরো অঙ্গীকার, স্বীকার, সম্মতি এবং নিশ্চয়তা প্রদান করছেন যে, “আড়ৎদারী ডটকম” কোনো গ্রাহক, ক্রেতা বা বিক্রেতার ব্যবসায়িক বা ব্যক্তিগত লাভ বা ক্ষতির দায় দায়িত্ব বহন করবে না এবং “আড়ৎদারী ডটকম” বিক্রেতা বা ক্রেতার লেনদেনের বিপরীতে আদায়যোগ্য রাজস্ব, ট্যাক্স বা ভ্যাট, মুসক সহ যে কোন প্রকার সরকারী, আধা সরকারী বা স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের, পরিসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বা কোন কর্পোরেট প্রতিষ্ঠান, কোম্পানী, ব্যক্তি বা অন্য যে কোন প্রকার আইনগত ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোন তৃতীয় পক্ষের কোন পাওনা বা দাবী বা ক্ষতিপূরনের জন্য দায়বদ্ধ হবে না এবং তার সম্পূর্ণ দায় বা দায়িত্ব গ্রাহক, ক্রেতা, বিক্রেতা বা ভেন্ডারস, বিজ্ঞাপন দাতা বা পরিসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের উপর বর্তায়। আপনি এই মর্মে আরো অঙ্গীকার, স্বীকার, সম্মতি এবং নিশ্চয়তা প্রদান করছেন যে গ্রাহক, ক্রেতা, বিক্রেতা বা ভেন্ডারস, বিজ্ঞাপন দাতা বা পরিসেবা প্রদানকারী প্রতিষ্ঠান সহ সকল তৃতীয় পক্ষের যে কোন বা সকল প্রকার কাজ হতে উদ্ভূত আর্থিক যে কোন এবং সমূদয় লেনদেন হতে উদ্ভূত দায় ও দায়িত্ব হতে “আড়ৎদারী ডটকম” সম্পূর্ণভাবে নির্দায় এবং নিষ্কন্টক থাকবে এবং রইল।

ঞ. যদি “আড়ৎদারী ডটকম” এর শর্ত সমূহ এবং নীতিমালা সমূহের মধ্যে কোনও এক বা একাধিক শর্ত বা নীতি অবৈধ, অকার্যকর বা আইনত শুরুতেই বাতিল হিসাবে গন্য হয় কিংবা কোন যুক্তি সঙ্গত কারনে অপ্রয়োগযোগ্য হয়, তবে কেবল সেই শর্ত বা নীতিটাই অবৈধ, অকার্যকর বা বাতিল হিসাবে গন্য হবে এবং এর জন্য সমূদয় শর্তাবলী বা নীতিমালা সমূহ অবৈধ, অকার্যকর বা বাতিল হবে না এবং অন্য শর্তাবলীর বা নীতিমালা সমূহের বৈধতা এবং প্রয়োগযোগ্যতাও উহার দ্বারা কোন ভাবেই প্রভাবিত হবে না। বিলম্ব, ব্যর্থতা, বিরোধ এবং উহার নিষ্পত্তি: আপনি আরো অঙ্গীকার, স্বীকার এবং নিশ্চয়তা প্রদান করছেন যে, যদি আপনার সাথে কোন বিক্রেতা, পরিসেবা প্রদানকারী প্রতিষ্ঠান বা সেবা গ্রহণ কারী ও প্রদানকারীর মধ্যে কোন বিরোধ দেখা দেয় তাহলে অবশ্যই সর্বপ্রথম পক্ষগনের মধ্যকার বিরোধ বাংলাদেশে বিদ্যমান আরবিট্রেশন আইনের আলোকে আরবিট্রেশন এর মাধ্যমে নিষ্পত্তি করতে হবে এবং এক্ষেত্রে আরবিট্রেটর এর সিদ্ধান্তই চূড়ান্ত হিসাবে গন্য হবে। অত:পর আরবিট্রেশন এর মাধ্যমে উক্ত বিরোধ নিষ্পত্তি করা সম্ভব না হলে বাংলাদেশের বিদ্যমান আইনের আলোকে বাংলাদেশের আঞ্চলিক এখতিয়ার সম্পন্ন  আরবিট্রেশন আদালতের মাধ্যমে উক্ত বিরোধ নিষ্পত্তি করতে হবে। অত্র সাইটের শর্ত সমূহের আলোকে “আড়ৎদারী ডটকম” এর যে সকল আইনগত বাধ্যবাধকতাগুলি রয়েছে “আড়ৎদারী ডটকম” উক্ত আইনগত বাধ্যবাধকতা সমূহ অবশ্যই যথা সময়ে, যথা নিয়মে এবং যথাযথভাবে প্রতিপালন করতে বদ্ধ পরিকর। তবে যদি উক্ত আইনগত বাধ্যবাধকতা সমূহ মেনে চলতে কোনও বিলম্ব বা ব্যর্থতা দেখা দেয় এবং যদি উক্ত বিলম্ব বা ব্যর্থতা এমন কোনও কারণে ঘটে যার পিছনে যথেষ্ট যুক্তি সঙ্গত কারন আছে বা তার যুক্তিসঙ্গত  নিয়ন্ত্রণ “আড়ৎদারী ডটকম” এর হাতে নয় তবে তার জন্য কোনভাবেই “আড়ৎদারী ডটকম” বা তার সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ দায়ী হবে না। অত্র সাইটের শর্তসমূহ এবং নীতিমালা মান্য করার বাধ্যবাধকতা এবং তা লঙ্গনের দায়: আপনি এই মর্মে আরো অঙ্গীকার, স্বীকার, সম্মতি এবং নিশ্চয়তা প্রদান করছেন যে, আপনার সাথে ভিন্নতর কোন লিখিত চুক্তি না থাকলে অত্র সাইট ব্যবহার করার সময় এবং অত্র সাইট হতে যে কোন প্রকার পরিসেবা গ্রহণ করার সময় “আড়ৎদারী ডটকম” এর যে সকল শর্ত ও নীতিমালা বহাল বা বিদ্যমান থাকবে আপনি সে সকল শর্তসমূহ এবং নীতিমালা প্রতিপালন করতে আইনত এবং ন্যায়ত বাধ্য এবং আপনি সে সকল শর্তসমূহ এবং নীতিমালার আলোকেই “আড়ৎদারী ডটকম” এর সাইট ব্যবহার করার এবং অত্র সাইট হতে “আড়ৎদারী ডটকম” এর প্রদত্ত পরিসেবা গ্রহণ করার জন্য সম্মত আছেন।    আপনি এই মর্মে আরো অঙ্গীকার, স্বীকার এবং নিশ্চয়তা প্রদান করছেন যে, একটি ব্যক্তি মালিকানাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসাবে “আড়ৎদারী ডটকম” অবশ্যই তার নিজস্ব যুক্তিসঙ্গত পলিসি ও বিবেচনার আলোকে ব্যবসায়িক উদ্দেশ্য বাস্তবায়নের ও পূরনের লক্ষ্যে দেশের বিদ্যমান আইনের ভিত্তিতে নিজস্ব ব্যবসা পরিচালনা করার অধিকারী।আপনি আরো অঙ্গীকার ও স্বীকার করছেন যে,  যদি আপনি “আড়ৎদারী ডটকম” এর সাইটে উল্ল্যেখিত কোন এক বা একাধিক শর্ত বা নীতি লঙ্গন করে থাকেন তাহলে একটি ব্যক্তি মালিকানাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসাবে “আড়ৎদারী ডটকম” অবশ্যই আপনার বিরুদ্ধে আইনগত প্রতিকার গ্রহণ করার অধিকারী। কিন্তু যদি আপনার উক্ত শর্ত বা নীতি লঙ্গন করার পরও “আড়ৎদারী ডটকম” আপনার বিরুদ্ধে তখনো কোন আইনগত পদক্ষেপ গ্রহণ না করে থাকেন, তাহলেও “আড়ৎদারী ডটকম” এর উক্ত আইনগত প্রতিকার গ্রহণ করার অধিকার ক্ষুন্ন হবে না, “আড়ৎদারী ডটকম” এখনো বা যে কোন সময় আপনার বিরুদ্ধে উক্ত উল্ল্যেখিত শর্ত ও নীতি ভঙ্গের কারনে আইনগত প্রতিকার গ্রহণ করার এবং আইনগত ব্যবস্থা প্রহণ করার অধিকার রাখেন।  অন্য যে কোনো আইনি বা ন্যায়সঙ্গত প্রতিকার ব্যতিরেকেই “আড়ৎদারী ডটকম” আপনাকে যে কোন প্রকার পূর্বাপর নোটিশ প্রদান ব্যতীতই উপরোক্ত শর্তাবলী বা অত্র সাইটের অন্যান্য শর্তাবলী সমূহে উল্ল্যেখিত শর্তসমূহ হতে এক বা একাধিক বা আবশ্যকীয় শর্ত সমূহ যে কোন সময় বা অবিলম্বে বাতিল করতে পারে এবং/বা আবশ্যকীয় ক্ষেত্রে “আড়ৎদারী ডটকম” এর উপরোক্ত শর্তাবলী বা অন্যান্য শর্তাবলী সমীহ বা নীতিমালা সমূহের আলোকে অত্র সাইটে বিচরন ও অত্র সাইট ব্যবহার সহ আপনাকে প্রদত্ত আংশিক, যে কোনো বা সমস্ত অধিকার প্রত্যাহার করতে পারেন এবং আপনার চুক্তি বা চুক্তি সমূহ বাতিল করতে পারেন। উক্ত অধিকার বাতিল দ্বারা এই চুক্তির সমাপ্তির তারিখের আগের উদ্ভূত পক্ষ সমূহের সংশ্লিষ্ট অধিকার এবং বাধ্যবাধকতা সমূহের উপর কোন প্রভাব পরবে না। আপনি আরও স্বীকার ও অঙ্গীকার করছেন যে, উক্তরুপ ভাবে  কোনো চুক্তি বাতিল বা প্রত্যাহার বা স্থগিতাদেশ হলে এর ফলে আপনার বা অন্য কোনো ব্যক্তির কাছে বা অন্য কোন তৃতীয় পক্ষের নিকট “আড়ৎদারী ডটকম” দায়বদ্ধ থাকবে না। “আড়ৎদারী ডটকম” এর সাইট বিচরন,  পরিচালনার, ব্যবহারে বা পরিসেবা গ্রহণের ক্ষেত্রে আপনি যদি অত্র সাইটে উল্ল্যেখিত শর্ত সমূহ, প্রাইভেট পলিসি, অন্যান্য পলিসি, নিয়ম, নীতি বা নির্দেশিকা প্রতিপালনে অপারগ হন বা উক্ত শর্ত সমূহ প্রতিপালন করতে অসন্তুষ্ট হন বা বিরক্ত হন তবে আপনার একমাত্র এবং একচেটিয়া প্রতিকার হল অত্র সাইটটি আপনার ব্যবহার না করা বা অত্র সাইট ব্যবহার বন্ধ করা। আপনি এই মর্মে আরো অঙ্গীকার, স্বীকার এবং নিশ্চয়তা প্রদান করছেন যে, অপনার দ্বারা অত্র সাইট ব্যবহার করার কারনে বা অত্র সাইট ব্যবহার করার সময় আপনার কোন বক্তব্য, আচার, আচরন বা কাজের মাধ্যমে যদি রাষ্ট্র, সরকার, জনগন, সার্বভৌমত্ব, আইন, সংবিধান, সমাজ, ব্যক্তি, প্রতিষ্ঠান, জাতি, বর্ণ, ধর্ম, ধর্মীয় গোষ্ঠী বা গোত্রের কোন প্রকার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় বা অন্য কোন প্রকার ক্ষতি সম্পাদিত হয় বা কোন বেআইনী বা অবৈধ কাজ হয় বা কোন অনৈতিক কার্য্য সম্পন্ন হয় তাহলে এর সম্পূর্ণ দায় এবং দায়িত্ব কেবলমাত্র আপনার উপরই বর্তায় এবং আপনার উক্তরুপ কাজ বা কোনরুপ বেআইনী, অবৈধ, বিদ্বেষপূর্ণ বা অনৈতিক এর দায় কোনভাবেই “আড়ৎদারী ডটকম” বা এর নিয়ন্ত্রন কর্তৃপক্ষ বা দায়িত্ব প্রাপ্ত ব্যক্তির উপর বর্তাবে না এবং “আড়ৎদারী ডটকম” কখনোই এর জন্য দায়ী হবে না এবং আপনি আপনার উক্তরুপ বেআইনী, অবৈধ, বিদ্বেষপূর্ণ বা অনৈতিক কাজের জন্য “আড়ৎদারী ডটকম” বা এর নিয়ন্ত্রন কর্তৃপক্ষ বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বরাবরে আইনানুগ এবং আবশ্যক ক্ষতিপূরণ দিতে বাধ্য।  ভেন্ডারস বা বিক্রেতা সাধারনের জণ্য বিশেষ শর্ত সমূহ:  “আড়ৎদারী ডটকম” এর সকল ভেন্ডারস বা বিক্রেতাগণ অবশ্যই তাদের ব্যবসা সর্বোত্তম সততা, নিষ্ঠা, নীতি এবং আদর্শের সাথে পরিচালনা করবেন এবং উক্ত নীতি এবং আদর্শ “আড়ৎদারী ডটকম” এর ভেন্ডারস বা বিক্রেতাগণের নিয়োজিত সকল কর্মচারীদের দ্বারা ও প্রতিপালিত হতে হবে এবং সকল প্রকার হুমকী, ধমকী, ঘুষ, মুনাফাখোরী, মজুৎদারী বা দুর্নীতি কে সম্পর্ণরুপে পরিত্যাগ করতে হবে। সকল প্রকার ঘুষ চাওয়া, প্রদান করা, ঘুষের প্রস্তাব করা, ঘুষের মধ্যস্থতা করা এবং পরামর্শ প্রদান করা সম্পূর্ণ এবং কঠোরভাবে নিষিদ্ধ। সকল ভেন্ডারস বা বিক্রেতাগণ অবশ্যই নিশ্চিত করবেন যে, তাদের দোকান বা প্রতিষ্ঠানে সকল প্রকার শিশুশ্রম এবং জবরদস্তিমূলক শ্রম সম্পূর্ণরুপে নিষিদ্ধ। সমস্ত উৎপাদক, আমদানীকারক, সাপ্লাইয়ার, খুচরা ও পাইকারী ব্যবসায়ী শিশুশ্রম এবং জবরদস্তিমূলক শ্রম সম্পূর্ণরুপে নিষিদ্ধ করবেন এবং শিশুশ্রম এবং জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধ করতে একে অপরকে উৎসাহীত করবেন এবং শ্রমিক নিয়োগ, তাদের শ্রম, শ্রম সময়, কর্ম পরিবেশ, পরিবেশ দুষণ, স্বাস্থ্যবিধি প্রতিপালন, অন্যান্য আইনগত সুবিধাদী এবং মজুরী সহ সকল বিষয়ে আন্তর্জাতিক আইন ও নীতি, রাষ্ট্রীয় সংবিধান, শ্রম আইন সহ দেশের প্রচলিত সমস্ত আইন মান্য করার জন্য বাধ্য থাকবেন এবং যথাযথ ভাবে তা প্রতিপালন করবেন। তাদের সকল কর্মচারী ও শ্রমিকের সম্মান, মর্যাদা রক্ষা করবেন, স্বাস্থ্য এবং নিরাপত্তার যাবতীয় বিষয় সুনিশ্চিত করবেন, প্রতিষ্ঠান এবং কারখানায় কর্মচারীগণের সুন্দর শ্রম পরিবেশ নিশ্চিত করবেন এবং তাদের শ্রম পরিবেশ কে সকল প্রকার শারীরিক, মানসিক, মৌখিক, যৌন হয়রানি মূলক, বিরক্তিকর ও ক্ষতিকর অবস্থা হতে মুক্ত রাখবেন এবং সকল দোকান, প্রতিষ্ঠান এবং কারখানা অসম্মান এবং অমর্যাদা জনক শ্রম পরিবেশ সম্পূর্ণরুপে বর্জন করবেন।সকল ক্ষেত্রে “আড়ৎদারী ডটকম” এর প্ল্যাটফর্মের সকল উৎপাদক, আমদানীকারক, সাপ্লাইয়ার, খুচরা ও পাইকারী ব্যবসায়ী “আড়ৎদারী ডটকম” কর্তৃক নির্ধারিত বা দেশ এবং আন্তর্জাতিক আইনের আলোকে প্রতিষ্ঠিত যে কোন প্রতিষ্ঠান বা সংস্থার নির্ধারিত স্ট্যান্ডার্টস মান রক্ষা করবেন এবং আবশ্যকীয় ক্ষেত্রে বা যে কোন সময় “আড়ৎদারী ডটকম” এর নিজস্ব টিম বা তার কর্তৃক নিযুক্ত যে কোন তৃতীয় পক্ষ “আড়ৎদারী ডটকম” এর প্ল্যাটফর্মের সকল বা যে কোন উৎপাদক, আমদানীকারক, সাপ্লাইয়ার, খুচরা ও পাইকারী ভেন্ডারগণ এর প্রতিষ্ঠান যে কোন সময় পর্যবেক্ষণ বা যাছাই বাছাই করার জন্য তদন্ত, অনুসন্ধান, অডিট বা নিরীক্ষণ করতে পারবেন এবং সকল উৎপাদক, আমদানীকারক, সাপ্লাইয়ার, খুচরা ও পাইকারী বিক্রেতা বা ভেন্ডারগণ উক্ত পরিদর্শন বা এর সহিত সংশ্লিষ্ট সকল তথ্য সমূহ গোপনীয় হিসাবে মান্য করে তা গোপন রাখতে বাধ্য রইলেন। পন্যের মালিকানা, আটক পন্য, উহার প্যাকেটজাত করন, শিপিং, পরিদর্শন এবং আদেশের চূড়ান্ততাঃ- বিক্রেতা বা ভেন্ডার আরো অঙ্গীকার ও স্বীকার করছেন যে, বিক্রয়কৃত পন্য উহার ক্রেতা বা গ্রাহকের নিকট পৌছানোর পূর্ব পর্যন্ত উহার একমাত্র এবং একচ্ছত্র স্বত্ত্ববান ও মালিক হলেন বিক্রেতা বা ভেন্ডার এবং উক্ত বিক্রয়কৃত পন্য ক্রেতা বা গ্রাহকের নিকট পৌছিয়ে দেওয়ার সাথে সাথে উহার একচ্ছত্র ও একমাত্র মালিক হবেন ক্রেতা বা গ্রাহক। কিন্তু যে ক্ষেত্রে বিক্রিত পন্য কোন ক্রেতা বা গ্রাহকের দ্বারা প্রত্যাবর্তিত বা প্রত্যাখ্যাত হয় সে ক্ষেত্রে উক্ত বিক্রিত পণ্যটির একচ্ছত্র স্বত্ত্ব ও মালিকানা উক্ত পন্যটি প্রত্যাবর্তন বা প্রত্যাখ্যানের সাথে সাথেই বিক্রেতার কাছে প্রত্যাবর্তন করবে এবং ফিরে যাবে। উক্ত পন্যের স্বত্ত্ব ও মালিকানা কখনোই “আড়ৎদারী ডটকম” এর উপর বর্তাবে না। পন্যের প্যাকেটজাত করন এবং শিপিং এর দায় ও ভেন্ডারস বা বিক্রেতার। যখন পরিবহন চার্জ সহ ভেন্ডারস বা বিক্রেতার শর্ত মোতাবেক পন্যের সমূদয় বা আংশিক মূল্য ক্রেতা বা গ্রাহক বিক্রেতা বরাবরে পরিশোধ করেন তখন ক্রেতার ক্রয় আদেশ চূড়ান্ত এবং যখন পন্য ডেলিভারী প্রদান করত: উক্ত পন্যের পরিবহন চার্জ সহ সমূদয় মূল্য  বা বিক্রেতা বরাবরে গ্রাহক হতে “আড়ৎদারী ডটকম” কর্তৃক সংগ্রহ করার পর উহার কমিশন এবং ভ্যাটসহ অন্যান্য ফিস কর্তন করত: বিক্রেতার পাওনা পন্য মূল বিক্রেতা বরাবরে পরিশোধ করা হবে তখন অত্র সাইটে প্রদত্ত বিক্রেতা বা ভেন্ডরস এর “বিক্রয় আদেশ” চূড়ান্ত হিসাবে গন্য হবে। বিক্রেতা বা ভেন্ডার আরো অঙ্গীকার ও স্বীকার করিছেন যে, আবশ্যকীয় ও প্রয়োজনী কাগজপত্রের অভাবে বা দেশের প্রচলিত আইনের আলোকে দেশের আইন ও শান্তিশৃঙ্খলা বাহিনী কর্তৃক কোন পন্য বে-আইনী গন্যে আটক করলে বা কোন পন্য জব্দ করলে “আড়ৎদারী ডটকম” বা তৃতীয় পক্ষ পরিবহনকারী বা তৃতীয়পক্ষ পরিসেবা দানকারী উক্ত আটকের জন্য সৃষ্ট ক্ষতি বা উক্ত আটককৃত পন্যের জন্য কোনভাবেই দায়বদ্ধ হবে না এবং থাকবেন না । বিক্রেতা বা ভেন্ডার আরো অঙ্গীকার ও স্বীকার করিতেছেন যে, “আড়ৎদারী” বা তৃতীয়পক্ষ পরিবহনকারী বিক্রেতাকে কোনরুপ অগ্রিম নোটিশ প্রদান না করেই  যে কোন শিপমেন্ট এর জন্য প্যাকেটজাতকৃত পন্য বা শিপমেন্টকৃত পন্য এবং উহার বিবরন সহ যাবতীয় তথ্য যাছাই বাছাই করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে ও পরিদর্শন করতে পারবেন। তবে উক্ত পরিদর্শন করার জন্য “আড়ৎদারী ডটকম” বা তৃতীয়পক্ষ পরিবহনকারী বা অন্য সেবা দানকারী কখনোই বাধ্য নয়। ক্রয়ের জন্য আদেশকৃত পন্যের এবং তার বিবরনের বিষয়ে সুনিশ্চিত হওয়ার জন্য বিক্রেতা বা ভেন্ডারই একমাত্র দায়বদ্ধ এবং তার বিষয়ে “আড়ৎদারী ডটকম” কখনোই দায়বদ্ধ হবে না। সঠিক পন্য ক্রেতা বরাবরে শিপমেন্টের ও বিতরনের জন্য পাঠানো হয়েছে কিনা উহা নিশ্চিত হওয়ার একমাত্র দায়িত্ব বিক্রেতা বা ভেন্ডারের, উহার জন্য “আড়ৎদারী ডটকম” বা তৃতীয় পক্ষ পরিবহনকারী বা অন্য সেবা দানকারী কখনো এবং কোনভাবেই দায়বদ্ধ হবে না।  বিক্রেতা বা ভেন্ডার আরো অঙ্গীকার ও স্বীকার করছেন যে, ক্রেতা বরাবরে বিক্রয়ের জন্য পার্শ্বেলকৃত সকল পন্যই দেশের ও আন্তর্জাতিক আইনের আলোকে নির্ধারিত পন্থায় ও নির্দিষ্ট ফর্মে ও ছকের আলোকে আবশ্যকীয় ডকুমেন্টস সহ পার্শ্বেল করা হবে।  ক্রেতা স্বার্থ রক্ষার নীতি:- ক্রেতা বা গ্রাহক কর্তৃক পন্য ক্রয় করার জন্য পণ্যের ট্রন্সপোর্ট ফিস সহ পন্যের মূল্য পরিশোধ করার পরে ক্রেতার স্বার্থ রক্ষার নিমিত্তে “আড়ৎদারী ডটকম” কর্তৃক সু‍নির্দিষ্টকৃত নীতি সমূহ এবং ভোক্তা অধিকার আইনের অধীন রক্ষিত নীতি এবং ক্রেতা বা গ্রাহক এর আইন দ্বারা অর্জিত স্বার্থ বা দেশের প্রচলিত আইনের বিধান মোতাবেক ক্রেতার আনুষঙ্গিক অধিকার রক্ষা করতে ভেন্ডার বা বিক্রেতাগণ আইনত এবং ন্যায়ত বাধ্য বটে। অধিকন্তু “গ্রাহক সেবা মাস” বা ধর্মীয় সেবা মাস অর্থাৎ “রমজান” মাস এর প্রতি সম্মান প্রদর্শন পূর্বক তুলনা মূলকভাবে কম মুনাফায় ক্রেতা বা গ্রাহক কে অধিকতর বা বেশী সুবিধা প্রদান করার নীতিও ক্রেতা স্বার্থ রক্ষার নীতি হিসাবে মান্য করতে ভেন্ডার বা বিক্রেতাগণ বাধ্য বটে।  নিরাপত্তা সংক্রান্ত: আমাদের ওয়েব পোর্টালের মাধ্যমে (অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই) সম্মানিত বিক্রেতা, গ্রাহক, ব্যবহারকারীগণের প্রেরিত এবং তাহাদের জমা দেওয়া যেকোনো তথ্য আইন অনুযায়ী রক্ষা করার জন্য এবং উক্ত তথ্য সমূহের ক্ষতি, অপব্যবহার এবং অননুমোদিত অ্যাক্সেস, প্রকাশ, পরিবর্তন বা ধ্বংসের বিরুদ্ধে এবং উক্ত তথ্য সমূহকে রক্ষা করার জন্য আমরা  সর্বাত্মক উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করি এবং সাধ্যমত সমস্ত যুক্তিসঙ্গত পদক্ষেপ নিয়ে থাকি। এই প্রচেষ্টা সত্ত্বেও, আমরা যে নেটওয়ার্ক, সিস্টেম, সার্ভার, ডিভাইস এবং ডেটাবেসগুলি পরিচালনা করি বা আমাদের পক্ষ থেকে পরিচালিত হয় তাহার পূর্ণনিরাপত্তার নিশ্চয়তা কখনোই দিতে পারি না। কিন্তু সম্মানিত বিক্রেতা, গ্রাহক, ব্যবহারকারীগণ কর্তৃক অত্র পোর্টালে ব্যবহৃত পাসওয়ার্ড, ব্যবহারকারীর আইডি নম্বর, বা অন্যান্য বিশেষ অ্যাক্সেস বৈশিষ্ট্যগুলি যাহা সম্মানিত বিক্রেতা, গ্রাহক, ব্যবহারকারীগণ ব্যবহার করেন, সেইগুলিকে সুরক্ষিত করার জন্য যুক্তিসঙ্গত পদক্ষেপ নেওয়ার  ও পদক্ষেপ গ্রহণ করার জন্য সদা সতর্ক থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ ও সতর্ক করা হইল। কারন তার রক্ষা এবং তার গোপনীয়তা রক্ষা করার দায়িত্ব হইল সম্মানিত বিক্রেতা, গ্রাহক, ব্যবহারকারীগণের। আপনার ইউজার আইনেডটিফিকেশন নম্বর ও নাম, পাসওয়ার্ড, অ্যাকাউন্টের বিবরণ এবং অ্যাকাউন্টের সহিত সম্পর্কিত ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রাখার জন্য আপনি সম্পূর্ণভাবে দায়বদ্ধ৷ আপনি অত্র সাইটে পরিভ্রমন করা সাথে সাথেই এই নিশ্চয়তা দিচ্ছেন যে আপনার অ্যাকাউন্ট এবং এর সহিত সম্পর্কিত বিশদ তথ্য সমূহকে সর্বদা সুরক্ষিতভাবে রক্ষণাবেক্ষণ করার এবং আপনার অ্যাকাউন্টের অপব্যবহার রোধ করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ আপনি প্রতিনিয়ত নিচ্ছেন। আপনার যদি বিশ্বাস করার কোনো যুক্তিসঙ্গত কারণ থাকে যে আপনার পাসওয়ার্ড অন্য কেউ জেনে গেছে বা পাসওয়ার্ডটি অননুমোদিতভাবে ব্যবহার করা হচ্ছে বা ব্যবহার হওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনি অনতিবিলম্বে বিষয়টি আমাদেরকে জানাবেন। অত্র সাইট পরিভ্রমনের মাধ্যমে আপনি আমাদেরকে এই নিশ্চয়তা দিচ্ছেন যে, আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে অত্র সাইট এবং তৎ সম্পর্কিত পরিষেবাগুলির যে কোনও ব্যবহার এবং/অথবা আপনার অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড ব্যবহার করা বা ব্যক্তিগত তথ্য, ডেটা বা যোগাযোগ এর বা যে কোনও অ্যাক্সেস আপনার দ্বারাই সম্পাদিত বা আপনার দ্বারা অনুমোদিত ব্যক্তি দ্বারাই সম্পন্ন হচ্ছে। আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে অত্র সাইট পরিভ্রমনের মাধ্যমে অঙ্গীকার করছেন যে, অত্র সাইট পরিভ্রমনের সময়ে আপনার অ্যাকাউন্ট/সাইন ইন/লগইন এর মাধ্যমে (সেই অ্যাক্সেস বা ব্যবহার আপনার দ্বারা অনুমোদিত হোক বা না হোক)প্রদত্ত যে কোন তথ্য বা ডাটা বা এক্সসেজ বা তৎ সংক্রান্ত সমূদয় কাজের জন্য আপনি নিজেই দায়বদ্ধ এবং আপনি আরো স্বীকার ও অঙ্গীকার করছেন যে, আপনার অ্যাকাউন্টের মাধ্যমে সাইটের ব্যবহার বা অ্যাক্সেস থেকে উদ্ভূত যে কোনও বা সমস্ত ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে আপনি আইনত বাধ্য। ফোর্স মেজার (FORCE MAJURE) যদি কোন প্রাকৃতিক ঘটনা বা দুর্ঘটনা, বিস্ফোরণ, বন্যা, ঝড়, আগুন, দুর্ঘটনা, যুদ্ধ, যুদ্ধের হুমকি, নাশকতা, বিদ্রোহ, নাগরিক অশান্তি ও নাগরিক আবশ্যকতা, (FORCE MAJURE) মহামারী, ভূমিকম্প, রাজনৈতিক অরাজকতা, যে কোন দৈব ঘটনা,  বা বিপর্য্যয় বা ক্রেতা বা গ্রাহকের আধিক্যের আকস্মিক চাপ বা ইন্টারনেটের বা বৈদ্যুতিক বিপর্য্যয় বা আইন, বিধি, আদেশ, বিধিবিধি, উপ-আইন দ্বারা নিষিদ্ধ করার কারনে বা কোনও সরকারী, আধা সরকারী বা সংসদ বা স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে যেকোন প্রকারের বিধি বা রুল বা ব্যবস্থা বা আমদানী বা রপ্তানী নীতি বা আদেশের কারনে বা ইন্ডাষ্ট্রিয়াল লক বা স্ট্রাইক বা বিরোধ বা ধর্মঘট বা হরতাল বা শ্রমিক বিরোধ এর কারনে যার দ্বারা “আড়ৎদারী ডটকম” এর কার্যক্রম বাধাগ্রস্থ হয় বা প্রভাবিত হয় বা পন্য উৎপাদনে বাধা পায় বা পন্য উৎপাদন, সংগ্রহ, সরবরাহ ও পন্য ডেলিভারীর কাজে বাধা প্রাপ্ত হন বা পন্যের কাচাঁমাল বা পন্যের অপ্রতুলতা বা স্বল্পতা দেখা দেয় বা শ্রমের, গ্যাস বা জ্বালানী বা মেশিনারীজ এর স্বল্পতা দেখা দেয় বা দেশের সরকার বা কোন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কোন সরকারী অফিস বা আদালত বা সরকারী বা আধা সরকারী কর্তৃপক্ষের হস্তক্ষেপ বা অন্য কোন আকষ্মিক ঘটনা বা দুর্ঘটনা ঘটে যা নিয়ন্ত্রনের ক্ষমতা “আড়ৎদারী ডটকম” এর হাতে নয়, নাই বা ছিল না এবং উক্ত কারন সহ আনুষঙ্গিক যৌক্তিক কারনে অত্র চুক্তির শর্তের আলোকে এবং “আড়ৎদারী ডটকম” প্ল্যাটফর্মে উল্ল্যেখিত পলিসি বা নীতির আলোকে “আড়ৎদারী” (যাহার শর্তের আলোকে “আড়ৎদারী ডটকম” নিজ কার্য্য সম্পাদন করিতে বিক্রেতা বরাবরে কিংবা ক্রেতা বা গ্রাহক বরাবরে দায়বদ্ধ)তাহার কার্য্য যথাযথভাবে, যথাযথ উপায়ে বা যথাসময়ে করিতে বা করাইতে ব্যর্থ হন, তাহার জন্য “আড়ৎদারী” কোনভাবেই উক্ত দৈব ঘটনার জন্য বিক্রেতা বরাবরে দায়বদ্ধ হইবে না ও থাকিবে না এবং “আড়ৎদারী ডটকম” উক্ত পরিস্থিতিতে ক্রেতা বা গ্রাহকের পন্যের ক্রয় আদেশ আংশিক বা সম্পূর্ণরুপে বাতিল করিতে পারেন বা “আড়ৎদারী ডটকম” পন্যের ক্রয় আদেশের আলোকে আংশিক ডেলিভারী বা বিতরন করতে পারেন এবং এর বিপরীতে ক্রেতা বা গ্রহাক কিংবা বিক্রেতার কোন ক্ষতি বা লস হইলে “আড়ৎদারী ডটকম” কোন ভাবেই উক্ত ক্ষতি বা লসের জন্য দায়ী হইবে না এবং উক্ত ক্রয় আদেশ আংশিক বা সম্পূর্ণরুপে বাতিল করার বা আংশিক ডেলিভারী বা বিতরন হইতে উদ্ভূত কোন ক্ষতি বা লসের দায়ভার কোনভাবেই “আড়ৎদারী ডটকম” এর উপর বর্তাবে না।




*******************

2.  আপনি এ মর্মে আরো অঙ্গীকার, স্বীকার, সম্মতি এবং নিশ্চয়তা প্রদান করছেন যে, কোন প্রকার প্রতারণামূলক উদ্দেশ্যে বা কাজের জন্য বা অন্য কোন অসৎ বা হীন উদ্দ্যেশ্যে বা কোন প্রকার ফৌজদারি অপরাধ বা দন্ডনীয় অপরাধ মূলক কাজ বা অন্যান্য বেআইনী কার্যকলাপের সাথে সম্পর্কিত হওয়ার জন্য বা কারো বিরক্তি, অসুবিধা বা অযাচিত উদ্বেগ বা উৎকন্ঠা সৃষ্টি করতে বা আপনার মালিকানাধীন নয় এমন কোনো উপাদান প্রেরণ, ব্যবহার বা পুন:ব্যবহার করতে বা বেআইনি, আপত্তিকর বা যৌনতা সংশ্লিষ্ট বা জাতি, ধর্ম বা বর্ণ বিদ্বেষ সৃষ্টি কারক বা ঘৃণা সৃষ্টি কারক এমন উপাদান বা প্রতারণামূলক বা বিভ্রান্তিকর বা বানোয়াট বা অপমানজনক বা অশালীন বা হয়রানিমূলক বা নিন্দামূলক বা মানহানিকর বা অবমাননাকর বা অশ্লীল বা ভয়ঙ্কর বা গোপনীয়তা বা অন্য কোনো মালিকানা তথ্য বা অধিকার লঙ্ঘন কারক বা অন্যথায় তৃতীয় পক্ষের জন্য ক্ষতি কারক বা অর্থ পাচার, মানী লন্ডারিং, মাল্টি লেভেল ব্যবসা, জুয়া বা লটারীর সাথে সম্পর্কিত বা উহার প্রচার করেন বা বৃদ্ধ, নারী, শিশু, অসুস্থ্য, প্রতিবন্ধী বা অপ্রাপ্তবয়স্কদের জন্য যে কোনো উপায়ে ক্ষতি কারক বা বাংলাদেশের একতা, অখণ্ডতা, নিরাপত্তা বা সার্বভৌমত্ব বা বিদেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকি বা আপত্তিকর বা অন্যথায় যে কোনো উপায়ে বেআইনি বা রাজনৈতিক প্রচারণা বা রাজনৈতিক উদ্দ্যেশ্য মূলক বা বাণিজ্যিক অনুরোধ বা যেকোনো "স্প্যাম" রয়েছে বা অন্য যে কোন প্রকার অবৈধ ও বেআইনী উদ্দ্যেশ্যে বা কাজে অত্র সাইটটি আপনি কখনোই ব্যবহার করবেন না এবং উক্তরুপ কাজ সহ সকল প্রকার অবৈধ ও অন্যায় কাজের জন্য অত্র  সাইটটি ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনত দন্ডনীয়। 3.  আপনি এ মর্মে আরো অঙ্গীকার, স্বীকার, সম্মতি এবং নিশ্চয়তা প্রদান করছেন যে, যদি আপনি অত্র সাইটের শর্ত সমূহ, নীতিমালা সমূহ ও গাইড লাইন মান্য করতে অস্বীকার করেন, এবং রাষ্ট্রীয় আইনে নিষিদ্ধ কোন কাজ করেন বা অত্র সাইট কে অসৎ বা বেআইনি উদ্দ্যেশ্যে ব্যবহার করেন বা অত্র সাইটের অন্য গ্রাহক বা দায়িত্বশীল ব্যক্তিদের বা সেবাদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের কম্পিউটারে বা ডিভাইসে অননুমোদিত অ্যাক্সেস পেতে বা অন্যথায় হস্তক্ষেপ বা ব্যাহত করার প্রচেষ্টা বা ব্যবহারের চেষ্টা করেন বা অন্যকে অত্র সাইট ব্যবহারে অন্যায়ভাবে বাধা প্রদান করেন বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কর্তৃক অবৈধ বলে বিবেচিত যে কোনো নিষিদ্ধ ছবি, ভিডিও, বিষয়, বক্তব্য বা উপকরণ সাইটের মাধ্যমে পোস্ট, প্রচার বা প্রেরণ করেন বা রাষ্ট্রের বিরুদ্ধে বা রাষ্ট্রের আইনের এবং সংবিধানের বিরুদ্ধে বা রাষ্ট্রের সুনাম নষ্ট হয় এইরুপ কোন পোষ্ট, প্রচার বা কমেন্ট করেন বা আপনি এমন কোন সফটওয়্যার সফটওয়্যার ভাইরাস, ডিভাইস, কোড, মেটাল, মেটারিয়ালস বা উপাদান ব্যবহার করেন যার দ্বারা অত্র সাইট বা সাইটের গ্রাহকের বা অন্য কোন তৃতীয় পক্ষের বা ব্যক্তির বা প্রতিষ্ঠানের বা কোন ডিভাইস বা প্রযুক্তি বা পদ্ধতি ভাইরাসে আক্রান্ত হতে পারেন বা হ্যাকড হতে পারেন বা গুরুত্বপূর্ণ ক্ষতির বা ঝুকির এমনকি বাধার সম্মুক্ষীণ হতে পারেন বা আপনার সাইট ব্যবহারে, মন্তব্যে বা কমেন্টের দ্বারা অত্র সাইটের কোন গ্রাহক, ক্রেতা বা বিক্রেতার, ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয়ে মিথ্যা, অশালীন, মানহানিকার তথ্য উপস্থাপন করেন বা কোন গ্রাহক, ক্রেতা বা বিক্রেতার, ব্যক্তি বা প্রতিষ্ঠানের মিথ্যা বা ছদ্মবেশ ধারণ করেন বা মিথ্যাভাবে বর্ণনা করেন বা অন্যথায় কোনো ব্যক্তি বা সত্তার সাথে আপনার সম্পর্ককে ভুলভাবে উপস্থাপন করেন, তাহলে উক্ত নিষিদ্ধ, অন্যায়, অবৈধ ও অত্র সাইটের নীতি ও শর্তের বিরুদ্ধ কাজ করার সঙ্গে সঙ্গে আপনার সদস্য পদ বা ক্রয়/বিক্রয় আদেশ প্রদান করার অনুমতি সহ অত্র সাইটে আপনার বিচরন করার অনুমতি বাতিল হয়ে যাবে এবং “আড়ৎদারী ডটকম” আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার রাখেন এবং আপনার উক্তরুপ কাজ সহ সকল প্রকার অবৈধ ও অন্যায় কাজের জন্য আপনি আইনত দন্ডনীয় বটে। 4.  অত্র সাইট ব্যবহার করার মাধ্যমে আপনি এ মর্মে আরো অঙ্গীকার, স্বীকার, সম্মতি এবং নিশ্চয়তা প্রদান করছেন যে, অত্র সাইট ব্যবহার করার সময়, সাইন ইন, লগইন করার সময় বা যে কোন মন্তব্য বা রিভিউ করার সময় বা কন্টেন্টস প্রেরণ করার সময় আপনি কখনোই ফলস বা ফেইক নাম, ই-মেইল, মোবাইল বা ঠিকানা ব্যবহার করবেন না এবং তা দন্ডনীয় অপরাধ হিসাবে গন্য।আপনার যে কোন মন্তব্য বা রিভিউ বা কন্টেন্টস এর সাথে আপনার নাম প্রকাশ করার অধিকার “আড়ৎদারী ডটকম” কে আপনি প্রদান করেছেন।আপনার যে কোন পরামর্শ, রিভিউ বা মন্তব্য যা “আড়ৎদারী ডটকম” বরাবরে প্রেরণ করা হয়েছে তার উপর একমাত্র অধিকার “আড়ৎদারী ডটকম” এর, যা কখনোই ফেরৎযোগ্য নয়। 5.  “আড়ৎদারী ডটকম” এর অসংখ্য ভেন্ডারস/বিক্রেতাদের প্রায় সহস্রাধিক পন্য প্রতিদিন অত্র সাইটে বিক্রয়ের জন্য বা বিজ্ঞাপনের নিমিত্তে প্রদর্শনের জন্য তালিকাভূক্ত করা হয়, উক্ত তালিকাভূক্ত পন্য সমূহের উপর বিভিন্ন গ্রাহক ও ভিজিটরসদের বিভিন্ন লাইক, ডিজলাইক, মন্তব্য ও রিভিউ সহ প্রচুর কমেন্টস ও কন্টেন্টস প্রেরন করে থাকেন।বিক্রয়ের বা বিজ্ঞাপনের নিমিত্তে প্রদর্শিত উক্ত প্রতিটি পন্যের ছবি, ভিডিও, তথ্য, বিবরন এবং তার বিপরীতে প্রদত্ত মন্তব্য ও রিভিউ সহ প্রচুর কমেন্টস ও কন্টেন্টস বিষয়ে সচেতন এবং সজাগ থাকা সব সময় “আড়ৎদারী ডটকম” এর পক্ষে সম্ভব নয়। ফলে “আড়ৎদারী ডটকম” কর্তৃপক্ষ কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অভিযোগ বা দাবীর আলোকে উক্তরুপ পন্যের ছবি, ভিডিও, তথ্য, বিবরন এবং তার বিপরীতে প্রদত্ত মন্তব্য ও রিভিউ, কমেন্টস ও কন্টেন্টস বিষয়ে অভিযোগ ও দাবী যাছাই বাছাই করার জন্য একটি ”অভিযোগ বক্স” সেটআপ করার ব্যবস্থা করেছেন। 6.  যদি আপনি মনে করেন এবং বিশ্বাস করেন যে, সাইটের কোনো বিষয়বস্তু প্রতারণামূলক, অসৎ বা হীন উদ্দ্যেশ্যকর বা কোন প্রকার ফৌজদারি অপরাধ বা দন্ডনীয় অপরাধ মূলক বা কারো বিরক্তি, অসুবিধা বা অযাচিত উদ্বেগ বা উৎকন্ঠা সৃষ্টি কারক বা তাহার মালিকানাধীন নয় বা বেআইনি বা আপত্তিকর বা যৌনতা সংশ্লিষ্ট বা পর্নোগ্রাফিক বা জাতি, ধর্ম বা বর্ণ বিদ্বেষ সৃষ্টি কারক বা ঘৃণা সৃষ্টি কারক বা বিভ্রান্তিকর বা বানোয়াট বা অপমানজনক বা অশালীন বা হয়রানিমূলক বা নিন্দামূলক বা মানহানিকর বা অবমাননাকর বা অশ্লীল বা ভয়ঙ্কর বা গোপনীয় বা অন্য কোনো মালিকানা তথ্য বা অধিকার লঙ্ঘন কারক বা তৃতীয় পক্ষের জন্য ক্ষতি কারক বা অর্থ পাচার, মানী লন্ডারিং, মাল্টি লেভেল ব্যবসা, জুয়া বা লটারীর সাথে সম্পর্কিত বা তা বৃদ্ধ, নারী, শিশু, অসুস্থ্য, প্রতিবন্ধী বা অপ্রাপ্তবয়স্কদের জন্য ক্ষতি কারক বা স্বাস্থ্য সম্মত নয় বা বাংলাদেশের একতা, অখণ্ডতা, নিরাপত্তা বা সার্বভৌমত্ব বা বিদেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকি বা আপত্তিকর বা অন্যথায় যে কোনো উপায়ে বেআইনি বা রাজনৈতিক প্রচারণা বা রাজনৈতিক উদ্দ্যেশ্য মূলক বা যেকোনো "স্প্যাম" অবৈধ ও বেআইনী বা অন্যথায় যে কোনো উপায়ে বেআইনি; অথবা যেটিতে সফ্টওয়্যার ভাইরাস রয়েছে, তাহলে  অনুগ্রহ করে অবশ্যই আপনি আপনার নাম, ঠিকানা, ই-মেইল ও মোবাইল নম্বর উল্ল্যেখ পূর্বক লিখিতভাবে অবিলম্বে বিষয়টি অভিযোগ হিসাবে আনয়ন করে উক্ত আপত্তিকর বিষয় উত্থাপন কারীর নাম, ঠিকানা (ছবি, ভিডিও যদি থাকে) ও বর্ণনা সহ তাকে চিহ্নিত করার এবং আপত্তির সত্যতা যাছাই করার সুবিধার্থে সমূদয় ডকুমেন্টস সহ “আড়ৎদারী ডটকম” কে অবহিত করুন। আমরা অনতিবলিম্বে যুক্তিসঙ্গত যাছাই বাছাই এবং সময়ের মধ্যে উক্ত আপত্তিকর বিষয়বস্তু তদন্ত এবং অপসারণ করার জন্য প্রচেষ্টা গ্রহণ করব। লক্ষ্য রাখা আবশ্যক যে, আবশ্যকীয় তথ্য ও প্রমান ব্যতীত আপনার অভিযোগটি অবৈধ ও মিথ্যা হিসাবে গন্য করে তা সরাসরি খারিজ যোগ্য হবে। 7.  “আড়ৎদারী ডটকম” সকল পক্ষের মেধাস্বত্ত্ব এর প্রতি সমভাবে শ্রদ্ধাশীল। অত্র সাইটের “সমূদয় মেধাস্বত্ত্ব” এর মালিক ও অধিকারী হল “আড়ৎদারী ডটকম” যার ওয়েব সাইট হইল www.aarotdari.com এবং এই ক্ষেত্রে “মেধাসত্ত্ব” বলতে প্রচলিত আইনের নির্ধারিত সংজ্ঞার আলোকে “আড়ৎদারী” এর নামীয় যে কোনও নিবন্ধিত, নিবন্ধভুক্ত এবং নিবন্ধনের জন্য আবেদিত কপিরাইট, ট্রেডমার্ক, প্যাটেন্ট, ডিজাইন, গ্রাফিক্স, পেইজ বা সাইট লুকিং, স্ক্রিপ্ট, পলিসি, শর্ত সমূহ, সুনাম, সম্মান, ডিজাইন স্বত্ত্ব ও অধিকার, পরিষেবা চিহ্ন বা অন্য শিল্প বা বুদ্ধি বৃত্তিক সম্পত্তি ও অধিকার যে নামেই হোক সেই সকল কে বুঝাবে। আমাদের মালিকানাধীন উক্ত “মেধাসত্ত্ব” এমন কোনও পণ্য বা পরিষেবার সাথে এমন কোনও পদ্ধতিতে ব্যবহার করা যাবে না যা “আড়ৎদারী ডটকম” এর মালিকানাধীন পন্য বা পরিসেবা নয় এবং যার দ্বারা গ্রহাকের বা তৃতীয় পক্ষের নিকট “আড়ৎদারী ডটকম” এর মেধাস্বত্ত্বের বিষয়ে বিভ্রান্তির কারণ হতে পারে এবং যা গ্রাহক অথবা অন্য কোন তৃতীয় পক্ষের নিকট আমাদের জন্য অপমান বা অসম্মান জনক। অত্র সাইটে প্রদর্শিত অন্যান্য সমস্ত ট্রেডমার্কগুলি তাদের নিজ নিজ মালিকদের সম্পত্তি, যারা আমাদের দ্বারা অনুমোদিত গ্রাহক, ভেন্ডার, পার্টনার বা কোনভাবে আমাদের দ্বারা সংযুক্ত বা তারা আমাদের স্পনসর হতে পারে কিংবা নাও হতে পারে। অত্র সাইটের সম্পূর্ণ বিষয়বস্তু এবং কনটেন্ট বাংলাদেশের কপিরাইট আইন এবং আন্তর্জাতিক আইনের  অধীনে আমাদের একক মালিকানাধীন এবং আমাদের কপিরাইট হিসাবে সুরক্ষিত। সমস্ত অধিকার “আড়ৎদারী ডটকম” কর্তৃক সংরক্ষিত. 8.  যদি আপনি মনে করেন এবং বিশ্বাস করেন যে, অত্র সাইটের কোন গ্রাহক, ভেন্ডার বা পার্টনার আপনার মেধাস্বত্ত্বাধিকার লঙ্গন করছেন, তাহলে অবশ্যই অনুগ্রহ করে আপনি আপনার নাম, ঠিকানা, ই-মেইল ও মোবাইল নম্বর উল্ল্যেখ পূর্বক লিখিতভাবে অবিলম্বে বিষয়টি অভিযোগ হিসাবে আনয়ন উক্ত মেধাস্বত্ত্বাধিকার লঙ্গন কারীর নাম, ঠিকানা (ছবি, ভিডিও যদি থাকে) ও বর্ণনা সহ তাকে চিহ্নিত করার এবং অভিযোগের সত্যতা যাছাই করার সুবিধার্থে সমূদয় ডকুমেন্টস সহ “আড়ৎদারী ডটকম” কে অবহিত করুন। আমরা অনতিবলিম্বে যুক্তিসঙ্গত যাছাই বাছাই এবং সময়ের মধ্যে উক্ত অভিযোগের বিষয়টির সমাধান করার ব্যবস্থা করব। উল্ল্যেখ করা আবশ্যক যে, আবশ্যকীয় তথ্য ও প্রমান ব্যতীত আপনার অভিযোগটি অবৈধ ও মিথ্যা হিসাবে গন্য করে উহা সরাসরি খারিজ যোগ্য হবে এবং সেটি দন্ডনীয় অপরাধ হিসাবে গন্য হবে। 9.  “ব্রান্ডেড প্রডাক্ট” এর ক্ষেত্রে “আড়ৎদারী ডটকম” উক্ত “ব্রান্ডেড প্রডাক্ট বা পন্যের” উৎপাদক এর সাথে যে কোন একক ডিষ্ট্রিবিউটর এর মধ্যকার সম্পাদিত দ্বিপক্ষিয় চুক্তি বা প্রিন্সিপাল এর সাথে এর এজেন্ট এর মধ্যকার সম্পাদিত চুক্তি কে সম্মান করে থাকেন।তবে আইনের বিধান মোতাবেক উক্ত চুক্তি লঙ্গন কে মেধাস্বত্ত্বাধিকার লঙ্গন হিসাবে চিহ্নিত করার আইনত কোন সুযোগ নাই এবং চুক্তি বাস্তবায়ন করার জন্য “আড়ৎদারী ডটকম” পক্ষগনকে কোন ভাবে সাহায্য করতে পারে না এবং অন্য কোন তৃতীয় পক্ষকেও “আড়ৎদারী ডটকম” উক্ত চুক্তি লঙ্গনের জন্য অভিযুক্ত করতে পারে না। তবে উক্ত বিষয় নিষ্পত্তির জন্য পক্ষগণ তাদের পরষ্পরের বিরুদ্ধে আইনের আশ্রয় গ্রহণ করতে পারেন। ডিজক্লেইমার: ক. আপনি এই মর্মে আরো অঙ্গীকার, স্বীকার, সম্মতি এবং নিশ্চয়তা প্রদান করছেন যে, আপনি আপনার নিজস্ব জ্ঞান, বুদ্ধি ও প্রজ্ঞা দিয়ে সম্পূর্ণ স্বেচ্ছায় ও স্বজ্ঞানে এবং অন্যের বিনা অনুরোধে এবং কোন প্রকার লোভ এর বশবর্তী না হয়ে অত্র সাইটের প্রদর্শিত পন্য ক্রয়/বিক্রয় এবং পন্য ও সেবা মূল্য পরিশোধ করার জন্য চুক্তি করছেন, ক্রয়/বিক্রয় আদেশ দিচ্ছেন, পন্যের বিবরন, ছবি, ভিডিও, কনটেন্ট আপলোড করছেন, আপনার এবং আপনার প্রতিষ্ঠানের এবং আবশ্যকীয় ক্ষেত্রে ব্যাংকের তথ্য আপলোড করছেন, অত্র সাইট অ্যাক্সেস করছেন, বিভিন্ন পরিষেবাগুলি গ্রহণ করছেন, কমেন্ট ও রিভিউ করছেন, আপনার নিজের ইচ্ছায় ও ঝুঁকিতে লেনদেন করছেন এবং আপনি দেশের প্রচলিত আইনের মধ্যেই সমূদয় কাজ করছেন এবং আপনি ঐ সকল কাজ করার জন্য যোগ্য এবং আইনগত অধিকারী এবং “আড়ৎদারী ডটকম” বা এর নিয়ন্ত্রিত কর্তৃপক্ষ এর জন্য কোনভাবেই দায়ী নয়। খ. আপনি এই মর্মে আরো অঙ্গীকার, স্বীকার, সম্মতি এবং নিশ্চয়তা প্রদান করছেন যে, অত্র সাইটের কোন ভেন্ডার বা বিক্রেতা, উৎপাদক, আমদানীকারক বা সাপ্লাইয়ার এর কোন বক্তব্য, বিবরন, কনটেন্ট, কাজ বা নিষ্ক্রিয়তা, আচরন, শর্ত পালন বা ভঙ্গ  বা অঙ্গিকার/নিশ্চয়তা প্রদান বা ভঙ্গ করা, গ্যারান্টি বা ওয়ারেন্টি বা বিশ্বাস/চুক্তি ভঙ্গের জন্য (যা উক্তরুপ ভেন্ডার বা বিক্রেতা, উৎপাদক, আমদানীকারক বা সাপ্লাইয়ার কর্তৃক গ্রাহক বা ক্রেতা বা সাইট ব্যবহারকারীকে পন্য ক্রয় আদেশ বা সেবা গ্রহণ করার সময় প্রকাশ্যে বা গোপনে প্রদান করা হচ্ছে ) “আড়ৎদারী ডটকম” কোন ভাবেই দায়ী হবে না এবং “আড়ৎদারী ডটকম” বা এর নিয়ন্ত্রিত কর্তৃপক্ষ উক্তরুপ দায় দায়িত্ব সরাসরি অস্বীকার করেন। অধিকন্তু “আড়ৎদারী ডটকম” আপনার এবং পণ্যের বিক্রেতা, আমদানীকারক, উৎপাদক ও সাপ্লাইয়ারদের মধ্যে কোনো বিরোধ বা মতানৈক্যের মধ্যস্থতা বা সমাধান করবে না। পেমেন্ট গেটওয়ে, পরিবহন, তথ্য, প্রযুক্তি সেবা সহ অত্র সাইটে তালিকাভুক্ত অন্য কোনো পরিষেবা প্রদানকারীর পরিষেবাগুলি বা কোনো কাজ, বিবরন, ওয়ারেন্টি, বিশ্বাস বা চুক্তি ভঙ্গ বা যে কোন প্রকার নিষ্ক্রিয়তার জন্যও “আড়ৎদারী ডটকম” কোনভাবেই দায়বদ্ধ বা দায়ী থাকবেন না। গ. “আড়ৎদারী ডটকম” প্রকাশ্যভাবে আরো ঘোষনা করছে যে, প্রদর্শিত পন্য, পণ্যের ছবি, ভিডিও, বিবরন, স্পেসিফিকেশন, পণ্যের মূল্য, পন্যের গুনগত মান, উপযুক্ততা, যথার্থতা, নির্ভরযোগ্যতা, পরিপূর্ণতা, সময়োপযোগীতা, কর্মক্ষমতা, নিরাপত্তা, ব্যবসায়িক গ্রহণযোগ্যতা, পণ্যের একটি নির্দিষ্ট উদ্দেশ্যে গ্রহণযোগ্যতা বা তালিকাভুক্ত বা প্রদর্শিত বা লেনদেন করা পণ্যগুলির বৈধতার বিষয়ে কোনও ওয়ারেন্টি বা গ্যারান্টি (প্রকাশ্য বা অপ্রকাশ্য যাই হোক না কেন) দিচ্ছেনা।যদিও “আড়ৎদারী ডটকম” প্রদর্শিত পন্য, পণ্যের ছবি, ভিডিও, বিবরন, স্পেসিফিকেশন, পণ্যের মূল্য সহ আবশ্যকীয় বিষয় সমূহকে উহার ভুল এড়িয়ে সঠিকভাবে উপস্থাপনের জন্য সতর্কতা অবলম্বন করছে। (বিস্তারিত জানার জন্য ওয়ারেন্টি নীতি দেখুন। ঘ. “আড়ৎদারী ডটকম” প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অত্র সাইটে কোন পণ্য বিক্রয় বা ক্রয়কে সমর্থন করে না।অধিকন্তু অত্র সাইটের মাধ্যমে কোন পন্য বিক্রয়ের জন্য প্রদর্শন করা বা উক্ত পন্য বিক্রয় করার সংক্রান্ত অধিকার, স্বত্ত্বা ও স্বার্থ কোনভাবেই “আড়ৎদারী ডটকম” এর উপর বর্তায় না এবং অত্র সাইটের মাধ্যমে পন্য বিক্রয়ের এবং লেনদেনের ক্ষেত্রে “আড়ৎদারী ডটকম” এর কোনই বাধ্যবাধকতা বা দায় থাকবে না। ঙ. “আড়ৎদারী ডটকম” বা তাহার সহযোগী প্রতিষ্ঠান ব্যতীত অন্য ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানী অত্র মার্কেটপ্লেস ব্যবহার করে দোকান, স্টোর, গোডাউন, সোল ডিষ্ট্রিবিউটরশিপ, ডিষ্ট্রিবিউটরশিপ, ডিলারশিপ বা এজেন্সীশিপ পরিচালনা করতে পারবেন এবং এর মাধ্যমে পন্য বা সেবা ক্রয় বা বিক্রয় করতে পারেবন বা পন্য বিক্রয়ের জন্য উপস্থাপন করতে পারবেন এবং পন্য ক্রয় বা বিক্রয়ের জন্য প্রস্তাব প্রদান করতে পারবেন, পন্য ডেলিভারী করতে পারবেন, পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বা ক্যাশ অন ডেলিভারী বা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পন্যের মূ্ল্য পরিশোধ করতে পারবেন।“আড়ৎদারী ডটকম” কেবলমাত্র এক্ষেত্রে অনুমোদিত ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানী কে ব্যবসা সংক্রান্ত এবং ব্যবসায়িক কাজ সম্পাদনের জন্য আবশ্যকীয় লিংক সুবিধা বা লিংকের তথ্য প্রদান করে থাকেন। চ. “আড়ৎদারী ডটকম” উক্ত ব্যবসা সংক্রান্ত আবশ্যকীয় লিংক বা উক্ত ওয়েব সাইট সমূহের যাছাই বাছাই বা এর মূল কন্টেন্টস বা বিষয় বা এর সত্যতা বা মিথ্যাত্ব বা বৈধতা বা অবৈধতা যাছাই করার জন্য দায়বদ্ধ না। উক্ত বিষয়ে যাছাই বাছাই করার দায়িত্ব এবং কর্তব্য হল আপনার। “আড়ৎদারী ডটকম” উক্ত লিংক বা উক্ত ওয়েব সাইট সমূহের মূল কন্টেন্টস বা বিষয় বা এর সত্যতা বা মিথ্যাত্ব বা বৈধতা বা অবৈধতার বিষয়ে কোন স্বীকৃতি বা অনুমোদন বা নিশ্চয়তা বা গ্যারান্টি বা ওয়ারেন্টিও প্রদান করে না। “আড়ৎদারী ডটকম” উক্ত লিংক, ওয়েব সাইট বা অন্য কোন তৃতীয় পক্ষের কাজ, কর্ম, বিশ্বাস যোগ্যতা এবং বিষয়বস্তুর বিষয়ে কোন দায় দায়িত্ব গ্রহণ করবে না এবং দায়বদ্ধ নয়। ছ. আপনি সাবধানতার সাথে উক্ত লিংকও ওয়েব সাইট বা যে কোন তৃতীয় পক্ষের গোপনীয়তা নীতি, টার্মস এবং কন্ডিশন্স সহ অন্যান্য শর্ত ও নীতিমালা সমূহ অত্যন্ত সতর্কতার সাথে যাছাই বাছাই করে উক্ত লিংক ও ওয়েব সাইট সমূহ ব্যবহার করবেন, কারন উহার লাভ ও ক্ষতির একমাত্র দায় সম্পূর্ণরুপে আপনার।আপনার কোন লেনেদেনের সাথে কোন তৃতীয় পক্ষ সম্পৃক্ত হয়েছে কিনা উক্ত বিষয়ে আপনিই ভালভাবে অবগত থাকেন।“আড়ৎদারী ডটকম” কেবলমাত্র তার নিকট রক্ষিত তথ্য দিয়ে আপনাকে আবশ্যকীয় ক্ষেত্রে সাহায্য করতে পারে। জ. আপনি এই মর্মে আরো অঙ্গীকার, স্বীকার, সম্মতি এবং নিশ্চয়তা প্রদান করছেন যে, “আড়ৎদারী ডটকম” আপনার সাথে ই-মেইল, এসএমএস, ফোন কল বা সাইটে নোটিশ পোস্ট করার মাধ্যমে বা অন্য যেকোন এনালগ বা ডিজিটাল পদ্ধতিতে যোগাযোগ করতে পারবে এবং চুক্তি ভিত্তিক কাজ সম্পন্ন করা, ক্রয় বা বিক্রয় আদেশ বাস্তবায়ন করা, যে কোন অভিযোগের প্রতিকার বা নতুন তথ্য বা বিশেষ অফার বা অন্য কোন আবশ্যকীয় উদ্দেশ্যে আপনি “আড়ৎদারী ডটকম” কাছ থেকে যোগাযোগ ও নিত্য নতুন বা আবশ্যকীয় তথ্য পেতে সম্মত আছেন। ঝ. আপনি এই মর্মে আরো অঙ্গীকার, স্বীকার, সম্মতি এবং নিশ্চয়তা প্রদান করছেন যে, “আড়ৎদারী ডটকম” কোনো গ্রাহক, ক্রেতা বা বিক্রেতার ব্যবসায়িক বা ব্যক্তিগত লাভ বা ক্ষতির দায় দায়িত্ব বহন করবে না এবং “আড়ৎদারী ডটকম” বিক্রেতা বা ক্রেতার লেনদেনের বিপরীতে আদায়যোগ্য রাজস্ব, ট্যাক্স বা ভ্যাট, মুসক সহ যে কোন প্রকার সরকারী, আধা সরকারী বা স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের, পরিসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বা কোন কর্পোরেট প্রতিষ্ঠান, কোম্পানী, ব্যক্তি বা অন্য যে কোন প্রকার আইনগত ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোন তৃতীয় পক্ষের কোন পাওনা বা দাবী বা ক্ষতিপূরনের জন্য দায়বদ্ধ হবে না এবং তার সম্পূর্ণ দায় বা দায়িত্ব গ্রাহক, ক্রেতা, বিক্রেতা বা ভেন্ডারস, বিজ্ঞাপন দাতা বা পরিসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের উপর বর্তায়। আপনি এই মর্মে আরো অঙ্গীকার, স্বীকার, সম্মতি এবং নিশ্চয়তা প্রদান করছেন যে গ্রাহক, ক্রেতা, বিক্রেতা বা ভেন্ডারস, বিজ্ঞাপন দাতা বা পরিসেবা প্রদানকারী প্রতিষ্ঠান সহ সকল তৃতীয় পক্ষের যে কোন বা সকল প্রকার কাজ হতে উদ্ভূত আর্থিক যে কোন এবং সমূদয় লেনদেন হতে উদ্ভূত দায় ও দায়িত্ব হতে “আড়ৎদারী ডটকম” সম্পূর্ণভাবে নির্দায় এবং নিষ্কন্টক থাকবে এবং রইল। ঞ. যদি “আড়ৎদারী ডটকম” এর শর্ত সমূহ এবং নীতিমালা সমূহের মধ্যে কোনও এক বা একাধিক শর্ত বা নীতি অবৈধ, অকার্যকর বা আইনত শুরুতেই বাতিল হিসাবে গন্য হয় কিংবা কোন যুক্তি সঙ্গত কারনে অপ্রয়োগযোগ্য হয়, তবে কেবল সেই শর্ত বা নীতিটাই অবৈধ, অকার্যকর বা বাতিল হিসাবে গন্য হবে এবং এর জন্য সমূদয় শর্তাবলী বা নীতিমালা সমূহ অবৈধ, অকার্যকর বা বাতিল হবে না এবং অন্য শর্তাবলীর বা নীতিমালা সমূহের বৈধতা এবং প্রয়োগযোগ্যতাও উহার দ্বারা কোন ভাবেই প্রভাবিত হবে না। বিলম্ব, ব্যর্থতা, বিরোধ এবং উহার নিষ্পত্তি: আপনি আরো অঙ্গীকার, স্বীকার এবং নিশ্চয়তা প্রদান করছেন যে, যদি আপনার সাথে কোন বিক্রেতা, পরিসেবা প্রদানকারী প্রতিষ্ঠান বা সেবা গ্রহণ কারী ও প্রদানকারীর মধ্যে কোন বিরোধ দেখা দেয় তাহলে অবশ্যই সর্বপ্রথম পক্ষগনের মধ্যকার বিরোধ বাংলাদেশে বিদ্যমান আরবিট্রেশন আইনের আলোকে আরবিট্রেশন এর মাধ্যমে নিষ্পত্তি করতে হবে এবং এক্ষেত্রে আরবিট্রেটর এর সিদ্ধান্তই চূড়ান্ত হিসাবে গন্য হবে। অত:পর আরবিট্রেশন এর মাধ্যমে উক্ত বিরোধ নিষ্পত্তি করা সম্ভব না হলে বাংলাদেশের বিদ্যমান আইনের আলোকে বাংলাদেশের আঞ্চলিক এখতিয়ার সম্পন্ন  আরবিট্রেশন আদালতের মাধ্যমে উক্ত বিরোধ নিষ্পত্তি করতে হবে। অত্র সাইটের শর্ত সমূহের আলোকে “আড়ৎদারী ডটকম” এর যে সকল আইনগত বাধ্যবাধকতাগুলি রয়েছে “আড়ৎদারী ডটকম” উক্ত আইনগত বাধ্যবাধকতা সমূহ অবশ্যই যথা সময়ে, যথা নিয়মে এবং যথাযথভাবে প্রতিপালন করতে বদ্ধ পরিকর। তবে যদি উক্ত আইনগত বাধ্যবাধকতা সমূহ মেনে চলতে কোনও বিলম্ব বা ব্যর্থতা দেখা দেয় এবং যদি উক্ত বিলম্ব বা ব্যর্থতা এমন কোনও কারণে ঘটে যার পিছনে যথেষ্ট যুক্তি সঙ্গত কারন আছে বা তার যুক্তিসঙ্গত  নিয়ন্ত্রণ “আড়ৎদারী ডটকম” এর হাতে নয় তবে তার জন্য কোনভাবেই “আড়ৎদারী ডটকম” বা তার সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ দায়ী হবে না। অত্র সাইটের শর্তসমূহ এবং নীতিমালা মান্য করার বাধ্যবাধকতা এবং তা লঙ্গনের দায়: আপনি এই মর্মে আরো অঙ্গীকার, স্বীকার, সম্মতি এবং নিশ্চয়তা প্রদান করছেন যে, আপনার সাথে ভিন্নতর কোন লিখিত চুক্তি না থাকলে অত্র সাইট ব্যবহার করার সময় এবং অত্র সাইট হতে যে কোন প্রকার পরিসেবা গ্রহণ করার সময় “আড়ৎদারী ডটকম” এর যে সকল শর্ত ও নীতিমালা বহাল বা বিদ্যমান থাকবে আপনি সে সকল শর্তসমূহ এবং নীতিমালা প্রতিপালন করতে আইনত এবং ন্যায়ত বাধ্য এবং আপনি সে সকল শর্তসমূহ এবং নীতিমালার আলোকেই “আড়ৎদারী ডটকম” এর সাইট ব্যবহার করার এবং অত্র সাইট হতে “আড়ৎদারী ডটকম” এর প্রদত্ত পরিসেবা গ্রহণ করার জন্য সম্মত আছেন।    আপনি এই মর্মে আরো অঙ্গীকার, স্বীকার এবং নিশ্চয়তা প্রদান করছেন যে, একটি ব্যক্তি মালিকানাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসাবে “আড়ৎদারী ডটকম” অবশ্যই তার নিজস্ব যুক্তিসঙ্গত পলিসি ও বিবেচনার আলোকে ব্যবসায়িক উদ্দেশ্য বাস্তবায়নের ও পূরনের লক্ষ্যে দেশের বিদ্যমান আইনের ভিত্তিতে নিজস্ব ব্যবসা পরিচালনা করার অধিকারী।আপনি আরো অঙ্গীকার ও স্বীকার করছেন যে,  যদি আপনি “আড়ৎদারী ডটকম” এর সাইটে উল্ল্যেখিত কোন এক বা একাধিক শর্ত বা নীতি লঙ্গন করে থাকেন তাহলে একটি ব্যক্তি মালিকানাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসাবে “আড়ৎদারী ডটকম” অবশ্যই আপনার বিরুদ্ধে আইনগত প্রতিকার গ্রহণ করার অধিকারী। কিন্তু যদি আপনার উক্ত শর্ত বা নীতি লঙ্গন করার পরও “আড়ৎদারী ডটকম” আপনার বিরুদ্ধে তখনো কোন আইনগত পদক্ষেপ গ্রহণ না করে থাকেন, তাহলেও “আড়ৎদারী ডটকম” এর উক্ত আইনগত প্রতিকার গ্রহণ করার অধিকার ক্ষুন্ন হবে না, “আড়ৎদারী ডটকম” এখনো বা যে কোন সময় আপনার বিরুদ্ধে উক্ত উল্ল্যেখিত শর্ত ও নীতি ভঙ্গের কারনে আইনগত প্রতিকার গ্রহণ করার এবং আইনগত ব্যবস্থা প্রহণ করার অধিকার রাখেন।  অন্য যে কোনো আইনি বা ন্যায়সঙ্গত প্রতিকার ব্যতিরেকেই “আড়ৎদারী ডটকম” আপনাকে যে কোন প্রকার পূর্বাপর নোটিশ প্রদান ব্যতীতই উপরোক্ত শর্তাবলী বা অত্র সাইটের অন্যান্য শর্তাবলী সমূহে উল্ল্যেখিত শর্তসমূহ হতে এক বা একাধিক বা আবশ্যকীয় শর্ত সমূহ যে কোন সময় বা অবিলম্বে বাতিল করতে পারে এবং/বা আবশ্যকীয় ক্ষেত্রে “আড়ৎদারী ডটকম” এর উপরোক্ত শর্তাবলী বা অন্যান্য শর্তাবলী সমীহ বা নীতিমালা সমূহের আলোকে অত্র সাইটে বিচরন ও অত্র সাইট ব্যবহার সহ আপনাকে প্রদত্ত আংশিক, যে কোনো বা সমস্ত অধিকার প্রত্যাহার করতে পারেন এবং আপনার চুক্তি বা চুক্তি সমূহ বাতিল করতে পারেন। উক্ত অধিকার বাতিল দ্বারা এই চুক্তির সমাপ্তির তারিখের আগের উদ্ভূত পক্ষ সমূহের সংশ্লিষ্ট অধিকার এবং বাধ্যবাধকতা সমূহের উপর কোন প্রভাব পরবে না। আপনি আরও স্বীকার ও অঙ্গীকার করছেন যে, উক্তরুপ ভাবে  কোনো চুক্তি বাতিল বা প্রত্যাহার বা স্থগিতাদেশ হলে এর ফলে আপনার বা অন্য কোনো ব্যক্তির কাছে বা অন্য কোন তৃতীয় পক্ষের নিকট “আড়ৎদারী ডটকম” দায়বদ্ধ থাকবে না। “আড়ৎদারী ডটকম” এর সাইট বিচরন,  পরিচালনার, ব্যবহারে বা পরিসেবা গ্রহণের ক্ষেত্রে আপনি যদি অত্র সাইটে উল্ল্যেখিত শর্ত সমূহ, প্রাইভেট পলিসি, অন্যান্য পলিসি, নিয়ম, নীতি বা নির্দেশিকা প্রতিপালনে অপারগ হন বা উক্ত শর্ত সমূহ প্রতিপালন করতে অসন্তুষ্ট হন বা বিরক্ত হন তবে আপনার একমাত্র এবং একচেটিয়া প্রতিকার হল অত্র সাইটটি আপনার ব্যবহার না করা বা অত্র সাইট ব্যবহার বন্ধ করা। আপনি এই মর্মে আরো অঙ্গীকার, স্বীকার এবং নিশ্চয়তা প্রদান করছেন যে, অপনার দ্বারা অত্র সাইট ব্যবহার করার কারনে বা অত্র সাইট ব্যবহার করার সময় আপনার কোন বক্তব্য, আচার, আচরন বা কাজের মাধ্যমে যদি রাষ্ট্র, সরকার, জনগন, সার্বভৌমত্ব, আইন, সংবিধান, সমাজ, ব্যক্তি, প্রতিষ্ঠান, জাতি, বর্ণ, ধর্ম, ধর্মীয় গোষ্ঠী বা গোত্রের কোন প্রকার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় বা অন্য কোন প্রকার ক্ষতি সম্পাদিত হয় বা কোন বেআইনী বা অবৈধ কাজ হয় বা কোন অনৈতিক কার্য্য সম্পন্ন হয় তাহলে এর সম্পূর্ণ দায় এবং দায়িত্ব কেবলমাত্র আপনার উপরই বর্তায় এবং আপনার উক্তরুপ কাজ বা কোনরুপ বেআইনী, অবৈধ, বিদ্বেষপূর্ণ বা অনৈতিক এর দায় কোনভাবেই “আড়ৎদারী ডটকম” বা এর নিয়ন্ত্রন কর্তৃপক্ষ বা দায়িত্ব প্রাপ্ত ব্যক্তির উপর বর্তাবে না এবং “আড়ৎদারী ডটকম” কখনোই এর জন্য দায়ী হবে না এবং আপনি আপনার উক্তরুপ বেআইনী, অবৈধ, বিদ্বেষপূর্ণ বা অনৈতিক কাজের জন্য “আড়ৎদারী ডটকম” বা এর নিয়ন্ত্রন কর্তৃপক্ষ বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বরাবরে আইনানুগ এবং আবশ্যক ক্ষতিপূরণ দিতে বাধ্য।  ভেন্ডারস বা বিক্রেতা সাধারনের জণ্য বিশেষ শর্ত সমূহ:  “আড়ৎদারী ডটকম” এর সকল ভেন্ডারস বা বিক্রেতাগণ অবশ্যই তাদের ব্যবসা সর্বোত্তম সততা, নিষ্ঠা, নীতি এবং আদর্শের সাথে পরিচালনা করবেন এবং উক্ত নীতি এবং আদর্শ “আড়ৎদারী ডটকম” এর ভেন্ডারস বা বিক্রেতাগণের নিয়োজিত সকল কর্মচারীদের দ্বারা ও প্রতিপালিত হতে হবে এবং সকল প্রকার হুমকী, ধমকী, ঘুষ, মুনাফাখোরী, মজুৎদারী বা দুর্নীতি কে সম্পর্ণরুপে পরিত্যাগ করতে হবে। সকল প্রকার ঘুষ চাওয়া, প্রদান করা, ঘুষের প্রস্তাব করা, ঘুষের মধ্যস্থতা করা এবং পরামর্শ প্রদান করা সম্পূর্ণ এবং কঠোরভাবে নিষিদ্ধ। সকল ভেন্ডারস বা বিক্রেতাগণ অবশ্যই নিশ্চিত করবেন যে, তাদের দোকান বা প্রতিষ্ঠানে সকল প্রকার শিশুশ্রম এবং জবরদস্তিমূলক শ্রম সম্পূর্ণরুপে নিষিদ্ধ। সমস্ত উৎপাদক, আমদানীকারক, সাপ্লাইয়ার, খুচরা ও পাইকারী ব্যবসায়ী শিশুশ্রম এবং জবরদস্তিমূলক শ্রম সম্পূর্ণরুপে নিষিদ্ধ করবেন এবং শিশুশ্রম এবং জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধ করতে একে অপরকে উৎসাহীত করবেন এবং শ্রমিক নিয়োগ, তাদের শ্রম, শ্রম সময়, কর্ম পরিবেশ, পরিবেশ দুষণ, স্বাস্থ্যবিধি প্রতিপালন, অন্যান্য আইনগত সুবিধাদী এবং মজুরী সহ সকল বিষয়ে আন্তর্জাতিক আইন ও নীতি, রাষ্ট্রীয় সংবিধান, শ্রম আইন সহ দেশের প্রচলিত সমস্ত আইন মান্য করার জন্য বাধ্য থাকবেন এবং যথাযথ ভাবে তা প্রতিপালন করবেন। তাদের সকল কর্মচারী ও শ্রমিকের সম্মান, মর্যাদা রক্ষা করবেন, স্বাস্থ্য এবং নিরাপত্তার যাবতীয় বিষয় সুনিশ্চিত করবেন, প্রতিষ্ঠান এবং কারখানায় কর্মচারীগণের সুন্দর শ্রম পরিবেশ নিশ্চিত করবেন এবং তাদের শ্রম পরিবেশ কে সকল প্রকার শারীরিক, মানসিক, মৌখিক, যৌন হয়রানি মূলক, বিরক্তিকর ও ক্ষতিকর অবস্থা হতে মুক্ত রাখবেন এবং সকল দোকান, প্রতিষ্ঠান এবং কারখানা অসম্মান এবং অমর্যাদা জনক শ্রম পরিবেশ সম্পূর্ণরুপে বর্জন করবেন।সকল ক্ষেত্রে “আড়ৎদারী ডটকম” এর প্ল্যাটফর্মের সকল উৎপাদক, আমদানীকারক, সাপ্লাইয়ার, খুচরা ও পাইকারী ব্যবসায়ী “আড়ৎদারী ডটকম” কর্তৃক নির্ধারিত বা দেশ এবং আন্তর্জাতিক আইনের আলোকে প্রতিষ্ঠিত যে কোন প্রতিষ্ঠান বা সংস্থার নির্ধারিত স্ট্যান্ডার্টস মান রক্ষা করবেন এবং আবশ্যকীয় ক্ষেত্রে বা যে কোন সময় “আড়ৎদারী ডটকম” এর নিজস্ব টিম বা তার কর্তৃক নিযুক্ত যে কোন তৃতীয় পক্ষ “আড়ৎদারী ডটকম” এর প্ল্যাটফর্মের সকল বা যে কোন উৎপাদক, আমদানীকারক, সাপ্লাইয়ার, খুচরা ও পাইকারী ভেন্ডারগণ এর প্রতিষ্ঠান যে কোন সময় পর্যবেক্ষণ বা যাছাই বাছাই করার জন্য তদন্ত, অনুসন্ধান, অডিট বা নিরীক্ষণ করতে পারবেন এবং সকল উৎপাদক, আমদানীকারক, সাপ্লাইয়ার, খুচরা ও পাইকারী বিক্রেতা বা ভেন্ডারগণ উক্ত পরিদর্শন বা এর সহিত সংশ্লিষ্ট সকল তথ্য সমূহ গোপনীয় হিসাবে মান্য করে তা গোপন রাখতে বাধ্য রইলেন। পন্যের মালিকানা, আটক পন্য, উহার প্যাকেটজাত করন, শিপিং, পরিদর্শন এবং আদেশের চূড়ান্ততাঃ- বিক্রেতা বা ভেন্ডার আরো অঙ্গীকার ও স্বীকার করছেন যে, বিক্রয়কৃত পন্য উহার ক্রেতা বা গ্রাহকের নিকট পৌছানোর পূর্ব পর্যন্ত উহার একমাত্র এবং একচ্ছত্র স্বত্ত্ববান ও মালিক হলেন বিক্রেতা বা ভেন্ডার এবং উক্ত বিক্রয়কৃত পন্য ক্রেতা বা গ্রাহকের নিকট পৌছিয়ে দেওয়ার সাথে সাথে উহার একচ্ছত্র ও একমাত্র মালিক হবেন ক্রেতা বা গ্রাহক। কিন্তু যে ক্ষেত্রে বিক্রিত পন্য কোন ক্রেতা বা গ্রাহকের দ্বারা প্রত্যাবর্তিত বা প্রত্যাখ্যাত হয় সে ক্ষেত্রে উক্ত বিক্রিত পণ্যটির একচ্ছত্র স্বত্ত্ব ও মালিকানা উক্ত পন্যটি প্রত্যাবর্তন বা প্রত্যাখ্যানের সাথে সাথেই বিক্রেতার কাছে প্রত্যাবর্তন করবে এবং ফিরে যাবে। উক্ত পন্যের স্বত্ত্ব ও মালিকানা কখনোই “আড়ৎদারী ডটকম” এর উপর বর্তাবে না। পন্যের প্যাকেটজাত করন এবং শিপিং এর দায় ও ভেন্ডারস বা বিক্রেতার। যখন পরিবহন চার্জ সহ ভেন্ডারস বা বিক্রেতার শর্ত মোতাবেক পন্যের সমূদয় বা আংশিক মূল্য ক্রেতা বা গ্রাহক বিক্রেতা বরাবরে পরিশোধ করেন তখন ক্রেতার ক্রয় আদেশ চূড়ান্ত এবং যখন পন্য ডেলিভারী প্রদান করত: উক্ত পন্যের পরিবহন চার্জ সহ সমূদয় মূল্য  বা বিক্রেতা বরাবরে গ্রাহক হতে “আড়ৎদারী ডটকম” কর্তৃক সংগ্রহ করার পর উহার কমিশন এবং ভ্যাটসহ অন্যান্য ফিস কর্তন করত: বিক্রেতার পাওনা পন্য মূল বিক্রেতা বরাবরে পরিশোধ করা হবে তখন অত্র সাইটে প্রদত্ত বিক্রেতা বা ভেন্ডরস এর “বিক্রয় আদেশ” চূড়ান্ত হিসাবে গন্য হবে। বিক্রেতা বা ভেন্ডার আরো অঙ্গীকার ও স্বীকার করিছেন যে, আবশ্যকীয় ও প্রয়োজনী কাগজপত্রের অভাবে বা দেশের প্রচলিত আইনের আলোকে দেশের আইন ও শান্তিশৃঙ্খলা বাহিনী কর্তৃক কোন পন্য বে-আইনী গন্যে আটক করলে বা কোন পন্য জব্দ করলে “আড়ৎদারী ডটকম” বা তৃতীয় পক্ষ পরিবহনকারী বা তৃতীয়পক্ষ পরিসেবা দানকারী উক্ত আটকের জন্য সৃষ্ট ক্ষতি বা উক্ত আটককৃত পন্যের জন্য কোনভাবেই দায়বদ্ধ হবে না এবং থাকবেন না । বিক্রেতা বা ভেন্ডার আরো অঙ্গীকার ও স্বীকার করিতেছেন যে, “আড়ৎদারী” বা তৃতীয়পক্ষ পরিবহনকারী বিক্রেতাকে কোনরুপ অগ্রিম নোটিশ প্রদান না করেই  যে কোন শিপমেন্ট এর জন্য প্যাকেটজাতকৃত পন্য বা শিপমেন্টকৃত পন্য এবং উহার বিবরন সহ যাবতীয় তথ্য যাছাই বাছাই করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে ও পরিদর্শন করতে পারবেন। তবে উক্ত পরিদর্শন করার জন্য “আড়ৎদারী ডটকম” বা তৃতীয়পক্ষ পরিবহনকারী বা অন্য সেবা দানকারী কখনোই বাধ্য নয়। ক্রয়ের জন্য আদেশকৃত পন্যের এবং তার বিবরনের বিষয়ে সুনিশ্চিত হওয়ার জন্য বিক্রেতা বা ভেন্ডারই একমাত্র দায়বদ্ধ এবং তার বিষয়ে “আড়ৎদারী ডটকম” কখনোই দায়বদ্ধ হবে না। সঠিক পন্য ক্রেতা বরাবরে শিপমেন্টের ও বিতরনের জন্য পাঠানো হয়েছে কিনা উহা নিশ্চিত হওয়ার একমাত্র দায়িত্ব বিক্রেতা বা ভেন্ডারের, উহার জন্য “আড়ৎদারী ডটকম” বা তৃতীয় পক্ষ পরিবহনকারী বা অন্য সেবা দানকারী কখনো এবং কোনভাবেই দায়বদ্ধ হবে না।  বিক্রেতা বা ভেন্ডার আরো অঙ্গীকার ও স্বীকার করছেন যে, ক্রেতা বরাবরে বিক্রয়ের জন্য পার্শ্বেলকৃত সকল পন্যই দেশের ও আন্তর্জাতিক আইনের আলোকে নির্ধারিত পন্থায় ও নির্দিষ্ট ফর্মে ও ছকের আলোকে আবশ্যকীয় ডকুমেন্টস সহ পার্শ্বেল করা হবে।  ক্রেতা স্বার্থ রক্ষার নীতি:- ক্রেতা বা গ্রাহক কর্তৃক পন্য ক্রয় করার জন্য পণ্যের ট্রন্সপোর্ট ফিস সহ পন্যের মূল্য পরিশোধ করার পরে ক্রেতার স্বার্থ রক্ষার নিমিত্তে “আড়ৎদারী ডটকম” কর্তৃক সু‍নির্দিষ্টকৃত নীতি সমূহ এবং ভোক্তা অধিকার আইনের অধীন রক্ষিত নীতি এবং ক্রেতা বা গ্রাহক এর আইন দ্বারা অর্জিত স্বার্থ বা দেশের প্রচলিত আইনের বিধান মোতাবেক ক্রেতার আনুষঙ্গিক অধিকার রক্ষা করতে ভেন্ডার বা বিক্রেতাগণ আইনত এবং ন্যায়ত বাধ্য বটে। অধিকন্তু “গ্রাহক সেবা মাস” বা ধর্মীয় সেবা মাস অর্থাৎ “রমজান” মাস এর প্রতি সম্মান প্রদর্শন পূর্বক তুলনা মূলকভাবে কম মুনাফায় ক্রেতা বা গ্রাহক কে অধিকতর বা বেশী সুবিধা প্রদান করার নীতিও ক্রেতা স্বার্থ রক্ষার নীতি হিসাবে মান্য করতে ভেন্ডার বা বিক্রেতাগণ বাধ্য বটে।  নিরাপত্তা সংক্রান্ত: আমাদের ওয়েব পোর্টালের মাধ্যমে (অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই) সম্মানিত বিক্রেতা, গ্রাহক, ব্যবহারকারীগণের প্রেরিত এবং তাহাদের জমা দেওয়া যেকোনো তথ্য আইন অনুযায়ী রক্ষা করার জন্য এবং উক্ত তথ্য সমূহের ক্ষতি, অপব্যবহার এবং অননুমোদিত অ্যাক্সেস, প্রকাশ, পরিবর্তন বা ধ্বংসের বিরুদ্ধে এবং উক্ত তথ্য সমূহকে রক্ষা করার জন্য আমরা  সর্বাত্মক উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করি এবং সাধ্যমত সমস্ত যুক্তিসঙ্গত পদক্ষেপ নিয়ে থাকি। এই প্রচেষ্টা সত্ত্বেও, আমরা যে নেটওয়ার্ক, সিস্টেম, সার্ভার, ডিভাইস এবং ডেটাবেসগুলি পরিচালনা করি বা আমাদের পক্ষ থেকে পরিচালিত হয় তাহার পূর্ণনিরাপত্তার নিশ্চয়তা কখনোই দিতে পারি না। কিন্তু সম্মানিত বিক্রেতা, গ্রাহক, ব্যবহারকারীগণ কর্তৃক অত্র পোর্টালে ব্যবহৃত পাসওয়ার্ড, ব্যবহারকারীর আইডি নম্বর, বা অন্যান্য বিশেষ অ্যাক্সেস বৈশিষ্ট্যগুলি যাহা সম্মানিত বিক্রেতা, গ্রাহক, ব্যবহারকারীগণ ব্যবহার করেন, সেইগুলিকে সুরক্ষিত করার জন্য যুক্তিসঙ্গত পদক্ষেপ নেওয়ার  ও পদক্ষেপ গ্রহণ করার জন্য সদা সতর্ক থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ ও সতর্ক করা হইল। কারন তার রক্ষা এবং তার গোপনীয়তা রক্ষা করার দায়িত্ব হইল সম্মানিত বিক্রেতা, গ্রাহক, ব্যবহারকারীগণের। আপনার ইউজার আইনেডটিফিকেশন নম্বর ও নাম, পাসওয়ার্ড, অ্যাকাউন্টের বিবরণ এবং অ্যাকাউন্টের সহিত সম্পর্কিত ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রাখার জন্য আপনি সম্পূর্ণভাবে দায়বদ্ধ৷ আপনি অত্র সাইটে পরিভ্রমন করা সাথে সাথেই এই নিশ্চয়তা দিচ্ছেন যে আপনার অ্যাকাউন্ট এবং এর সহিত সম্পর্কিত বিশদ তথ্য সমূহকে সর্বদা সুরক্ষিতভাবে রক্ষণাবেক্ষণ করার এবং আপনার অ্যাকাউন্টের অপব্যবহার রোধ করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ আপনি প্রতিনিয়ত নিচ্ছেন। আপনার যদি বিশ্বাস করার কোনো যুক্তিসঙ্গত কারণ থাকে যে আপনার পাসওয়ার্ড অন্য কেউ জেনে গেছে বা পাসওয়ার্ডটি অননুমোদিতভাবে ব্যবহার করা হচ্ছে বা ব্যবহার হওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনি অনতিবিলম্বে বিষয়টি আমাদেরকে জানাবেন। অত্র সাইট পরিভ্রমনের মাধ্যমে আপনি আমাদেরকে এই নিশ্চয়তা দিচ্ছেন যে, আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে অত্র সাইট এবং তৎ সম্পর্কিত পরিষেবাগুলির যে কোনও ব্যবহার এবং/অথবা আপনার অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড ব্যবহার করা বা ব্যক্তিগত তথ্য, ডেটা বা যোগাযোগ এর বা যে কোনও অ্যাক্সেস আপনার দ্বারাই সম্পাদিত বা আপনার দ্বারা অনুমোদিত ব্যক্তি দ্বারাই সম্পন্ন হচ্ছে। আপনার অ্যাকাউন্ট ব্যবহার করে অত্র সাইট পরিভ্রমনের মাধ্যমে অঙ্গীকার করছেন যে, অত্র সাইট পরিভ্রমনের সময়ে আপনার অ্যাকাউন্ট/সাইন ইন/লগইন এর মাধ্যমে (সেই অ্যাক্সেস বা ব্যবহার আপনার দ্বারা অনুমোদিত হোক বা না হোক)প্রদত্ত যে কোন তথ্য বা ডাটা বা এক্সসেজ বা তৎ সংক্রান্ত সমূদয় কাজের জন্য আপনি নিজেই দায়বদ্ধ এবং আপনি আরো স্বীকার ও অঙ্গীকার করছেন যে, আপনার অ্যাকাউন্টের মাধ্যমে সাইটের ব্যবহার বা অ্যাক্সেস থেকে উদ্ভূত যে কোনও বা সমস্ত ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে আপনি আইনত বাধ্য। ফোর্স মেজার (FORCE MAJURE) যদি কোন প্রাকৃতিক ঘটনা বা দুর্ঘটনা, বিস্ফোরণ, বন্যা, ঝড়, আগুন, দুর্ঘটনা, যুদ্ধ, যুদ্ধের হুমকি, নাশকতা, বিদ্রোহ, নাগরিক অশান্তি ও নাগরিক আবশ্যকতা, (FORCE MAJURE) মহামারী, ভূমিকম্প, রাজনৈতিক অরাজকতা, যে কোন দৈব ঘটনা,  বা বিপর্য্যয় বা ক্রেতা বা গ্রাহকের আধিক্যের আকস্মিক চাপ বা ইন্টারনেটের বা বৈদ্যুতিক বিপর্য্যয় বা আইন, বিধি, আদেশ, বিধিবিধি, উপ-আইন দ্বারা নিষিদ্ধ করার কারনে বা কোনও সরকারী, আধা সরকারী বা সংসদ বা স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে যেকোন প্রকারের বিধি বা রুল বা ব্যবস্থা বা আমদানী বা রপ্তানী নীতি বা আদেশের কারনে বা ইন্ডাষ্ট্রিয়াল লক বা স্ট্রাইক বা বিরোধ বা ধর্মঘট বা হরতাল বা শ্রমিক বিরোধ এর কারনে যার দ্বারা “আড়ৎদারী ডটকম” এর কার্যক্রম বাধাগ্রস্থ হয় বা প্রভাবিত হয় বা পন্য উৎপাদনে বাধা পায় বা পন্য উৎপাদন, সংগ্রহ, সরবরাহ ও পন্য ডেলিভারীর কাজে বাধা প্রাপ্ত হন বা পন্যের কাচাঁমাল বা পন্যের অপ্রতুলতা বা স্বল্পতা দেখা দেয় বা শ্রমের, গ্যাস বা জ্বালানী বা মেশিনারীজ এর স্বল্পতা দেখা দেয় বা দেশের সরকার বা কোন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কোন সরকারী অফিস বা আদালত বা সরকারী বা আধা সরকারী কর্তৃপক্ষের হস্তক্ষেপ বা অন্য কোন আকষ্মিক ঘটনা বা দুর্ঘটনা ঘটে যা নিয়ন্ত্রনের ক্ষমতা “আড়ৎদারী ডটকম” এর হাতে নয়, নাই বা ছিল না এবং উক্ত কারন সহ আনুষঙ্গিক যৌক্তিক কারনে অত্র চুক্তির শর্তের আলোকে এবং “আড়ৎদারী ডটকম” প্ল্যাটফর্মে উল্ল্যেখিত পলিসি বা নীতির আলোকে “আড়ৎদারী” (যাহার শর্তের আলোকে “আড়ৎদারী ডটকম” নিজ কার্য্য সম্পাদন করিতে বিক্রেতা বরাবরে কিংবা ক্রেতা বা গ্রাহক বরাবরে দায়বদ্ধ)তাহার কার্য্য যথাযথভাবে, যথাযথ উপায়ে বা যথাসময়ে করিতে বা করাইতে ব্যর্থ হন, তাহার জন্য “আড়ৎদারী” কোনভাবেই উক্ত দৈব ঘটনার জন্য বিক্রেতা বরাবরে দায়বদ্ধ হইবে না ও থাকিবে না এবং “আড়ৎদারী ডটকম” উক্ত পরিস্থিতিতে ক্রেতা বা গ্রাহকের পন্যের ক্রয় আদেশ আংশিক বা সম্পূর্ণরুপে বাতিল করিতে পারেন বা “আড়ৎদারী ডটকম” পন্যের ক্রয় আদেশের আলোকে আংশিক ডেলিভারী বা বিতরন করতে পারেন এবং এর বিপরীতে ক্রেতা বা গ্রহাক কিংবা বিক্রেতার কোন ক্ষতি বা লস হইলে “আড়ৎদারী ডটকম” কোন ভাবেই উক্ত ক্ষতি বা লসের জন্য দায়ী হইবে না এবং উক্ত ক্রয় আদেশ আংশিক বা সম্পূর্ণরুপে বাতিল করার বা আংশিক ডেলিভারী বা বিতরন হইতে উদ্ভূত কোন ক্ষতি বা লসের দায়ভার কোনভাবেই “আড়ৎদারী ডটকম” এর উপর বর্তাবে না।